হোম > বিশ্ব

বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেল চীনের সিনোভ্যাক টিকা

ঢাকা: জরুরি ব্যবহারের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেয়েছে চীনের সিনোভ্যাক করোনা টিকা। গতকাল মঙ্গলবার সংস্থাটি এই অনুমোদন দেয়।

এ নিয়ে এখন পর্যন্ত দুটি চীনা ভ্যাকসিন বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেল। এর আগে চীনের সিনোফার্ম ভ্যাকসিনকেও অনুমোদন দেয় জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক সংস্থা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বলা হয়, চীনের সিনোভ্যাক টিকা ৫১ শতাংশ উপসর্গজনিত অসুস্থতা কমায়। এ ছাড়া এই ভ্যাকসিন গ্রহণকারীদের মধ্যে কারওই কোভিড-১৯ এ গুরুতর অসুস্থতা দেখা যায়নি কিংবা কাউকে হাসপাতালে ভর্তি হতে হয়নি।

যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞরা বলছেন যে, চীনের ভ্যাকসিন নিয়ে এখনো কিছু তথ্য প্রমাণের অভাব রয়েছে।

এক বিবৃতিতে সংস্থাটি জানায়, আজ বিশ্ব স্বাস্থ্য সংস্থা সিনোভ্যাক-করোনাভ্যাক কোভিড-১৯ ভ্যাকসিন জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে।

সম্প্রতি ব্রাজিলে সেরেনা শহরে চালানো শহরে গবেষণায় দেখা গেছে চীনের সিনোভ্যাক ভ্যাকসিন ৯৫ শতাংশ প্রাপ্ত বয়স্ক করোনা রোগীদের মৃত্যু কমাতে সক্ষম হয়েছে। করোনায় মৃত্যুর দিক দিয়ে বিশ্ব তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে এই ব্রাজিল।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্স কর্মসূচিতে এখন থেকে ব্যবহার করা যাবে সিনোভ্যাক করোনা টিকা। কোভ্যাক্স কর্মসূচির মাধ্যমে বিশ্বে করোনার টিকার ন্যায্যভাবে বণ্টনের চেষ্টা চলানো হচ্ছে।

জাতিসংঘের স্বাস্থ্য সংস্থার অনুমোদন পাওয়ার আগেই সিনোভ্যাক ভ্যাকসিন বিশ্বের বিভিন্ন দেশে প্রয়োগ শুরু হয়েছে। এ ছাড়া চীনও নিজেদের জনগণের ওপর এই ভ্যাকসিন প্রয়োগ করেছে।

আফগানিস্তানে শীতের মধ্যে বন্যা, নিহত অন্তত ১৭

আমরা আর দেরি করব না—দায়িত্ব নিয়েই মামদানির ঘোষণা

অর্থনৈতিক সংকটে দুর্বল ইরান বিক্ষোভে উত্তাল, সংঘর্ষে নিহত বেড়ে ৬

সুইস স্কি রিসোর্টের পার্টি রূপ নিল ট্র্যাজেডিতে

২০২৫ সালে মোট কয়টি দেশে বোমা ফেলেছেন ট্রাম্প

অর্থনৈতিক মন্দায় বিক্ষুব্ধ ইরান, জোরালো হচ্ছে সরকার পরিবর্তনের দাবি

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেতে শুধু বিয়েই যথেষ্ট নয়

রোলেক্স থেকে আইফোন—‘জাপানে ব্যবহৃত’ পণ্যের বৈশ্বিক কদর বাড়ছে

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে রাজনাথ সিং

এবার মার্কিন নাগরিক প্রবেশে নিষেধাজ্ঞা দিল আফ্রিকার কিছু দেশ, কিন্তু কেন