হোম > বিশ্ব > এশিয়া

ফিজিতে নিয়োগদাতার বিরুদ্ধে অভিযোগ তোলার পর ‘নিখোঁজ’ ৮ বাংলাদেশি

নিখোঁজ হওয়া বাংলাদেশি শ্রমিকদের কয়েকজন। ছবি: ফিজি টাইমস

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশ ফিজিতে গিয়ে নিখোঁজ হয়েছেন ৮ জন বাংলাদেশি কর্মী। যদিও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, তাঁরা আত্মগোপনে আছেন।

নিখোঁজের আগে ওই বাংলাদেশিরা অভিযোগ করেছিলেন, ফিজিতে থাকা নিয়োগদাতারা তাঁদের সঙ্গে ন্যায়সংগত আচরণ করেনি।

এ অবস্থায় দেশটির স্বরাষ্ট্র ও অভিবাসনবিষয়ক মন্ত্রী প্রকাশ্যে এসে তাঁদের অভিযোগ পুলিশের কাছে দায়ের করার অনুরোধ জানিয়েছেন।

নিখোঁজ ওই ৮ বাংলাদেশি হলেন—মিনহাজুল ইসলাম, আবদুল আহাদ, আরশাদুল আলী, দুরুল, ইমরান আলী, মোহাম্মদ আজিম, লিটন মিয়া ও শহীদুল ইসলাম।

ফিজির সংবাদমাধ্যম ফিজি টাইমসের প্রতিবেদন অনুসারে, দেশটির স্বরাষ্ট্র ও অভিবাসনমন্ত্রী পিও টিকোদুয়াদুয়া ওই বাংলাদেশি নাগরিকদের প্রকাশ্যে আসার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, তাঁরা যে অভিযোগ করেছেন সে বিষয়ে তদন্তের জন্য তাঁদের তো পুলিশের কাছে যেতে হবে।

এর আগে, বাংলাদেশি এসব কর্মী অভিযোগ করেছিলেন, নিয়োগকর্তারা তাঁদের প্রতি অমানবিক আচরণ করেছেন। এরপর থেকেই তাঁরা নিখোঁজ।

মন্ত্রী টিকোদুয়াদুয়া বলেন, ‘তাঁরা পুলিশের কাছে বিষয়টি জানাক। আমি জানি না, তাঁরা কোথায় আছেন। কিন্তু আমি তাঁদের কাছে আবেদন জানাচ্ছি, তাঁরা যেন পুলিশের কাছে আত্মসমর্পণ করেন।’ তিনি আরও বলেন, ‘তাঁরা নিশ্চিত থাকতে পারেন যে, পুলিশ তাঁদের অভিযোগ সঠিকভাবে এবং ন্যায়সংগতভাবে শুনবে।’

এদিকে, বাংলাদেশি নাগরিকদের অবস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ফিজির কর্মসংস্থান মন্ত্রী অগ্নি দেও সিং। তিনি বলেছেন, কর্মীরা যদি আত্মগোপনে থাকেন, তবে নিয়োগকর্তাদের বিরুদ্ধে অভিযোগ তদন্ত করা সম্ভব নয়।

মন্ত্রী আরও বলেন, ‘তারা যদি আত্মপ্রকাশ না করেন, তবে অভিযোগের সত্যতা যাচাই করা সম্ভব হবে না। আমরা তাঁদের প্রতি যথাযথ সহযোগিতার আশ্বাস দিচ্ছি।’

আন্তর্জাতিক শ্রমিক অধিকার ও অভিবাসনসংক্রান্ত বিষয়ে এ ঘটনা নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে।

বন্ডাই বিচে আহত এই ব্যক্তি ইসরায়েলে হামাসের হামলার মুখেও পড়েছিলেন

বন্ডাই বিচে হামলাকারীর অস্ত্র কেড়ে নিয়ে প্রশংসায় ভাসছেন, কে এই পথচারী

শান্তির জন্য ন্যাটোর আশা ছাড়ার ইঙ্গিত দিল ইউক্রেন

ব্রাউন বিশ্ববিদ্যালয়ে বেঁচে ফেরা ২ শিক্ষার্থী বেঁচেছিলেন স্কুল জীবনেও

বন্ডাই বিচে গুলির শব্দকে শুরুতে আতশবাজি ভেবেছিলেন অনেকে

ভারতে বসে বাংলাদেশে সন্ত্রাস— ঢাকার অভিযোগ প্রত্যাখ্যান দিল্লির

বন্ডাই বিচে সন্ত্রাসী হামলায় শনাক্ত কে এই নাভিদ আকরাম

লিংকডইনে গার্লফ্রেন্ড চেয়ে বিজ্ঞাপন দেওয়ার পর যা ঘটল

অস্ট্রেলিয়ায় সমুদ্রসৈকতে ইহুদিদের হানুক্কা উৎসবে গুলি, নিহত অন্তত ১১

এইচ–১বি ভিসা ফি বৃদ্ধি: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ২০ অঙ্গরাজ্যের মামলা