হোম > বিশ্ব

অস্ট্রেলিয়ার সৈকতে প্রায় ২০০ পাইলট তিমির মৃত্যু

অস্ট্রেলিয়ার তাসমানিয়া উপকূলে সৈকতে আটকে পড়া প্রায় ২০০ পাইলট তিমির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সেখানকার উদ্ধারকর্মীরা এ তথ্য জানিয়েছেন।

অস্ট্রেলিয়ান বন্যপ্রাণী সেবা সংস্থার বরাতে এনডিটিভি জানায়, ২৩০টি তিমির মধ্যে মাত্র ৩৫টি বেঁচে আছে। তাদের উদ্ধার করে সমুদ্রে ফেরত পাঠাতে বেগ পেতে হচ্ছে উদ্ধারকর্মীদের।

বন্যপ্রাণী সেবা সংস্থার ব্যবস্থাপক ব্রেন্ডন ক্লার্ক জানান, ‘আগের দিন সৈকতে খোঁজ পাওয়া ২৩০টি তিমির মধ্যে মাত্র ৩৫টি এখনো জীবিত। আজ সকালে আমাদের প্রথম কাজ হচ্ছে উদ্ধার অভিযান চালানো এবং উদ্ধার হওয়া তিমিদের সমুদ্রে ছেড়ে দেওয়া।’

ওপর থেকে তোলা ছবিতে দেখা যায়, বেশ কিছু চকচকে, কালো স্তন্যপায়ী প্রাণী সৈকতজুড়ে ছড়িয়ে রয়েছে। প্রাণীগুলো জলসীমার যেখানে আটকে আছে, সেখানে দক্ষিণ মহাসাগরের হিমশীতল স্রোত বালুর সঙ্গে মিশেছে।

সমুদ্রতীরে আটকে থাকতে দেখার পর স্থানীয় লোকজন তিমিগুলো জীবিত রাখতে কম্বল দিয়ে ঢেকে দেন এবং বালতি ভরে সমুদ্রের পানি এনে তিমিদের গায়ে ঢেলে বাঁচানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

পরিবেশবিদরা বলছেন, জোয়ারের পানিতে পথ হারিয়ে সৈকতে আসার পর পানি নামলে তিমিগুলো সৈকতে আটক পড়ে। এ ঘটনাকে অস্বাভাবিক উল্লেখ করে বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছেন বিশেষজ্ঞরা। যদিও তাসমানিয়ার উপকূলে তিমি আটকে পড়ার ঘটনা নতুন নয়। দুই বছর আগেও তাসমানিয়া উপকূলে এমন তিমি ভেসে আসার ঘটনা ঘটে। ম্যাককুয়েরি হারবারের কাছেই সেবার ৫০০ পাইলট তিমি আটকা পড়ে। স্বেচ্ছাসেবকদের কয়েক দিনের পরিশ্রম সত্ত্বেও তিন শতাধিক তিমি মারা যায়।

মাদুরোকে তুলে নিয়ে যাওয়ায় সাধুবাদ জানাল ইসরায়েল

মার্কিন যুদ্ধজাহাজে বন্দী মাদুরোর প্রথম ছবি প্রকাশ করলেন ট্রাম্প

মাদুরোর আগে সাদ্দামকে উৎখাত করে এই ডেল্টা ফোর্স

মাদুরো নেই, ভেনেজুয়েলার শাসনভার কার হাতে

ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসনের নিন্দায় সরব রাশিয়া, নীরব চীন

মাদুরোকে মাদক ও অস্ত্র মামলায় অভিযুক্ত করল নিউইয়র্কের আদালত

ট্রাম্পের হুমকির কাছে মাথানত করবে না ইরান: খামেনি

ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযান—সর্বশেষ যা জানা গেল

যুক্তরাষ্ট্রেই হবে মাদুরোর বিচার, ভেনেজুয়েলায় অভিযান আপাতত শেষ: রুবিও

পানামার নরিয়েগার পরিণতি হবে কি মাদুরোর