হোম > বিশ্ব

গায়ানায় স্কুল ছাত্রাবাসে আগুনে অন্তত ২০ শিশু নিহত

দক্ষিণ আমেরিকার দেশ গায়ানায় অগ্নিকাণ্ডে অন্তত ২০ শিশু মারা গেছে। দেশটির মাহদিয়া শহরে এ দুর্ঘটনা ঘটেছে। স্থানীয় সময় সোমবার মধ্যরাতের পর একটি মাধ্যমিক স্কুলের ছাত্রাবাসে এ আগুন লাগে। দেশটির কর্তৃপক্ষের বরাত দিয়ে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে। 

এতে বেশ কয়েকজন সাধারণ নাগরিকও আহত হয়েছেন। তাঁদের মধ্য কয়েকজনকে রাজধানী জর্জটাউনে সরিয়ে নেওয়ার প্রস্তুতি চলছে। সেখানে একটি বিশেষ বার্ন ইউনিট স্থাপন করা হয়েছে। 

দেশটির সরকার জানিয়েছে, ফায়ার সার্ভিস ও জরুরি বিভাগ আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে বিরূপ আবহাওয়ার কারণে আগুন নিয়ন্ত্রণে কিছুটা সময় লাগছে। 

গায়ানার প্রেসিডেন্ট ইরফান আলী বলেন, ‘এটি একটি বড় বিপর্যয়। এটা ভয়ানক ও বেদনাদায়ক।’ 

ফরাসি বার্তা সংস্থা এএফপিকে ইরফান আলী জানান, বিমানবন্দরে অবস্থানরত মেডিকেল টিমগুলোর পাশাপাশি জর্জটাউনের প্রধান দুটি হাসপাতাল প্রস্তুত করা হচ্ছে। প্রতিটি শিশুর নিবিড় চিকিৎসাসেবা নিশ্চিত করতে এসব উদ্যোগ নেওয়া হয়েছে। 

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রোবেনসন বেন দুর্ঘটনাস্থলে রয়েছেন। প্রধানমন্ত্রী ও অন্যান্য সরকারি কর্মকর্তারাও ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছেন। 

গায়ানা সরকারের জনতথ্য বিভাগের এক বিবৃতিতে জানিয়েছে, এটি মর্মান্তিক এক দুর্ঘটনা। মন্ত্রিসভাকে এ বিষয়ে হালনাগাদ তথ্য জানানো হচ্ছে। ছাত্রদের উদ্ধার ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। 

গায়ানা দক্ষিণ আমেরিকার উত্তরাংশের ভেনেজুয়েলা ও সুরিনামের মাঝখানে অবস্থিত।

ট্রাম্পের নিশানায় ৪ দেশ

বিক্ষোভ দমন ব্যর্থ হলে রাশিয়ায় পালানোর প্রস্তুতি খামেনির—দ্য টাইমস

আমি নির্দোষ, এখনো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট—নিউইয়র্কের আদালতে মাদুরো

যুক্তরাষ্ট্রে সরকারি সহায়তা নেয় অর্ধেকের বেশি বাংলাদেশি পরিবার: ট্রাম্প

মাদুরোর হয়ে লড়বেন অ্যাসাঞ্জকে কারামুক্ত করা সেই আইনজীবী

লাতিন অঞ্চলে মার্কিন হুমকির বিরুদ্ধে প্রতিরোধের ডাক কিউবার

ট্রাম্পের মামলা সামলানো বিচারকের হাতেই মাদুরোর ভাগ্য

নিউইয়র্কের আদালতে সাধারণ কয়েদির বেশে মাদুরো—চাইতে পারেন দায়মুক্তি

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশ মিশনে পাকিস্তানের প্রধানমন্ত্রী

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের বাড়িতে হামলা, আটক ১