হোম > বিশ্ব

পেরুতে পর্যটকবাহী উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৭

পেরুর বিখ্যাত নাজকা লাইনে পর্যটকবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে কমপক্ষে সাতজন নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার এ দুর্ঘটনা ঘটে। দেশটির পরিবহন মন্ত্রণালয়ের বরাত দিয়ে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

এক বিবৃতিতে পেরুর পরিবহন মন্ত্রণালয় জানায়, অ্যারোস্যান্টোস পর্যটন কোম্পানির সেসনা ২০৭ নামের এক ইঞ্জিনবিশিষ্ট উড়োজাহাজটি দুপুর নাগাদ নাজকার মারিয়া রেইচে বিধ্বস্ত হয়। সেটিতে পাঁচজন পর্যটক ও দুজন ক্রু ছিলেন।

চিলির দুজন পর্যটক ও একটি কূটনৈতিক সূত্র এএফপিকে জানায়, উড়োজাহাজে থাকা সবাই মারা গেছেন।

নাজকা লাইন ইউনেসকো স্বীকৃত বিশ্ব ঐতিহ্যবাহী স্থানগুলোর মধ্যে একটি। এখানকার মারিয়া রেইচ এয়ারফিল্ড থেকে পর্যটকদের নিয়ে কয়েক ডজন বিমান চলাচল করে।

পেরুর রাজধানী লিমা থেকে প্রায় ৪০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত নাজকা মরুভূমির বিস্তীর্ণ অঞ্চলজুড়ে রয়েছে এই নাজকা লাইন। প্রায় ৮০ কিলোমিটার লম্বা ও ৪৫০ বর্গকিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত রয়েছে এটি। এই বিশাল এলাকাজুড়ে মাটির ওপর খোদাই করা রয়েছে বিভিন্ন রকম ছবি ও নকশা। পশু-পাখির ছবি ছাড়াও রয়েছে সরলরেখা ও জ্যামিতিক নকশা। মাটির ওপরের এই বিশালাকার ভূচিত্রগুলোকেই বলে নাজকা লাইন। 

এই নাজকা লাইন প্রায় ২ হাজার বছরের পুরোনো। ৫০০ খ্রিষ্টপূর্ব থেকে ৫০০ খ্রিষ্টাব্দের মধ্যে এই নকশাগুলো তৈরি করা হয়েছিল বলে মত পুরাতত্ত্ববিদদের।

নিকাব বিতর্ক: বিহারের নীতীশের পক্ষে সাফাই গাইলেন উত্তর প্রদেশের মন্ত্রী

ফিলিস্তিনসহ আরও যে ৬ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

ট্রাম্পের ১০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ মামলা প্রতিহতের ঘোষণা দিল বিবিসি

টান দিয়ে নারীর মুখের নিকাব সরিয়ে তোপের মুখে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার

বন্ডাই বিচে হামলাকারীকে থামাতে গিয়ে প্রাণ হারান এক বৃদ্ধ দম্পতিও!

৩০ বছর ধরে যুক্তরাষ্ট্রে থাকেন ভারতীয় নারী, গ্রিন কার্ড সাক্ষাৎকারে গিয়ে আটক

পাকিস্তানি বলে গুঞ্জন—বন্ডাই বিচের হামলাকারীরা আসলে ভারতীয়

বিশ্বজুড়ে তৃতীয় বিশ্বযুদ্ধের বীজ বুনেছেন ট্রাম্প—ইয়েল বিশেষজ্ঞের সতর্কতা

ব্রাজিলে ধসে পড়ল ‘স্ট্যাচু অব লিবার্টির’ ১১০ ফুট উঁচু রেপ্লিকা

ক্যানসার আক্রান্ত শিশুদের সঙ্গে প্রতারণা, ৪০ লাখ ডলার আত্মসাতের নেপথ্যে এক ইসরায়েলি