হোম > বিশ্ব

কানাডায় দাবানলে পুড়ে গেছে ১ কোটি হেক্টর এলাকা 

চলতি বছর কানাডায় দাবানলে পুড়ে গেছে অন্তত ১ কোটি হেক্টর এলাকা। যা কানাডার ইতিহাসে এক বছরে সর্বোচ্চ পরিমাণ এলাকা পুড়ে যাওয়ার রেকর্ড। আজ শনিবার কানাডা সরকার এই তথ্য জানিয়েছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

কানাডার ইন্টার এজেন্সি ফরেস্ট ফায়ার সেন্টার (সিআইএএফএফিস) জানিয়েছে, চলতি বছর কানাডায় দাবানলে পুড়ে গেছে অন্তত ১ কোটি হেক্টর বা ২ কোটি ৪৭ লাখ একর এলাকা। প্রতিষ্ঠানটি জানিয়েছে, বিগত ছয় মাসে অর্থাৎ জানুয়ারি থেকে জুন পর্যন্ত ৪ হাজার বারেরও বেশিবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সিআইএএফএফিস-এর দেওয়া তথ্যানুসারে, এখন পর্যন্ত ৬ মাসে মোট ৪ হাজার ৮৮ বার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। যার ফলে লাখ লাখ হেক্টর এলাকার বন, আবাদি জমি এমনকি মানুষের বাসস্থান পর্যন্ত পুড়ে গেছে। এই সময়ের মধ্য বাস্তুচ্যুত হয়েছে অন্তত দেড় লাখ মানুষ।

কানাডা সরকার জানিয়েছে, দাবানলের অধিকাংশ ঘটনাই ঘটেছে বনাঞ্চলে। বর্তমানে পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে এলেও দাবানলের প্রভাব এখনো পরিবেশের ওপর রয়ে গেছে।

এ বিষয়ে কানাডার প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়ের গবেষক ইয়ান বোলাঞ্জার এএফপিকে বলেছেন, ‘আমরা এ বছর বনাঞ্চল পুড়ে যাওয়ার যে পরিসংখ্যান পেয়েছি তা আমাদের জন্য সবচেয়ে হতাশাবাদী পরিস্থিতির চেয়েও অনেক বেশি খারাপ।’ তিনি আরও বলেন, ‘পাগল করার মতো বিষয় হলো, মে মাসের শুরু থেকে শুরু হওয়া দাবানল থেকে এখন পর্যন্ত পুরোপুরি নিস্তার পাওয়া যায়নি।’

সিআইএএফএফিস-এর দেওয়া তথ্যানুসারে, এখনো কানাডার বিভিন্ন স্থানে ৯০৬টি সক্রিয় দাবানল রয়েছে, এর মধ্য ৫৭০টিই নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে, কানাডায় এমন ভয়াবহ দাবানল এবং পুড়ে যাওয়ার ঘটনা ঘটেছিল ১৯৮৯ সালে। সে বছর সব মিলিয়ে ৭৩ লাখ হেক্টর এলাকা পুড়ে গিয়েছিল এবং দাবানল চলেছিল পুরো এক বছর।

ফরাসি ঔপনিবেশিক শাসনকে ‘অপরাধ’ গণ্য করে আলজেরিয়ায় আইন পাস

ভেনেজুয়েলার আশপাশে ১৫ হাজার সেনা, ‘কোয়ারেন্টিন’ আরোপের নির্দেশ যুক্তরাষ্ট্রের

ভারতে বাসে আগুন, জীবন্ত দগ্ধ হয়ে ৯ জনের মৃত্যু

থাই-কম্বোডিয়া সীমান্তে গুঁড়িয়ে দেওয়া হলো বিষ্ণু মূর্তি, নিন্দা জানাল ভারত

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিষ্টান সম্প্রদায়

মস্কোতে বিস্ফোরণ, দুই পুলিশ কর্মকর্তাসহ নিহত তিন

শানলিউরফা: নবীদের যে নগরে মিলেছে তিন ধর্মের মানুষ

৭ অক্টোবরের দায় এড়াতে ফন্দি খোঁজার দায়িত্ব দিয়েছিলেন নেতানিয়াহু: সাবেক মুখপাত্র

বাংলাদেশের ভিসা স্থগিতে বিপাকে ভারতীয় ব্যবসায়ীরা, সম্পর্ক স্বাভাবিক করার আহ্বান

ইউক্রেনের পূর্বাঞ্চল থেকে সেনা প্রত্যাহারের ইঙ্গিত জেলেনস্কির