হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরায়েলি হামলায় ইরানে নিহতের সংখ্যা বেড়ে ৪৫২

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: এএফপি

গত শুক্রবার থেকে ইরানে ইসরায়েলি হামলা শুরুর পর এখন পর্যন্ত অন্তত ৪৫২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরানে মানবাধিকার নিয়ে কাজ করা অলাভজনক সংস্থা হিউম্যান রাইটস অ্যাকটিভিস্টস ইন ইরান।

সংস্থাটির তথ্য অনুযায়ী, নিহত ব্যক্তিদের মধ্যে ২২৪ জন ছিলেন বেসামরিক নাগরিক। এ ছাড়া আহত হয়েছেন আরও ১৮৮ জন বেসামরিক ব্যক্তি।

এ ছাড়া ইরানের সামরিক বাহিনীর ১০৯ জন সদস্য নিহত এবং ১২৩ জন আহত হয়েছেন।

এ ছাড়া ১১৯ জন নিহত ও ৩৩৫ জন আহত ব্যক্তি এখনো শনাক্ত হননি বলে জানিয়েছে হিউম্যান রাইটস অ্যাকটিভিস্টস ইন ইরান।

সব মিলিয়ে হিউম্যান রাইটস অ্যাকটিভিস্টস ইন ইরানের হিসাব অনুযায়ী, এই যুদ্ধের ফলে এখন পর্যন্ত মোট ৪৫২ জন প্রাণ হারিয়েছেন এবং ৬৪৬ জন আহত হয়েছেন।

তবে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এখন পর্যন্ত হতাহতের সংখ্যা নিয়ে খুব কম তথ্য প্রকাশ করেছে। সরকারের পক্ষ থেকেও নির্দিষ্ট কোনো সংখ্যা জানানো হয়নি।

দেশটির ভেতরে কড়াকড়ি ও সাংবাদিকদের চলাচলে বিধিনিষেধ থাকায় প্রকৃত হতাহতের সংখ্যা নির্ধারণ করা কঠিন হয়ে পড়েছে।

নাইজেরিয়ায় হামলা: ‘বড়দিনের উপহার’ বলে উদ্‌যাপন ট্রাম্প প্রশাসনের, স্থানীয়রা বলছেন—‘কখনো আইএস দেখিনি’

রক্তক্ষয়ী সংঘর্ষের পর দ্বিতীয়বার যুদ্ধবিরতিতে থাইল্যান্ড-কম্বোডিয়া

চীনা প্রযুক্তির প্রথম যাত্রীবাহী উড়োজাহাজের ককপিটে প্রথম নারী ক্যাপ্টেন

২ সেকেন্ডে ঘণ্টায় ৭০০ কিমি গতি, চোখের পলকে ছুটে বিশ্ব রেকর্ড গড়ল চীনের ট্রেন

সন্ত্রাসী হামলার হুমকি, যুক্তরাষ্ট্রে ভারতীয় শিক্ষার্থী মনোজ সাই গ্রেপ্তার

প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে রাষ্ট্রের স্বীকৃতি দিল ইসরায়েল

নাজিব রাজাকের ১৫ বছরের কারাদণ্ড, জটিল সমীকরণে মালয়েশিয়ার সরকার

বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে ফের উদ্বেগ জানাল ভারত

নামাজরত ফিলিস্তিনির ওপর গাড়ি চালিয়ে দিলেন ইসরায়েলি সেনা

৫৪ কোটি ডলার পাচার: ক্ষমতার অপব্যবহারে দোষী সাব্যস্ত মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী