হোম > বিশ্ব > ইউরোপ

পুতিনের ওপর খেপলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে আছে রাশিয়া

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি ক্ষোভ প্রকাশ করলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার বার্তা দিয়েছে ক্রেমলিন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ আজ সোমবার এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। পেসকভ বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক গঠনে কাজ চালিয়ে যাচ্ছি।’

ট্রাম্প সম্প্রতি এক সাক্ষাৎকারে পুতিনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বলেন, তিনি ‘রেগে আছেন’ এবং ‘ক্ষুব্ধ’, বিশেষ করে যখন পুতিন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন।

এ বিষয়ে ক্রেমলিনের প্রতিক্রিয়ায় পেসকভ জানান, এই সপ্তাহে পুতিন-ট্রাম্প ফোনালাপের কোনো পরিকল্পনা নেই। তবে ‘প্রয়োজন হলে’ পুতিন আলোচনায় প্রস্তুত।

রোববার এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘পুতিন যখন জেলেনস্কির বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন, তখন আমি সত্যিই ক্ষুব্ধ হলাম। এটা সঠিক পথে এগোনোর ইঙ্গিত নয়।’

ট্রাম্প আরও হুঁশিয়ারি দেন, যদি পুতিন যুদ্ধবিরতিতে রাজি না হন, তাহলে তিনি রাশিয়ার তেল ক্রয়কারী দেশগুলোর ওপর ৫০ শতাংশ শুল্ক বসাবেন।

রাশিয়ার সরকারি সংবাদপত্র মস্কোভস্কি কমসোমোলেটস মার্কিন প্রেসিডেন্টের সমালোচনা করে বলেছে, ট্রাম্প ইউক্রেনকে রাশিয়ার জ্বালানি অবকাঠামোতে হামলা বন্ধ করতে বাধ্য করতে ব্যর্থ হচ্ছেন।

পত্রিকাটি আরও লিখেছে, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের দেওয়া প্রতিশ্রুতির মূল্য বাজারের দিনে কয়েক পয়সার বেশি কিছু নয়। তবে মস্কো এখনো যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তির বিষয়ে আগ্রহী।’

ইসরায়েলের সঙ্গে পূর্ব ভূমধ্যসাগরে প্রতিরক্ষা জোট শক্তিশালী করছে গ্রিস ও সাইপ্রাস

তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত দেখলেন ৪০ যুদ্ধ কভার করা বিবিসি সাংবাদিক

ট্রাম্প-জেলেনস্কির বৈঠকে যুদ্ধ বন্ধে অগ্রগতি হলেও দনবাস ইস্যু এখনো অমীমাংসিত

মেক্সিকোতে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে ১৩ জনের মৃত্যু, আহত শতাধিক

ইন্দোনেশিয়ায় নার্সিং হোমে আগুনে ১৬ জনের মৃত্যু

গাঁজা চাষে লাইসেন্স ফি কমাল পাকিস্তান

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সামনে উত্তেজনা: শিখ ও হিন্দু বিক্ষোভকারীদের মধ্যে হাতাহাতি

ইসরায়েল কেন প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিল

২০২৫ সালের সেরা সিইও কে

এবার ট্রাম্প ও জেলেনস্কির বৈঠক—কী আছে সর্বশেষ ২০ দফা শান্তি প্রস্তাবে