হোম > বিশ্ব

উড়োজাহাজ বিধ্বস্তের ১৭ দিন পর ৪ শিশুকে জীবিত উদ্ধার

উড়োজাহাজ বিধ্বস্তের ১৭ দিন পর কলম্বিয়ার আমাজন জঙ্গল থেকে চার শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার শিশুদের বয়স ১৩ বছর, ৯ বছর, ৪ বছর ও ১১ মাস। আজ বৃহস্পতিবার কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। 

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, কলম্বিয়া কর্তৃপক্ষ ওই শিশুদের সন্ধানে স্নিফার কুকুরসহ শতাধিক সেনা পাঠায়। ১৭ দিন আগের সেই উড়োজাহাজ দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছিলেন। 

বুধবার এক টুইট বার্তায় কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো লেখেন, সেনাসদস্যদের নিরলস প্রচেষ্টায় শিশুদের সন্ধান পাওয়া সম্ভব হয়েছে। এটি দেশের জন্য আনন্দের। 

লাঠি ও গাছের ডালপালা দিয়ে গড়ে ওঠা আশ্রয়কেন্দ্র দেখে এখানে জীবিত কেউ থাকতে পারে বলে ধারণা করে কলম্বিয়ার সেনাবাহিনী। পরে তাঁরা জোরালো আশা নিয়ে কাজ চালিয়ে যায়। তবে জীবিতদের সন্ধান পাওয়ার পর সেনাবাহিনীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। 

সেনাবাহিনীর প্রকাশিত ছবিতে ওই শিশুদের বেঁচে থাকার আলামত পাওয়া যায়। শিশুদের পানির বোতল ও অর্ধেক খাওয়া ফল আমাজন জঙ্গলে পায় সেনাবাহিনী। উদ্ধার শিশুরা গত ১ মে থেকে দক্ষিণাঞ্চলীয় কাকোয়েটা অঞ্চলে জঙ্গল এলাকায় ঘোরাফেরা করছিল বলে ধারণা করা হচ্ছে। 

বিধ্বস্ত উড়োজাহাজটি জঙ্গল এলাকা থেকে স্যান হোসে দেল গুয়াভিয়ারে শহরের দিকে যাচ্ছিল। গত সোম-মঙ্গলবার তিনজনের লাশ উদ্ধার করা হয়। নিহত যাত্রীদের একজন হলেন রানোকে মুকুতুয়ি। তিনি এই চার শিশুর মা। তাঁরা হুইতুতো ক্ষুদ্র নৃগোষ্ঠীর অন্তর্ভুক্ত। 

উড়োজাহাজটি কী কারণে বিধ্বস্ত হয়েছে, সে বিষয়ে কিছু জানাতে পারেনি কর্তৃপক্ষ। তবে কলম্বিয়ার দুর্যোগ প্রতিক্রিয়া সংস্থা জানিয়েছে, উড়োজাহাজটি রাডার থেকে অদৃশ্য হয়ে যাওয়ার কয়েক মিনিট আগে পাইলট ইঞ্জিনে সমস্যার কথা জানিয়েছিলেন।

বন্ডাই বিচে আহত এই ব্যক্তি ইসরায়েলে হামাসের হামলার মুখেও পড়েছিলেন

বন্ডাই বিচে হামলাকারীর অস্ত্র কেড়ে নিয়ে প্রশংসায় ভাসছেন, কে এই পথচারী

শান্তির জন্য ন্যাটোর আশা ছাড়ার ইঙ্গিত দিল ইউক্রেন

ব্রাউন বিশ্ববিদ্যালয়ে বেঁচে ফেরা ২ শিক্ষার্থী বেঁচেছিলেন স্কুল জীবনেও

বন্ডাই বিচে গুলির শব্দকে শুরুতে আতশবাজি ভেবেছিলেন অনেকে

ভারতে বসে বাংলাদেশে সন্ত্রাস— ঢাকার অভিযোগ প্রত্যাখ্যান দিল্লির

বন্ডাই বিচে সন্ত্রাসী হামলায় শনাক্ত কে এই নাভিদ আকরাম

লিংকডইনে গার্লফ্রেন্ড চেয়ে বিজ্ঞাপন দেওয়ার পর যা ঘটল

অস্ট্রেলিয়ায় সমুদ্রসৈকতে ইহুদিদের হানুক্কা উৎসবে গুলি, নিহত অন্তত ১১

এইচ–১বি ভিসা ফি বৃদ্ধি: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ২০ অঙ্গরাজ্যের মামলা