হোম > বিশ্ব > এশিয়া

শিশুদের আপত্তিকর ছবি ধারণ ও শেয়ার, জাপানে ২ শিক্ষক গ্রেপ্তার

আজকের পত্রিকা ডেস্ক­

প্রতীকী ছবি

জাপানে দুই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে ছাত্রীদের আপত্তিকর ছবি ধারণ ও সহকর্মীদের একটি চ্যাট গ্রুপে সেগুলো শেয়ার করার অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনা দেশজুড়ে তোলপাড় সৃষ্টি করেছে। স্থানীয় পুলিশ বিবিসিকে জানিয়েছে, গ্রেপ্তার দুজনের মধ্যে ৪২ বছর বয়সী একজন নাগোয়ার একটি সরকারি বিদ্যালয়ে এবং ৩৭ বছর বয়সী আরেকজন ইয়োকোহামার একটি সরকারি বিদ্যালয়ে শিক্ষকতা করেন। তাঁরা ১৩ বছরের কম বয়সী মেয়েদের কিছু ছবি ও ভিডিও তোলার কথা স্বীকার করেছেন।

পুলিশ জানায়, ধারণ করা আপত্তিকর ছবিগুলো (যার মধ্যে আপস্কার্ট ছবিও রয়েছে) ১০ জন প্রাথমিক ও জুনিয়র হাইস্কুলের শিক্ষকের একটি গ্রুপে শেয়ার করা হয়েছিল। গ্রুপটি গ্রেপ্তারকৃত এক শিক্ষক পরিচালনা করতেন।

উল্লেখ্য, জাপান সম্প্রতি যৌন অপরাধের অংশ হিসেবে আপস্কার্ট ছবি তোলা এবং যৌন কার্যকলাপের গোপন চিত্র ধারণ সম্পূর্ণ নিষিদ্ধ করে।

জাপানের দৈনিক সংবাদপত্র আসাহি শিম্বুনের প্রতিবেদন অনুযায়ী, শিক্ষকদের চ্যাট গ্রুপটি তখনই নজরে আসে, যখন গ্রুপে জড়িত একজন শিক্ষককে ১৫ বছর বয়সী এক কিশোরীর ব্যাকপ্যাকে ‘বীর্যপাত’ করার অভিযোগে গ্রেপ্তার করা হয়। তাঁর মোবাইল ফোনের ফরেনসিক পর্যালোচনার পর একটি নামবিহীন সামাজিক যোগাযোগমাধ্যমে হোস্ট করা ওই চ্যাট গ্রুপ নজরে আসে।

গ্রুপে শেয়ার করা ছবিগুলোর মধ্যে আপস্কার্ট ছবি, মেয়েদের পোশাক পরিবর্তনের ভিডিও এবং মেয়েদের হেডশট থেকে তৈরি করা ‘ডিপফেক’ ছবিও ছিল। পুলিশ জানিয়েছে, এই ছবিগুলোর কিছু বিদ্যালয়ে তোলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে গ্রুপটির সদস্যরা যেসব বিদ্যালয়ে পড়াতেন, সেখানেই এগুলো তোলা হয়েছিল কি না, তা স্পষ্ট নয়।

২০১৯ সালে জাপানে একাধিক ধর্ষণ মামলায় খালাসের ঘটনা ঘটলে দেশজুড়ে ব্যাপক ক্ষোভ তৈরি হয়। পরে জনতার ক্ষোভের মুখে ২০২৩ সালের মে মাসে জাপান তাদের শতাব্দীপ্রাচীন যৌন অপরাধ আইনগুলোর ব্যাপক সংস্কার করে। এই সংস্কারের অংশ হিসেবে আইনগতভাবে ‘যৌনতা-সংক্রান্ত’ শিশুদের ছবি তোলা নিষিদ্ধ করা হয়েছে।

এই অপরাধে দোষী সাব্যস্ত হলে তিন বছর পর্যন্ত কারাদণ্ড অথবা ৩০ লাখ জাপানি ইয়েন (প্রায় ২০ হাজার ৮০০ মার্কিন ডলার) জরিমানা হতে পারে। জাপানের যৌন অপরাধ আইনের ২০২৩ সালের সংস্কারে ধর্ষণের সংজ্ঞাও প্রসারিত করা হয়েছে। সেখানে যৌন সম্মতির বয়স ১৩ থেকে বাড়িয়ে ১৬ বছর করা হয়েছে।

ইন্দোনেশিয়ায় নার্সিং হোমে আগুনে ১৬ জনের মৃত্যু

গাঁজা চাষে লাইসেন্স ফি কমাল পাকিস্তান

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সামনে উত্তেজনা: শিখ ও হিন্দু বিক্ষোভকারীদের মধ্যে হাতাহাতি

ইসরায়েল কেন প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিল

২০২৫ সালের সেরা সিইও কে

এবার ট্রাম্প ও জেলেনস্কির বৈঠক—কী আছে সর্বশেষ ২০ দফা শান্তি প্রস্তাবে

৪০ শতাংশ জার্মান মনে করেন মার্জের সরকার টিকবে না

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপের সঙ্গে ‘পূর্ণাঙ্গ যুদ্ধে’ আছে ইরান: পেজেশকিয়ান

যে কৌশলে রুশ ধনকুবেরদের কণ্ঠরোধ করেছেন পুতিন

হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ