হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

প্রশান্ত মহাসাগরের দিকে যাচ্ছে যুক্তরাষ্ট্রের বি-২ স্টিলথ বোমারু বিমান

আজকের পত্রিকা ডেস্ক­

বিশ্বের অন্যতম আধুনিক বি-২ স্টেলথ বোমারু বিমান। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মিজৌরির হোয়াইটম্যান এয়ারফোর্স ঘাঁটি থেকে বিশ্বের অন্যতম আধুনিক বি-২ স্টিলথ বোমারু বিমান প্রশান্ত মহাসাগরের পশ্চিমাঞ্চলে অবস্থিত গুয়াম ঘাঁটির দিকে যাত্রা করেছে। আজ শনিবার এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস।

প্রতিবেদনে বলা হয়েছে, বি-২ বিমানের সঙ্গে ছিল চারটি বোয়িং কেসি-৪৬ পেগাসাস ফুয়েল ট্যাংকার। এর মধ্যে দুটি ইতিমধ্যে প্রশান্ত মহাসাগরের আকাশে বি-২ বোমারুতে জ্বালানি সরবরাহ করেছে। বাকি দুটি প্রায় ৭৫ কিলোমিটার পেছনে অবস্থান করছে।

এ ছাড়া সান ফ্রান্সেসকোর উত্তরাঞ্চল থেকে আরও দুটি ট্যাংকার বিমান উড্ডয়ন করেছে। তারা বর্তমানে উত্তরের দিকে এগিয়ে যাচ্ছে এবং পরবর্তী রিফুয়েলিং পয়েন্ট হিসেবে হাওয়াইয়ের দিকে রওনা হয়েছে।

বি-২ স্পিরিট স্টিলথ বোমারু বিমান যুক্তরাষ্ট্রের সবচেয়ে উন্নত অস্ত্রগুলোর একটি। এটি অত্যন্ত গোপনে প্রবেশ করে শক্তিশালী প্রতিরক্ষাব্যবস্থার মাঝেও সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। বিশেষ করে ইরানের মাটির নিচের পারমাণবিক স্থাপনায় হামলার জন্য এটি কার্যকরী।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি ইরানকে নিয়ে কোনো সামরিক সিদ্ধান্ত নেন, তাহলে মার্কিন বাহিনী তা বাস্তবায়নে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। হেগসেথ বলেন, ‘তেহরান যদি সময়মতো চুক্তির পথে না আসে, তাহলে যেকোনো পরিণতির জন্য প্রস্তুত থাকতে হবে।’

প্রতিটি বি-২ বোমারুর মূল্য প্রায় ২ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলার, যা ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল যুদ্ধবিমান। এটি তৈরি করেছে নর্থরপ গ্রুম্যান। সোভিয়েত ইউনিয়নের পতনের পর এখন পর্যন্ত মাত্র ২১টি বিমান উৎপাদন করা হয়েছে। এটি রিফুয়েলিং ছাড়া ৬ হাজার নটিক্যাল মাইল (প্রায় ১১ হাজার কিলোমিটার) দূরত্ব অতিক্রম করতে পারে।

বিমানটি প্রায় ৪০ হাজার পাউন্ড অস্ত্র বহনে সক্ষম, যার মধ্যে রয়েছে—জিডিএএম (JDAM)— এটি সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য জিপিএস-নির্ভর বোমা। জেএএসএসএম-ইআর (JASSM-ER)—এটি এমন ধরনের মিসাইল, যা ৮০০ কিলোমিটারের বেশি দূরের লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম। এ ছাড়া রয়েছে জেএসওডব্লিউ (JSOW) মিসাইল—যা লক্ষ্যবস্তুর কাছাকাছি না গিয়েও দূর থেকে নিখুঁত হামলায় সক্ষম।

বি-২ বোমারু যুক্তরাষ্ট্রের নিউক্লিয়ার ট্রায়াড ব্যবস্থার অংশ। এটি সর্বোচ্চ ১৬টি বি-৮৩ পারমাণবিক বোমা বহনে সক্ষম। এই ধরনের অস্ত্র পরিবহনের সময় স্টিলথ প্রযুক্তির কারণে শত্রুপক্ষ সাধারণত এর উপস্থিতি টের পায় না।

বি-২ বিমানে রাখা যায় ৩০ হাজার পাউন্ডের এমওপি (MOP) বোমা, যা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী কনভেনশনাল (অপারমাণবিক) বোমা হিসেবে পরিচিত। এই বোমা ২০০ ফুটের বেশি কংক্রিটের নিচে ঢুকে বিস্ফোরণ ঘটাতে পারে, যা ইরানের পারমাণবিক গবেষণা স্থাপনাগুলোর জন্য ভয়াবহ হুমকি।

‘২০২৫’ নিয়ে ১৯৯৮ সালে করা আমেরিকানদের ভবিষ্যদ্বাণী কতটুকু মিলেছে

পুতিনের বাসভবনে ড্রোন হামলার অভিযোগ—‘মিথ্যা’ বলছে ইউক্রেন

তাইওয়ানকে ঘিরে ধরেছে চীনের যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান ও ড্রোন

১৭ বছরের সাজার রায় চ্যালেঞ্জ করে ইমরান খান ও বুশরা বিবির আপিল

রাশিয়ার বিরুদ্ধে একের পর এক যুদ্ধবন্দীকে হত্যার অভিযোগ ইউক্রেনীয় কমান্ডারের

জেলেনস্কি চাইলেন ৫০, যুক্তরাষ্ট্র দিতে চায় ১৫ বছরের নিরাপত্তা গ্যারান্টি

ইসরায়েলের সঙ্গে পূর্ব ভূমধ্যসাগরে প্রতিরক্ষা জোট শক্তিশালী করছে গ্রিস ও সাইপ্রাস

তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত দিলেন ৪০ যুদ্ধ কভার করা বিবিসি সাংবাদিক

ট্রাম্প-জেলেনস্কির বৈঠকে যুদ্ধ বন্ধে অগ্রগতি হলেও দনবাস ইস্যু এখনো অমীমাংসিত

মেক্সিকোতে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে ১৩ জনের মৃত্যু, আহত শতাধিক