হোম > বিশ্ব

আমেরিকা ও পশ্চিমা বিশ্ব বাংলাদেশের নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করেছে: রুশ পর্যবেক্ষক

বাংলাদেশের নির্বাচনের ফলাফল প্রভাবিত করার ষড়যন্ত্রে যুক্তরাষ্ট্র জড়িত বলে দাবি করেছে রাশিয়ার একটি নির্বাচন পর্যবেক্ষক দল। এই দলের প্রধান আন্দ্রেই শুটভ বলেছেন, বাংলাদেশের বর্তমান সরকার নির্বাচনী স্বচ্ছতার অঙ্গীকার করছে এবং নির্বাচনকে বৈধ দেখানোর জন্য তা নিশ্চিত করেছে। নির্বাচন সামনে রেখে গত শনিবার শুটভ এমন মন্তব্য করেন। 

এ বিষয়ে আজ রোববার ভারতীয় সংবাদমাধ্যম এবিপি লাইভের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণ করতে তিন সদস্যের রুশ প্রতিনিধিদল বাংলাদেশে সফর করে। এই নির্বাচন নিয়ে বিশ্বজুড়ে আগ্রহ রয়েছে বলে তারা মন্তব্য করেছে। 

শুটভ বলেছেন, ‘প্রায় ২০০ বিদেশি পর্যবেক্ষক ইতিমধ্যে এখানে নিবন্ধিত হয়েছেন। নির্বাচনটি আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করেছে।’ 

নিজ দেশের রাষ্ট্রীয় গণমাধ্যম তাস-এর সঙ্গে এক টেলিফোন সাক্ষাৎকারে শুটভ অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি পশ্চিমা রাষ্ট্র বাংলাদেশের নির্বাচনের গতিপথ ও ফলাফলকে প্রভাবিত করার চেষ্টা করছে। তিনি বলেন, ‘নির্বাচনের বৈধতা নিশ্চিত করা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। কিছু রাষ্ট্র বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা বিশ্ব এই নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত ও হস্তক্ষেপ করার চেষ্টা করেছে। আর এগুলো করা হয়েছে কিছু অলাভজনক সংস্থা, আধিপত্য এবং বিপুল তহবিলের মাধ্যমে।’ 

শুটভ আরও দাবি করেন, বাংলাদেশই একমাত্র দেশ নয়, যেখানে মার্কিন নেতৃত্বাধীন বাহিনী এ ধরনের কর্মকাণ্ড চালাচ্ছে। 

আমেরিকাকে ইঙ্গিত করে শুটভ বলেন, ‘যেহেতু দেশটি নিজের আধিপত্য ঘোষণা করেছে, সেহেতু তারা বিশ্ব নেতৃত্ব এবং সারা বিশ্বের নির্বাচনী প্রক্রিয়াগুলোকে প্রভাবিত করার চেষ্টা করছে ৷ বাংলাদেশও এর ব্যতিক্রম নয়।’

বন্ডি বিচে গুলির শব্দকে শুরুতে আতশবাজি ভেবেছিলেন অনেকে

ভারতে বসে বাংলাদেশে সন্ত্রাস— ঢাকার অভিযোগ প্রত্যাখ্যান দিল্লির

বন্ডি বিচে সন্ত্রাসী হামলায় শনাক্ত কে এই নাভিদ আকরাম

লিংকডইনে গার্লফ্রেন্ড চেয়ে বিজ্ঞাপন দেওয়ার পর যা ঘটল

অস্ট্রেলিয়ায় সমুদ্রসৈকতে ইহুদিদের হানুক্কা উৎসবে গুলি, নিহত অন্তত ১০

এইচ–১বি ভিসা ফি বৃদ্ধি: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ২০ অঙ্গরাজ্যের মামলা

বায়ুদূষণ সূচকে সর্বোচ্চ সীমায় দিল্লি, জনজীবন বিপর্যস্ত

সিরিয়ায় মার্কিন বাহিনীর ওপর আইসিসের হামলার জবাব দেবেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটিতে গুলিতে নিহত ২, আহত ৮

গাজায় হামলা চালিয়ে হামাসের শীর্ষ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের