হোম > বিশ্ব

ফাইজারের করোনার ওষুধ ৯০ শতাংশ কার্যকর

মার্কিন বহুজাতিক ওষুধ কোম্পানি ফাইজারের মুখে খাওয়ার অ্যান্টিভাইরাল পিল বা ওষুধ করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি এবং মৃত্যুর ঝুঁকি ৯০ শতাংশ কমায়। এমনকি গবেষণাগারের সাম্প্রতিক তথ্য বলছে, ‘প্যাক্সলোভিড’ নামক এ ওষুধ করোনার নতুন ধরন ওমিক্রনের বিরুদ্ধেও বেশ কার্যকর। শেষ ধাপের পর্যালোচনা থেকে এসব তথ্য পাওয়া গেছে বলে আজ মঙ্গলবার জানিয়েছে কোম্পানিটি। 

এর আগে গত মাসের প্রথম দিকে ফাইজারের এ ধরনের ওষুধের প্রাথমিক পর্যালোচনা থেকে জানা যায়, এটি করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি এবং মৃত্যুর ঝুঁকি ৮৯ শতাংশ কমায়। তখন ১ হাজার ২০০ জনের দেহে প্লাসিবো (পার্শ্বপ্রতিক্রিয়া এবং কার্যকারিতাহীন ওষুধ) দিয়ে তুলনা করার পর এ তথ্য পাওয়া যায়। দ্বিতীয় পর্যালোচনা থেকে জানা যায়, এ ওষুধ ৭০ শতাংশ কার্যকর। এবার গবেষণায় আরও ১ হাজার স্বেচ্ছাসেবক যুক্ত করা হয়। যারা ‘প্যাক্সলোভিড’ নিয়েছেন তাঁদের মধ্যে কেউই মারা যাননি। অন্যদিকে যাঁরা প্লাসিবো নিয়েছেন তাঁদের মধ্যে ১২ জন মারা যান। 

করোনার উপসর্গ দেখা দিলে পাঁচ দিন এ ওষুধ দেওয়া হতে পারে। এটি মূলত ফাইজারের পুরোনো অ্যান্টিভাইরাল রিতুনাভিরের সঙ্গে মিশ্রভাবে বানানো হয়েছে। 

ফাইজারের প্রধান সায়েন্টিফিক অফিসার মাইকেল ডলস্টেন এক সাক্ষাৎকারে জানান, ‘আমরা উল্লেখযোগ্য হারে হাসপাতালে ভর্তির ঝুঁকি কমিয়ে দেওয়ার কথা বলছি। উপসর্গ দেখা দেওয়ার পর যদি এটি নেওয়া হয় তাহলে সংক্রমণ অনেকটাই কমে যাবে বলে আশা করা যাচ্ছে। শিগগির যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন এবং অন্যান্য নিয়ন্ত্রণ সংস্থার অনুমোদন মিলবে।’    

ইরানে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ–সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে ১৭

‘ভেনেজুয়েলা চালাবে যুক্তরাষ্ট্র’— ট্রাম্পের মন্তব্যের পরদিনই রুবিওর ইউটার্ন

বিশ্বজুড়ে ভাইরাল ইংল্যান্ডের এক মসজিদ, কারণটা চমৎকার

উত্তর প্রদেশে পিঠে ফোন ঠেকিয়ে ‘বাংলাদেশি’ শনাক্ত করছে পুলিশ, ওয়াইসির ব্যঙ্গ

ভেনেজুয়েলার বর্তমান প্রশাসন যুক্তরাষ্ট্রকে সহায়তা না করলে ফের হামলা: ট্রাম্প

‘ভালো মানুষ’ মোদি ট্রাম্পকে ‘খুশি’ করতে চাওয়ার পরও নতুন শুল্কের হুমকি

কারাকাসে মার্কিন হামলার সময় নিহত কিউবার ৩২ যোদ্ধা

কলম্বিয়ায় হামলা চালানোর প্রস্তাব ভালো, পতনে উন্মুখ কিউবা: ট্রাম্প

ইরানে আরও বাড়ছে পীড়ন, ইন্টারনেট বন্ধ

নিউইয়র্কের বন্দিশালায় মাদুরো: শিগগির বিচার শুরু হবে