হোম > বিশ্ব

ব্রাজিলে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ১৪ জন নিহত 

আমাজনের ব্রাজিলীয় অংশে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে অন্তত ১৪ জন নিহত হয়েছে। স্থানীয় সময় গতকাল শনিবার ব্রাজিলের আমাজোনাস রাজ্যের বার্সেলোস অঞ্চলে এ দুর্ঘটনা ঘটে। রাজ্যের গভর্নর নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

আমাজোনাস রাজ্যের গভর্নর উইলসন লিমা জানিয়েছেন, দুর্ঘটনাস্থল ব্রাজিলের উত্তরাঞ্চলীয় রাজ্য আমাজোনাসের বার্সেলোস অঞ্চলে অবস্থিত। এই অঞ্চল রাজ্যের রাজধানী মানাউস থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে অবস্থিত। উড়োজাহাজটির মালিক প্রতিষ্ঠানের নাম মানাউস অ্যারোট্যাক্সি।

নিহতের সংখ্যা নিশ্চিত করে উইলসন লিমা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, ‘গত শনিবার বার্সেলোসে উড়োজাহাজ দুর্ঘটনায় ১২ আরোহী ও দুজন ক্রু নিহত হওয়ার ঘটনায় আমি মর্মাহত।’ তিনি বলেন, রাজ্যের উদ্ধারকারী দল কেউ বেঁচে আছে কি না, বিষয়টি জানতে এবং সামগ্রিকভাবে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে। 

টুইটের গভর্নর নিহতদের পরিবার-পরিজনের প্রতি সহমর্মিতা ও সমবেদনা প্রকাশ করেন। 
 
এদিকে দুর্ঘটনার পর মানাউস অ্যারোট্যাক্সি এক বিবৃতিতে জানিয়েছে, বার্সেলোস অঞ্চলে দুর্ঘটনা ঘটেছে। তবে কেন দুর্ঘটনা ঘটেছে, সে বিষয়ে কোনো তথ্য দেয়নি। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তদন্ত জারি রয়েছে। হতাহতের বিষয়েও কোনো তথ্য দেয়নি প্রতিষ্ঠানটি। এমনকি কতজন আরোহী ছিল, সে বিষয়েও কোনো তথ্য জানায়নি তারা।

মানাউস অ্যারোট্যাক্সি বিবৃতিতে বলেছে, ‘এই কঠিন সময়ে যারা পড়েছে এবং যারা এর উদ্ধারকাজে জড়িত, তাদের গোপনীয়তার বিষয়টির প্রতি শ্রদ্ধা রাখছি এবং তদন্ত এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনার বিষয়ে যাবতীয় তথ্য প্রদান করা হবে।’ 

ব্রাজিলের কিছু সংবাদমাধ্যম জানিয়েছে, নিহতদের মধ্যে মার্কিন নাগরিকও রয়েছে।

নিকাব বিতর্ক: বিহারের নীতীশের পক্ষে সাফাই গাইলেন উত্তর প্রদেশের মন্ত্রী

ফিলিস্তিনসহ আরও যে ৬ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

ট্রাম্পের ১০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ মামলা প্রতিহতের ঘোষণা দিল বিবিসি

টান দিয়ে নারীর মুখের নিকাব সরিয়ে তোপের মুখে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার

বন্ডাই বিচে হামলাকারীকে থামাতে গিয়ে প্রাণ হারান এক বৃদ্ধ দম্পতিও!

৩০ বছর ধরে যুক্তরাষ্ট্রে থাকেন ভারতীয় নারী, গ্রিন কার্ড সাক্ষাৎকারে গিয়ে আটক

পাকিস্তানি বলে গুঞ্জন—বন্ডাই বিচের হামলাকারীরা আসলে ভারতীয়

বিশ্বজুড়ে তৃতীয় বিশ্বযুদ্ধের বীজ বুনেছেন ট্রাম্প—ইয়েল বিশেষজ্ঞের সতর্কতা

ব্রাজিলে ধসে পড়ল ‘স্ট্যাচু অব লিবার্টির’ ১১০ ফুট উঁচু রেপ্লিকা

ক্যানসার আক্রান্ত শিশুদের সঙ্গে প্রতারণা, ৪০ লাখ ডলার আত্মসাতের নেপথ্যে এক ইসরায়েলি