হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ট্রাম্পের সঙ্গে বাবার দ্বন্দ্বে ‘মজা পেলেন’ মাস্কের ট্রান্সজেন্ডার কন্যা

আজকের পত্রিকা ডেস্ক­

ট্রাম্পের ট্রান্সজেন্ডার সন্তান ভিভিয়ান। ছবি: সংগৃহীত

ইলন মাস্ক ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে দ্বন্দ্ব এখন প্রকাশ্যে। এ নিয়ে যুক্তরাষ্ট্রের রাজনীতি ও প্রযুক্তিমহল যখন উত্তাল, তখন এক অপ্রত্যাশিত প্রতিক্রিয়া এসেছে মাস্কের বিচ্ছিন্ন মেয়ে ভিভিয়ান জেনা উইলসনের পক্ষ থেকে।

বাবার বিরুদ্ধে ইতিপূর্বে বেশ কয়েকবারই প্রকাশ্যে সমালোচনায় মুখর হয়েছেন ২১ বছর বয়সী ভিভিয়ান। এবার তিনি ইনস্টাগ্রামে নিজের হাসির একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমার কথা প্রমাণিত হওয়ায় আমি আনন্দিত।’ মাস্ক বা ট্রাম্পের নাম উল্লেখ না করলেও ভিডিওতে তিনি বলেছেন, ‘আমি কোনো মন্তব্য করতে চাই না।’ এর পরই তিনি হাসিতে ফেটে পড়েন।

থ্রেডস প্ল্যাটফর্মেও এক পোস্টে তিনি লিখেছেন, ‘জীবনে এত সৌন্দর্য’, সঙ্গে ছিল চেইস আইকনের ‘জব অ্যাপ্লিকেশন’ গান। এর পরের পোস্টে শুধু লিখেছেন, ‘আজকের আবহাওয়াটা দারুণ।’

২০২২ সালের ২২ জুন ক্যালিফোর্নিয়ার একটি আদালতে আইনিভাবে নিজের লিঙ্গ পরিবর্তন করেন ভিভিয়ান এবং মাস্কের সঙ্গেও সম্পর্ক ছিন্ন করেন। আদালতে তিনি জানিয়েছিলেন, ‘আমি আর আমার জৈবিক বাবার সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না, কোনোভাবেই না।’

ইলন মাস্ক অবশ্য মেয়ের সঙ্গে বিচ্ছেদের জন্য ‘ওয়োক মাইন্ড ভাইরাস’কে দায়ী করেছেন। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আমি ছলনার শিকার হয়েছিলাম। আমি আমার ছেলেকে হারিয়েছি। একেই তো ডেডনেইমিং বলে। কারণ, সে আর নেই।’

এদিকে মাস্ক ও ট্রাম্পের দ্বন্দ্ব নতুন মাত্রা পেয়েছে মাস্কের একাধিক টুইটের মাধ্যমে। ট্রাম্পের প্রস্তাবিত ব্যয়বহুল কংগ্রেস বিলকে তিনি ‘জঘন্য ও লজ্জাজনক’ বলেছেন। এরপর তিনি দাবি করেন, ট্রাম্পের নাম জেফরি এপস্টেইনের গোপন নথিতে আছে।

জবাবে ট্রাম্প অবশ্য মাস্ককে ‘পাগল’ হিসেবে আখ্যা দিয়েছেন। ট্রাম্পের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, মাস্কের প্রতি তিনি রাগান্বিত নন, তবে হতাশ। এমনকি তিনি তাঁর টেসলা গাড়িটি বিক্রি করে দেওয়ার কথাও ভাবছেন—মাস্ককে সমর্থন জানাতে ইতিপূর্বে তিনি গাড়িটি কিনেছিলেন।

৭ অক্টোবরের দায় এড়াতে ফন্দি খোঁজার দায়িত্ব দিয়েছিলেন নেতানিয়াহু: সাবেক মুখপাত্র

বাংলাদেশের ভিসা স্থগিতে বিপাকে ভারতীয় ব্যবসায়ীরা, সম্পর্ক স্বাভাবিক করার আহ্বান

ইউক্রেনের পূর্বাঞ্চল থেকে সেনা প্রত্যাহারের ইঙ্গিত জেলেনস্কির

মসজিদে নববির মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

চীনের ক্রমবর্ধমান সমরসজ্জার সামনে ‘অরক্ষিত’ যুক্তরাষ্ট্র

পাকিস্তানে ফিরতে চান ইমরান খানের দুই পুত্র, ভিসার আবেদন

পুতিনের সঙ্গে সিরিয়ার মন্ত্রীদের বৈঠক, আলোচনায় প্রতিরক্ষা সহযোগিতা

ইউক্রেনের আরও এক শহর রাশিয়ার দখলে, মস্কোয় ড্রোন হামলা

জুলাই হত্যাকাণ্ডকে ব্যক্তিগত অপরাধ গণ্য করে আ.লীগের বিরুদ্ধে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান ৫ মার্কিন আইনপ্রণেতার

ইসরায়েল আর ‘কখনোই গাজা ত্যাগ করবে না’