হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

যুক্তরাষ্ট্রের যুদ্ধে জড়ানোর বিরুদ্ধে বেশির ভাগ মার্কিন

আজকের পত্রিকা ডেস্ক­

রাজধানী তেহরানসহ গুরুত্বপূর্ণ সামরিক ও পারমাণবিক স্থাপনায় হামলা করেছে ইসরায়েল। ছবি: এএফপি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নানাভাবে ইরানকে হুমকি ধামকি দিলেও সরাসরি যুদ্ধে জড়িত হওয়ার কোনো ইঙ্গিত এখনো দেননি। তাঁর প্রশাসন ও দলের লোকদের বেশির ভাগই মধ্যপ্রাচ্যে আমেরিকার আরেকটি যুদ্ধে জড়ানোর বিরোধিতা করছেন। যদিও ট্রাম্প ইসরায়েলকে সব ধরনের সহযোগিতা দেওয়ার অঙ্গীকার করেছেন। তিনি ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ দাবি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়েছেন। ইরান-ইসরায়েল যুদ্ধে আমেরিকান অস্ত্রের শ্রেষ্ঠত্বের গুনগানই গেয়েছেন তিনি।

এ পরিস্থিতিতে সাধারণ আমেরিকানরা কী ভাবছেন? এ নিয়ে সম্প্রতি পরিচালিত একটি মতামত জরিপ নিয়ে প্রতিবেদন করেছে আল-জাজিরা।

সমীক্ষায় দেখা গেছে, আমেরিকানরা ইসরায়েল-ইরান সংঘাতে যুক্তরাষ্ট্রের সামরিকভাবে জড়িত হওয়ার বিরোধিতা করছেন। মার্কিন জরিপ সংস্থা ইউগভ (YouGov) পরিচালিত সমীক্ষায় দেখা গেছে, জরিপে অংশ নেওয়া প্রায় ৬০ শতাংশ আমেরিকান মনে করেন, মার্কিন সামরিক বাহিনীর চলমান সংঘাতে জড়িত হওয়া উচিত নয়।

মাত্র ১৬ শতাংশ মার্কিন জড়িত থাকার পক্ষে, যেখানে ২৪ শতাংশ বলেছেন, কী করা উচিত এ বিষয়ে তাঁরা নিশ্চিত নন।

এ দিকে ডেমোক্র্যাটদের মধ্যে, যারা মার্কিন হস্তক্ষেপের বিরোধিতা করেন তাঁদের হার ৬৫ শতাংশ, এবং রিপাবলিকানদের মধ্যে এই হার ৫৩ শতাংশ। প্রায় ৬১ শতাংশ স্বতন্ত্র ভোটার এই পদক্ষেপের বিরোধিতা করেন।

সমীক্ষায় আরও দেখা গেছে, অর্ধেক আমেরিকান ইরানকে মার্কিন যুক্তরাষ্ট্রের শত্রু হিসাবে দেখেন। যেখানে ২৫ শতাংশ মনে করেন, ইরান বন্ধুত্বপূর্ণ নয়।

আরও খবর পড়ুন:

গাজা স্থিতিশীলতা বাহিনীতে যোগ দিতে প্রস্তুত পাকিস্তান, তবে আপত্তি হামাসকে নিরস্ত্র করার শর্তে

ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের আগে ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা

গুয়াতেমালায় বাস খাদে পড়ে নিহত অন্তত ১৫, আহত ১৯

সোমালিল্যান্ডকে ইসরায়েলের স্বীকৃতি—‘রাষ্ট্রীয় আগ্রাসন’ আখ্যা দিয়ে প্রতাহারের দাবি সোমালিয়ার

বেঙ্গালুরুতে ‘বুলডোজার রাজ’: ৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, তোপের মুখে কর্ণাটকের কংগ্রেস সরকার

নাইজেরিয়ায় হামলা: ‘বড়দিনের উপহার’ বলে উদ্‌যাপন ট্রাম্প প্রশাসনের, স্থানীয়রা বলছেন—‘কখনো আইএস দেখিনি’

রক্তক্ষয়ী সংঘর্ষের পর দ্বিতীয়বার যুদ্ধবিরতিতে থাইল্যান্ড-কম্বোডিয়া

চীনা প্রযুক্তির প্রথম যাত্রীবাহী উড়োজাহাজের ককপিটে প্রথম নারী ক্যাপ্টেন

২ সেকেন্ডে ঘণ্টায় ৭০০ কিমি গতি, চোখের পলকে ছুটে বিশ্ব রেকর্ড গড়ল চীনের ট্রেন

সন্ত্রাসী হামলার হুমকি, যুক্তরাষ্ট্রে ভারতীয় শিক্ষার্থী মনোজ সাই গ্রেপ্তার