হোম > বিশ্ব

বিশ্বে করোনায় এক দিনের ব্যবধানে মৃত্যু বাড়ল প্রায় আড়াই হাজার

বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ও শনাক্ত বেড়েছে। পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৭ হাজার ৯২৪ জন, যা আগের দিনের তুলনায় ২ হাজার ২৯৪ জন বেশি। গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনা শনাক্ত হয়েছে ৪ লাখ ২৬ হাজার ৫৩৫ জনের, যা আগের দিনের তুলনায় ৪৫ হাজার ৩৪৩ জন বেশি। 

পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২৩ কোটি ৩৫ লাখ ৪৮ হাজার ৬৯৪ জনের। আর করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৪৭ লাখ ৭৮ হাজার ৬৯৪ জন। করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ২১ কোটি ৩ লাখ ৫৪ হাজার ৩ জন। 

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি মৃত্যু ও শনাক্তের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৭৯৯ জনের এবং নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৯৭ হাজার ১৬৮ জনের। এ পর্যন্ত দেশটিতে করোনা শনাক্ত হয়েছেন ৪ কোটি ৪০ লাখ ৪২ হাজার ৩৭৯ জন এবং করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৭ লাখ ১১ হাজার ১৬২ জনের। 

দৈনিক মৃত্যুর তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে রাশিয়া। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ২১ হাজার ৫৫৯ জনের। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৮৫২ জনের। 

উল্লেখ্য, ২০১৯ সালের শেষ দিকে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।  

বন্ডাই বিচের ঘটনায় বদলে যেতে পারে অস্ট্রেলিয়ার অস্ত্র-আইন

যাবজ্জীবন কারাদণ্ডের মুখে ধনকুবের থেকে গণতন্ত্রপন্থী আন্দোলনের মুখ জিমি লাই

পেহেলগাম হামলায় এনআইএর চার্জশিট, ৫ ব্যক্তির সঙ্গে এলটিই-টিআরএফও অভিযুক্ত

হিমালয়ে হারিয়ে যাওয়া পারমাণবিক যন্ত্র ৬০ বছর পরও গঙ্গার জন্য ঝুঁকি

ফুল, প্রশংসা আর ডলারে ভাসছেন বন্ডাই বিচের ‘নায়ক’ আল-আহমেদ

খালি হাতে বন্দুকধারীকে ঠেকিয়ে নায়ক বনে যাওয়া কে এই আল-আহমেদ

প্রায় মার্কিন নাগরিক হয়েছিলেন তাঁরা, বাগড়া দিলেন ট্রাম্প

তাইওয়ানে যুদ্ধে জড়ালে চীনের কাছে হারতে পারে যুক্তরাষ্ট্র— পেন্টাগনের গোপন নথি ফাঁস

আরও ৩০০ কোটি রুপির ইসরায়েলি ‘হেরন মার্ক টু’ ড্রোন কিনছে ভারত

অং সান সু চি হয়তো মারা গেছে, আশঙ্কা ছেলের