হোম > বিশ্ব

তুরস্কে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনা চলছে, এগিয়ে এরদোয়ান

রোববার দিনব্যাপি তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সময় রাত ৮টায় এ ভোটগ্রহণ শেষ হয়। এই মুহূর্তে কেন্দ্রে কেন্দ্রে ভোট গণনা চলছে। গণনার প্রাথমিক অবস্থায় একটি বুথ ফেরত জরিপে দেখা গেছে এরদোয়ান এগিয়ে আছেন। 

বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় এ খবর দিয়েছে আল-জাজিরা। 

জরিপে দেখা গেছে, এখন পর্যন্ত যতগুলো ভোট গণনা হয়েছে তার মধ্যে ৫২.০৬ শতাংশ পেয়েছেন তুরস্কের বর্তমান প্রেসিডেন্ট রিস্যেপ তাইয়েপ এরদোয়ান। অন্যদিকে তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী কেমাল কিলিকদারুগ্লু পেয়েছেন ৪১.০৬ শতাংশ ভোট। এ হিসেবে পরিষ্কার ব্যবধানেই এরদোয়ান এগিয়ে আছেন। যদিও জরিপ সংস্থাগুলো জানিয়েছিল, এবারের নির্বাচনে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়বেন তিনি। 

এরদোয়ান এগিয়ে থাকলেও ভোট গণনার মাঝামাঝি পর্যায় এটি। 

জানা গেছে, অফিসিয়ালি ঘোষণার আগে ভোট গণনার ফলাফল প্রকাশে নিষেধাজ্ঞা দিয়েছিল তুরস্কের নির্বাচন বোর্ড। পরে অবশ্য এই নিষধাজ্ঞা তুলে নেওয়া হয়।

রোববার সন্ধ্যায় আল-জাজিরার প্রতিবেদন থেকে জানা গেছে, তুরস্কের নির্বাচনে এবার ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়। ইসতানবুল থেকে সংস্থাটির প্রতিবেদক আমের ল্যাফি জানান, আর কিছুক্ষণের মধ্যেই ভোট শেষ হয়ে যাবে। তবু কেন্দ্রগুলোতে ভোটারদের উপচেপড়া ভিড়। রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলুর খবরে বলা হয়, নির্বাচনে বিকেল সাড়ে ৪টা নাগাদ ৮৫ দশমিক ১৪ শতাংশ ভোট পড়েছে।

আজকের ভোটে ফলাফলে কোনো প্রার্থী যদি ৫০ শতাংশের বেশি ভোট পেতে ব্যর্থ হন, তাহলে প্রথম ও দ্বিতীয় স্থানে থাকা দুই প্রতিদ্বন্দ্বীকে নিয়ে আরেকটি নির্বাচন অনুষ্ঠিত হবে। সে ক্ষেত্রে ২৮ মে দ্বিতীয় দফার নির্বাচন হবে।

ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি জানুয়ারির শেষে—দিল্লি সফরে জার্মান চ্যান্সেলর

ইরানে বিক্ষোভে নিহতের সংখ্যা হাজার ছাড়ানোর শঙ্কা

তেহরানের একটি মর্গেই ১৮২ মরদেহ, ভিডিও ভাইরাল

রোহিঙ্গাদের জীবনকে দুঃস্বপ্নে পরিণত করেছে মিয়ানমার—আদালতের শুনানিতে গাম্বিয়া

ইরানের বিক্ষোভে খুব কাছ থেকে মাথায় গুলি করে ছাত্রীকে হত্যা

সত্যিকারের বন্ধুত্বে মতবিরোধ থাকতে পারে, ট্রাম্প-মোদি প্রসঙ্গে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত

তিন হাজারের বেশি যৌন নিপীড়নের অভিযোগ, মার্কিন কাঠগড়ায় উবার

বিক্ষোভে হতাহতদের স্মরণে ইরানে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

যুক্তরাষ্ট্রের মতো তাইওয়ানের নেতাদের তুলে নিতে পারবে কি চীন

গ্রিনল্যান্ডের প্রতিরক্ষায় ডেনমার্কের হাতে আছে মাত্র দুই কুকুরের স্লেজ: ট্রাম্প