হোম > বিশ্ব > ইউরোপ

তোষামোদ করে ন্যাটোপ্রধানের বার্তা ফাঁস করে দিলেন ট্রাম্প

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: সংগৃহীত

ন্যাটোর সম্মেলনে যোগ দিতে নেদারল্যান্ডসে যাওয়ার পথে একটি বার্তার স্ক্রিনশট পোস্ট করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বার্তাটি পাঠিয়েছেন ন্যাটো জোটের মহাসচিব মার্ক রুটে।

এদিকে ন্যাটো কর্তৃপক্ষও নিশ্চিত করেছে, ট্রাম্প যে বার্তা পোস্ট করেছেন, তা সত্যিকারেরই, তবে এটি জনসমক্ষে এভাবে দেখিয়ে ফেলা হবে—এমন ধারণা কিংবা ইচ্ছাও ছিল না ন্যাটোপ্রধানের।

এদিকে বিশ্লেষকেরা বলছেন, ট্রাম্পকে প্রভাবিত করতে ওই বার্তায় প্রশংসা বা তোষামোদের কোনো কমতি রাখেননি রুটে। বার্তায় বেশ করেই রুটের এই আচরণ প্রকাশ পেয়েছে। বলা যায়, এতটা খোলাখুলি প্রশংসা সচরাচর দেখা যায় না।

রুটে তাঁর বার্তায় ট্রাম্পকে সম্বোধন করে লিখেছেন, ‘প্রিয় ডোনাল্ড, ইরানে আপনার দৃঢ় পদক্ষেপ ছিল সত্যিই অসাধারণ—এমন কিছু, যা অন্য কেউ সাহস করেনি।’

তিনি আরও লিখেছেন, ‘আপনি দ্য হেগে আরেকটি বড় সফলতার পথে উড়াল দিচ্ছেন।’

এখানে তিনি ইঙ্গিত করছেন, ন্যাটোর সদস্যদেশগুলো হয়তো আগামী এক দশকের মধ্যেই তাদের জিডিপির ৫ শতাংশ প্রতিরক্ষা ও নিরাপত্তার পেছনে খরচের লক্ষ্যমাত্রায় পৌঁছাতে সম্মত হবে।

রুটে বার্তায় যোগ করেন, ‘আপনি এমন একটি সাফল্য অর্জন করতে যাচ্ছেন, যা কয়েক দশকে কোনো মার্কিন প্রেসিডেন্ট পারেননি।’

বার্তার কিছু অংশে ‘নো’ এবং ‘বিগ’ শব্দ দুটি তিনি বড় হাতের অক্ষরেও লিখেছেন। সবশেষে তিনি লিখেছেন, ‘ইউরোপ বড় আকারে খরচ করবে, যেমনটা তাদের করা উচিত।’

সব মিলিয়ে বলা যায়, অনুকরণ তো প্রশংসার শ্রেষ্ঠ রূপ। আর রুটে সেই রীতিই যেন অনুসরণ করেছেন। তবে বিষয়টি নিয়ে সরাসরি তাঁর কাছ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

শান্তিতে মাচাদোর নোবেল পাওয়ার বিরুদ্ধে জুলিয়ান অ্যাসাঞ্জের মামলা

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

‘মান বাঁচাতে’ ইউক্রেনকে ১০৫ বিলিয়ন ডলার ঋণ দিচ্ছে ইইউ

রাশিয়াকে এস-৪০০ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ফেরত নিতে বলছে তুরস্ক, কিন্তু কেন

সমুদ্র উপকূলে পাওয়া গ্যাস বিক্রি করে গাজা পুনর্গঠনের পরিকল্পনা যুক্তরাষ্ট্র–আরব আমিরাত ও ইসরায়েলের

ভিক্ষাবৃত্তির অভিযোগে বিভিন্ন দেশ থেকে ৩২ হাজারের বেশি পাকিস্তানি বহিষ্কার

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার