হোম > বিশ্ব

ব্রাজিলে এক মাসে মৃত্যু ৬০ হাজারের বেশি

ব্রাজিলে গত মার্চ মাসে করোনায় ৬০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এই সংখ্যাটি গত ফেব্রুয়ারির তুলনায় দ্বিগুণ। সরকারি পরিসংখ্যানের বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

করোনা মহামারি পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ে শুরু থেকেই বিতর্কে জড়িয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট। চলতি সপ্তাহে ব্রাজিলের মন্ত্রিসভায় বড় রদবদলও করেন বলসোনারো। পাশাপাশি দেশটির সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমানবাহিনীর প্রধানেরা একযোগে পদত্যাগ করেছেন। ফলে দেশটিতে রাজনৈতিক সঙ্কট তৈরির শঙ্কাও তৈরি হয়েছে।

লকডাউন দেওয়ায় স্থানীয় সময় বুধবারও (৩১ মার্চ) স্থানীয় সরকার এবং মেয়রদের সমালোচনা করেছেন বলসোনারো।

ব্রাজিলের প্রেসিডেন্ট বলেন, আমাদের দুটি শত্রু। একটি ভাইরাস এবং একটি হলো বেকারত্ব । এটি বস্তাবতা। আমরা বাসায় বসে থেকে এই সমস্যার সমাধান করতে পারবো না।

এদিকে বুধবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ব্রাজিলে ৩ হাজার ৮০০ জনের মৃত্যু হয়েছে। আর একদিনে আক্রান্ত শনাক্ত হয়েছে ৯০ হাজারের বেশি। বিশ্বে করোনায় মোট মৃত্যুর এক-চতুর্থাংশই ব্রাজিলের।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, ব্রাজিলে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৩ লাখ ২১ হাজার ৮৮৬ জন। দেশটিতে এ পর্যন্ত ১ কোটি ২৭ লাখ ৫৩ হাজার ২৫৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

শান্তিতে মাচাদোর নোবেল পাওয়ার বিরুদ্ধে জুলিয়ান অ্যাসাঞ্জের মামলা

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

‘মান বাঁচাতে’ ইউক্রেনকে ১০৫ বিলিয়ন ডলার ঋণ দিচ্ছে ইইউ

রাশিয়াকে এস-৪০০ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ফেরত নিতে বলছে তুরস্ক, কিন্তু কেন

সমুদ্র উপকূলে পাওয়া গ্যাস বিক্রি করে গাজা পুনর্গঠনের পরিকল্পনা যুক্তরাষ্ট্র–আরব আমিরাত ও ইসরায়েলের

ভিক্ষাবৃত্তির অভিযোগে বিভিন্ন দেশ থেকে ৩২ হাজারের বেশি পাকিস্তানি বহিষ্কার

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার