হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানি হামলার ভয়ে ইসরায়েলি মন্ত্রিসভার সদস্যদের পরিবার সরিয়ে নেওয়া হয়েছে

আজকের পত্রিকা ডেস্ক­

তেলআবিবের উপকণ্ঠ রামাত গানে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রে আঘাত হানা একটি স্থানে পরিদর্শনে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী। ১৩ জুনের হামলায় শহরের বিভিন্ন অংশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ছবি: এএফপি

ইসরায়েলের ইরানের ওপর প্রথম বিমান হামলা শুরু হওয়ার পরই দেশের মন্ত্রিসভার বেশ কিছু সদস্যের পরিবারকে নিরাপত্তার স্বার্থে বাসা থেকে সরিয়ে নেওয়া হয়েছে। ইসরায়েলের টেলিভিশন চ্যানেল ১২ সূত্রে জানা গেছে, ইরানের প্রতিশোধী হামলার আশঙ্কায় এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।

রিপোর্ট অনুযায়ী, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নিরাপত্তা ক্যাবিনেটের সদস্যদের পরিবারের লোকজনকে বিশেষ “নিরাপদ কমপ্লেক্স” বা নিরাপদ আশ্রয়ে রাখা হয়েছে। কেউ কেউ আংশিক নিরাপত্তার জন্য গোপনীয়তা রক্ষা করে অন্য ঠিকানায় সরিয়ে দেওয়া হয়েছে যাতে তাদের অবস্থান আড়াল থাকে এবং প্রতিপক্ষ সহজে শনাক্ত করতে না পারে।

ইসরায়েলি কর্তৃপক্ষের এই ব্যবস্থা মূলত প্রতিহিংসামূলক হামলার সম্ভাবনা থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সুরক্ষিত রাখার লক্ষ্যে গ্রহণ করা হয়েছে। ইসরায়েলের বিরুদ্ধে ইরানের জবাবী কার্যক্রম তীব্র হতে পারে বলে আশঙ্কা রয়েছে, তাই এই পদক্ষেপ জরুরি বলে বিবেচিত হয়েছে।

এই পরিস্থিতি ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা এবং সাম্প্রতিক সময়ে বর্ধিত নিরাপত্তা সতর্কতার প্রেক্ষাপটে নেওয়া এক গুরুত্বপূর্ণ ব্যবস্থা হিসেবে দেখা হচ্ছে।

এক বছরে ইউক্রেনের ৫ হাজার বর্গকিলোমিটার এলাকা দখলের দাবি রাশিয়ার

চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই রেকর্ড প্রতিরক্ষা বাজেট অনুমোদন করল জাপান

আট ঘণ্টায়ও মেলেনি চিকিৎসা, কানাডার হাসপাতালে ভারতীয়র মৃত্যু

প্রথমবারের মতো বিচ্ছিন্ন কান পায়ে প্রতিস্থাপন, ফের যথাস্থানে স্থাপন

ওডিশায় পশ্চিমবঙ্গের মুসলিম তরুণকে ‘বাংলাদেশি’ বলে পিটিয়ে হত্যা

‘বাংলাদেশি’ তকমায় এক বছরে ২২০০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারত

অরুণাচলকে চীনের ‘মূল স্বার্থ’ বলছে পেন্টাগন, ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান বেইজিংয়ের

রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ক্রিপ্টোমাইনিংয়ে কাজে লাগাতে চান ট্রাম্প: পুতিন

ছয় মাসের পরিচয়ে বিবাহিতাকে বিয়ের প্রস্তাব, প্রত্যাখ্যান করায় গুলি

ট্রাম্পের নির্দেশে নাইজেরিয়ায় মার্কিন বাহিনীর হামলা