হোম > বিশ্ব

বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেল চীনের সিনোভ্যাক টিকা

ঢাকা: জরুরি ব্যবহারের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেয়েছে চীনের সিনোভ্যাক করোনা টিকা। গতকাল মঙ্গলবার সংস্থাটি এই অনুমোদন দেয়।

এ নিয়ে এখন পর্যন্ত দুটি চীনা ভ্যাকসিন বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেল। এর আগে চীনের সিনোফার্ম ভ্যাকসিনকেও অনুমোদন দেয় জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক সংস্থা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বলা হয়, চীনের সিনোভ্যাক টিকা ৫১ শতাংশ উপসর্গজনিত অসুস্থতা কমায়। এ ছাড়া এই ভ্যাকসিন গ্রহণকারীদের মধ্যে কারওই কোভিড-১৯ এ গুরুতর অসুস্থতা দেখা যায়নি কিংবা কাউকে হাসপাতালে ভর্তি হতে হয়নি।

যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞরা বলছেন যে, চীনের ভ্যাকসিন নিয়ে এখনো কিছু তথ্য প্রমাণের অভাব রয়েছে।

এক বিবৃতিতে সংস্থাটি জানায়, আজ বিশ্ব স্বাস্থ্য সংস্থা সিনোভ্যাক-করোনাভ্যাক কোভিড-১৯ ভ্যাকসিন জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে।

সম্প্রতি ব্রাজিলে সেরেনা শহরে চালানো শহরে গবেষণায় দেখা গেছে চীনের সিনোভ্যাক ভ্যাকসিন ৯৫ শতাংশ প্রাপ্ত বয়স্ক করোনা রোগীদের মৃত্যু কমাতে সক্ষম হয়েছে। করোনায় মৃত্যুর দিক দিয়ে বিশ্ব তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে এই ব্রাজিল।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্স কর্মসূচিতে এখন থেকে ব্যবহার করা যাবে সিনোভ্যাক করোনা টিকা। কোভ্যাক্স কর্মসূচির মাধ্যমে বিশ্বে করোনার টিকার ন্যায্যভাবে বণ্টনের চেষ্টা চলানো হচ্ছে।

জাতিসংঘের স্বাস্থ্য সংস্থার অনুমোদন পাওয়ার আগেই সিনোভ্যাক ভ্যাকসিন বিশ্বের বিভিন্ন দেশে প্রয়োগ শুরু হয়েছে। এ ছাড়া চীনও নিজেদের জনগণের ওপর এই ভ্যাকসিন প্রয়োগ করেছে।

পুতিনের দিল্লি সফর: ভারসাম্য রক্ষার কৌশলে ভারত, অস্ত্র–তেল বিক্রি বাড়াতে চায় রাশিয়া

দক্ষিণ কোরিয়ার পারমাণবিক সাবমেরিন প্রকল্প: এশিয়ায় উসকে দেবে সমুদ্রতলে অস্ত্র প্রতিযোগিতা

২০ বছর অন্ধকারে বন্দী, মৃত্যুর হুমকিতে থেমে যাওয়া শৈশব-কৈশোর

ইন্ডিগোর ফ্লাইট বিপর্যয়: পানি-খাবারহীন অবস্থায় ঘণ্টার পর ঘণ্টা আটকা হাজারো যাত্রী

রাশিয়ার পক্ষে খেলবেন ইউক্রেনীয় বিশ্ব চ্যাম্পিয়ন সোফিয়া, বাতিল হচ্ছে সব পুরস্কার

তিন বাহিনীর প্রধান হয়েই পাকিস্তানকে ‘অনন্য উচ্চতায়’ পৌঁছানোর ঘোষণা আসিম মুনিরের

ইসরায়েলকে অংশগ্রহণ করতে দেওয়ায় ইউরোভিশন বয়কট ৪ দেশের

খুবই সাধারণ খাবার খান পুতিন, দেশে-বিদেশে খাদ্যতালিকায় যা থাকে

মার্কিন নাগরিকদের অবিলম্বে ভেনেজুয়েলা ছাড়তে বলল স্টেট ডিপার্টমেন্ট

আরও ক্ষমতাধর আসিম মুনির, হলেন পাকিস্তানের তিন বাহিনীর প্রথম প্রধান