হোম > বিশ্ব

দক্ষিণ আফ্রিকায় করোনার নতুন ধরন, বাড়ছে উদ্বেগ

বিশ্বে এখনো কমেনি করোনার প্রকোপ। বিশ্বজুড়ে প্রতিদিনই করোনার সংক্রমণ বাড়ছে। বিশেষ করে করোনায় সবচেয়ে বেশি শনাক্ত ও মৃত্যুর ঘটনা ঘটছে ইউরোপের দেশগুলোতে। মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত করোনার বেশ কয়েকবার ধরন বদলেছে। এবার দক্ষিণ আফ্রিকায় করোনার নতুন ধরন নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ আফ্রিকায় করোনার একটি নতুন ধরনের খোঁজ মিলেছে। শুক্রবার করোনাভাইরাসের নতুন ধরন নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বৈঠকে বসবে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, করোনার নতুন ধরনকে বি.১. ১.৫২৯ বলা হচ্ছে। নতুন এই ধরনে দক্ষিণ আফ্রিকা, বতসোয়ানা, হংকং ও ইসরায়েলে এ পর্যন্ত ৬০ জন শনাক্ত হয়েছেন। করোনার নতুন এই ধরন থেকে সীমান্ত সুরক্ষিত রাখতে ছয়টি আফ্রিকার দেশে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাজ্য। দেশগুলো হলো দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া, বতসোয়ানা, জিম্বাবুয়ে, লেসোথো এবং এসওয়াতিনি। নতুন এই ধরনের বিরুদ্ধে টিকা কম কার্যকর হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। করোনার নতুন এই ধরন এরই মধ্যে বেশ কয়েকটি মিউটেশন ঘটিয়েছে।

যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ বলেছেন, বিজ্ঞানীরা করোনার নতুন ধরন নিয়ে ‘গভীরভাবে উদ্বিগ্ন’। তবে এ বিষয়ে আরও তথ্য জানার আছে। তিনি আরও বলেন, করোনার নতুন ধরনের সংক্রমণ রুখতে সতর্কতার অংশ হিসেবে ছয়টি দেশকে লাল তালিকায় রাখা হয়েছে।

দক্ষিণ আফ্রিকার সেন্টার ফর এপিডেমিক রেসপন্স অ্যান্ড ইনোভেশনের পরিচালক টুলিও ডি অলিভিয়েরা বলেছেন, ‘করোনার এই ধরন আমাদের অবাক করেছে। বিবর্তনের হিসাবে এবং পরবর্তী মিউটেশনের হিসাব করলে এটি কয়েক ধাপ লাফ দিয়েছে।’ 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সংবাদ সম্মেলনে অধ্যাপক অলিভিয়েরা বলেন, সব মিলিয়ে ৫০টি মিউটেশন রয়েছে, যার মধ্যে ৩০টি মিউটেশেনই স্পাইক প্রোটিনে। অধিকাংশ টিকাই স্পাইক প্রোটিনের এই ধরনগুলোকে আক্রমণ করে।

গাজা স্থিতিশীলতা বাহিনীতে যোগ দিতে প্রস্তুত পাকিস্তান, তবে আপত্তি হামাসকে নিরস্ত্র করার শর্তে

ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের আগে ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা

গুয়াতেমালায় বাস খাদে পড়ে নিহত অন্তত ১৫, আহত ১৯

সোমালিল্যান্ডকে ইসরায়েলের স্বীকৃতি—‘রাষ্ট্রীয় আগ্রাসন’ আখ্যা দিয়ে প্রতাহারের দাবি সোমালিয়ার

বেঙ্গালুরুতে ‘বুলডোজার রাজ’: ৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, তোপের মুখে কর্ণাটকের কংগ্রেস সরকার

নাইজেরিয়ায় হামলা: ‘বড়দিনের উপহার’ বলে উদ্‌যাপন ট্রাম্প প্রশাসনের, স্থানীয়রা বলছেন—‘কখনো আইএস দেখিনি’

রক্তক্ষয়ী সংঘর্ষের পর দ্বিতীয়বার যুদ্ধবিরতিতে থাইল্যান্ড-কম্বোডিয়া

চীনা প্রযুক্তির প্রথম যাত্রীবাহী উড়োজাহাজের ককপিটে প্রথম নারী ক্যাপ্টেন

২ সেকেন্ডে ঘণ্টায় ৭০০ কিমি গতি, চোখের পলকে ছুটে বিশ্ব রেকর্ড গড়ল চীনের ট্রেন

সন্ত্রাসী হামলার হুমকি, যুক্তরাষ্ট্রে ভারতীয় শিক্ষার্থী মনোজ সাই গ্রেপ্তার