হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

নিজের চরকায় তেল দাও, ইউক্রেনে যুদ্ধ বন্ধ কর: পুতিনকে ট্রাম্প

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: এএফপি

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরায়েল ও ইরানের মধ্যকার উত্তেজনা নিরসনে মধ্যস্থতার প্রস্তাব দেওয়ার পর তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিজের চরকায় তেল দিয়ে ইউক্রেন সংঘাতের ‘শেষ পরিণতি’ খোঁজার ওপরই মনোযোগ দিতে বলেছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্টের খবরে বলা হয়েছে, সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘আমি তাঁকে বলেছি, একটা উপকার করো, আগে নিজের সমস্যাটার মধ্যস্থতা করো। আমি বলেছি, ভ্লাদিমির, আগে রাশিয়ার ব্যাপারটা মিটাও। এটা (ইরান-ইসরায়েল) পরে দেখা যাবে।’

এ সপ্তাহের শুরুতে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বলেন, পুতিন ইরানের সঙ্গে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন। ট্রাম্প শুরুতে সেটিকে ‘উন্মুক্ত’ প্রস্তাব হিসেবে দেখেছেন বলেও জানান।

এর আগে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গতকাল বুধবার ইসরায়েল-ইরানের মধ্যকার চলমান সংঘাত নিরসনে মধ্যস্থতার প্রস্তাব দেন। তিনি বলেন, মস্কো এমন একটি সমাধানের পথ খুঁজে পেতে সাহায্য করতে পারে, যাতে তেহরান শান্তিপূর্ণভাবে পারমাণবিক কর্মসূচি চালাতে পারে এবং সেই সঙ্গে ইসরায়েলের নিরাপত্তার উদ্বেগও দূর করা যায়।

বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়, সেন্ট পিটার্সবার্গে আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলোর শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে আলাপকালে পুতিন বলেন, ‘এটা খুবই সংবেদনশীল বিষয়।’ তবে তিনি আরও বলেন, ‘আমার দৃষ্টিতে এর একটা সমাধান অবশ্যই খুঁজে বের করা সম্ভব।’

যখন পুতিনকে জিজ্ঞেস করা হয়, যদি ইসরায়েল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যা করে, তখন রাশিয়া কী প্রতিক্রিয়া দেখাবে—তখন পুতিন এমন প্রশ্নের জবাব দিতে অস্বীকৃতি জানান। তিনি বলেন, ‘আমি এমন সম্ভাবনা নিয়েও আলোচনা করতে চাই না।’

ইরানের সর্বোচ্চ নেতা খামেনি ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সংঘাত থামানোর আহ্বান প্রত্যাখ্যান করেছেন। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইসরায়েলের হামলা চলতে থাকলে এবং আমেরিকা সামরিকভাবে জড়িয়ে পড়লে তাদের জন্য ‘চরম ক্ষতির কারণ’ হবে।

পুতিন বলেন, রাশিয়া তার প্রস্তাবগুলো ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র—তিন পক্ষকেই জানিয়েছে। তিনি বলেন, ‘আমরা কাউকে কিছু চাপিয়ে দিচ্ছি না। আমরা শুধু বলছি, আমরা কীভাবে একটি সম্ভাব্য সমাধান দেখি। তবে চূড়ান্ত সিদ্ধান্ত অবশ্যই ওই দেশগুলোর রাজনৈতিক নেতৃত্বের, বিশেষ করে ইরান ও ইসরায়েলের।’

গত কয়েক দশক ধরে মধ্যপ্রাচ্যে রাশিয়া একধরনের সূক্ষ্ম ভারসাম্য বজায় রেখে চলেছে। একদিকে ইসরায়েলের সঙ্গে সুসম্পর্ক রেখেছে, অন্যদিকে ইরানের সঙ্গে সামরিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করেছে। এই নীতিই এখন মস্কোকে মধ্যস্থতাকারীর ভূমিকা নেওয়ার সুযোগ এনে দিতে পারে।

নিকাব বিতর্ক: বিহারের নীতীশের পক্ষে সাফাই গাইলেন উত্তর প্রদেশের মন্ত্রী

ফিলিস্তিনসহ আরও যে ৬ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

ট্রাম্পের ১০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ মামলা প্রতিহতের ঘোষণা দিল বিবিসি

টান দিয়ে নারীর মুখের নিকাব সরিয়ে তোপের মুখে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার

বন্ডাই বিচে হামলাকারীকে থামাতে গিয়ে প্রাণ হারান এক বৃদ্ধ দম্পতিও!

৩০ বছর ধরে যুক্তরাষ্ট্রে থাকেন ভারতীয় নারী, গ্রিন কার্ড সাক্ষাৎকারে গিয়ে আটক

পাকিস্তানি বলে গুঞ্জন—বন্ডাই বিচের হামলাকারীরা আসলে ভারতীয়

বিশ্বজুড়ে তৃতীয় বিশ্বযুদ্ধের বীজ বুনেছেন ট্রাম্প—ইয়েল বিশেষজ্ঞের সতর্কতা

ব্রাজিলে ধসে পড়ল ‘স্ট্যাচু অব লিবার্টির’ ১১০ ফুট উঁচু রেপ্লিকা

ক্যানসার আক্রান্ত শিশুদের সঙ্গে প্রতারণা, ৪০ লাখ ডলার আত্মসাতের নেপথ্যে এক ইসরায়েলি