হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

কাতার ও মিসরের নতুন প্রস্তাব, যুদ্ধবিরতিতে সম্মত হামাস

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: সংগৃহীত

যুদ্ধবিরতির সর্বশেষ প্রস্তাবে অনুমোদন দিয়েছে হামাস। কাতারি সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, মধ্যস্থতাকারীদের হামাস জানিয়েছে, যুদ্ধবিরতি ইস্যুতে পুনরায় আলোচনা শুরু করতে প্রস্তুত তারা।

গতকাল সোমবার এক বিবৃতিতে হামাস জানিয়েছে, কাতার ও মিসরীয় মধ্যস্থতাকারীদের দেওয়া প্রস্তাবে হামাসের সম্মতি রয়েছে। এরপর ইসরায়েলি সংবাদপত্র দ্য টাইমস অব ইসরায়েল ও চ্যানেল ১২ জানিয়েছে যে ইসরায়েল হামাসের জবাব পেয়েছে।

আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র আল-জাজিরাকে জানিয়েছে, প্রস্তাবে সামরিক অভিযান ৬০ দিনের জন্য সাময়িকভাবে বন্ধ রাখার কথা বলা হয়েছে। এই সময়ে মানবিক সহায়তা প্রবেশের সুযোগ দিয়ে গাজা থেকে পিছু হটবে ইসরায়েলি সেনাবাহিনী। একই সময়ের মধ্যে ৫০ জন ইসরায়েলি বন্দীর অর্ধেককে ফিলিস্তিনি বন্দীদের বিনিময়ে মুক্তি দেওয়া হবে।

কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জসিম আল থানি কায়রোতে মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির সঙ্গে আলোচনার পরই এল হামাসের এই ঘোষণা। তবে, অতীতের ব্যর্থ আলোচনাগুলোর পরিপ্রেক্ষিতে এই ঘোষণা যুদ্ধের দ্রুত অবসানের ইঙ্গিত না-ও হতে পারে। গত দুই বছরে হামাস যুদ্ধবিরতি এবং ইসরায়েলি বন্দীদের মুক্তির প্রস্তাব গ্রহণ করলেও ইসরায়েল বারবারই তা প্রত্যাখ্যান করে যুদ্ধ চালিয়ে যেতে চেয়েছে।

যুদ্ধবিরতির সময়কালই মূলত প্রধান বিরোধের কারণ। হামাস যুদ্ধের স্থায়ী অবসান চায়, কিন্তু ইসরায়েল এমন একটি অস্থায়ী যুদ্ধবিরতি চাইছে, যা জিম্মিদের মুক্তির পর ইসরায়েলকে গাজায় পুনরায় ধ্বংসযজ্ঞ এবং উচ্ছেদ অভিযান চালিয়ে যাওয়ার সুযোগ দেবে। হামাস যুদ্ধবিরতিতে রাজি হলেও বর্তমানে ইসরায়েল গাজা সিটি দখলের পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে এবং সেখানকার লাখ লাখ বাসিন্দাকে বাস্তুচ্যুত করার পরিকল্পনা করছে। গাজা সিটির এই অংশ একসময় উপত্যকার বৃহত্তম ও সমৃদ্ধ নগরকেন্দ্র ছিল।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, গাজা সিটি দখল ও ইসরায়েলি মিশন সম্পন্ন করার পরিকল্পনা নিয়ে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ও চিফ অব স্টাফের সঙ্গে কথা বলেছেন তিনি। তাঁর ভাষ্য, হামাস প্রচণ্ড চাপের মধ্যে আছে।

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেন, ‘গাজা সিটি আমাদের দখলে চলে আসবে এই আশঙ্কা থেকেই হামাস জিম্মি মুক্তির আলোচনায় রাজি হয়েছে।’ এদিকে, যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি নিয়ে একটি চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনার দ্বার খুলতে না খুলতেই এর তীব্র বিরোধিতা করছেন কট্টর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোতরিচ। তিনি বলছেন, হামাসের সঙ্গে কোনো ধরনের যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানো যাবে না।

এদিকে, অনেকেই বলছেন—গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো পর্যাপ্ত লোকবল নেই ইসরায়েলের। আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলি কর্মকর্তারাও এ কথা স্বীকার করেছেন।

জাতীয় ইন্টারনেট, নিজস্ব সোশ্যাল মিডিয়া আনছে ইরান

গ্রিনল্যান্ড না দেওয়ায় ইউরোপের ৮ দেশের ওপর শুল্ক বসালেন ট্রাম্প

মাদুরোকে অপহরণে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাঁর স্বরাষ্ট্রমন্ত্রীর যোগসাজশের ইঙ্গিত দিল রয়টার্স

ইরানে বিক্ষোভে কয়েক হাজার মানুষের প্রাণহানি, জানালেন খামেনি নিজেই

ইরানে বিক্ষোভে কয়েক হাজার প্রাণহানির পেছনে ট্রাম্প দায়ী: খামেনি

ইন্দোনেশিয়ায় ১১ আরোহীসহ ফ্লাইট নিখোঁজ

পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় নিহত ২৪, আহত অর্ধশতাধিক

তৃণমূলকে উচ্ছেদের সময় হয়ে গেছে: মালদহে মোদি

গ্রিনল্যান্ড ডেনমার্কেরই থাকবে, যুক্তরাষ্ট্রের দ্বিদলীয় প্রতিনিধি দলের আশ্বাস

কুর্দিদের নাগরিকত্ব ও ভাষার স্বীকৃতি দিল সিরিয়া