হোম > বিশ্ব

মেক্সিকোর কারাগারে সশস্ত্র হামলা, নিহত অন্তত ১৪ 

মেক্সিকোর সীমান্ত শহর জুয়ারেজের একটি কারাগারে সশস্ত্র সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। এতে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। স্থানীয় সময় রোববার সকালে এ হামলা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। 

চিহুয়াহুয়া রাজ্যের প্রসিকিউটর এক বিবৃতিতে বলেছেন, নিহতদের মধ্যে ১০ জন নিরাপত্তাকর্মী রয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৩ জন। এ ছাড়া হামলার সময় ২৪ জন বন্দী পালিয়ে গেছেন। 

তবে কারা এই হামলা চালিয়েছে, তা এখনো জানা যায়নি। প্রসিকিউটর আরও বলেছেন, প্রাথমিক তদন্তে দেখা গেছে, হামলাকারীরা সাঁজোয়া যানে করে স্থানীয় সময় সকাল ৭টার দিকে কারাগারে এসে গুলি চালিয়েছে। 

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ওই একই সময়ে শহরের অন্য এক জায়গায় আরেকটি হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন। 

এ হামলার কিছু সময় আগে মেক্সিকো কর্তৃপক্ষ পৌর পুলিশের ওপর হামলার কথা জানিয়েছিল। সে সময় পুলিশ ধাওয়া করে চারজনকে আটক এবং একটি ট্রাক জব্দ করেছে। একই দিনে শহরের অন্য একটি অংশে আরও দুজন গাড়িচালক নিহত হয়েছেন। এ ঘটনাকেও কর্তৃপক্ষ সশস্ত্র হামলা বলে চিহ্নিত করেছে। 

একই দিনে একাধিক হামলা একটির সঙ্গে আরেকটি সম্পর্কযুক্ত কি না, সে ব্যাপারে মেক্সিকো কর্তৃপক্ষ কিছু জানায়নি। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে রয়টার্স বলেছে, জুয়ারেজের ৩ নম্বর রাজ্য কারাগারে হামলার পর মেক্সিকোর সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। 

এর আগে গত বছরের আগস্টে দুই প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর সদস্যদের মধ্যে কারাগারের সামনে সংঘর্ষ হয়েছিল। এতে ১১ জন নিহত হয়েছিলেন। নিহতদের বেশির ভাগই ছিলেন বেসামরিক মানুষ। 

টান দিয়ে নারীর মুখের নেকাব সরিয়ে তোপের মুখে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার

বন্ডাই বিচে হামলাকারীকে থামাতে গিয়ে প্রাণ হারান এক বৃদ্ধ দম্পতিও!

৩০ বছর ধরে যুক্তরাষ্ট্রে থাকেন ভারতীয় নারী, গ্রিন কার্ড সাক্ষাৎকারে গিয়ে আটক

পাকিস্তানি বলে গুঞ্জন—বন্ডাই বিচের হামলাকারীরা আসলে ভারতীয়

বিশ্বজুড়ে তৃতীয় বিশ্বযুদ্ধের বীজ বুনেছেন ট্রাম্প—ইয়েল বিশেষজ্ঞের সতর্কতা

ব্রাজিলে ধসে পড়ল ‘স্ট্যাচু অব লিবার্টির’ ১১০ ফুট উঁচু রেপ্লিকা

ক্যানসার আক্রান্ত শিশুদের সঙ্গে প্রতারণা, ৪০ লাখ ডলার আত্মসাতের নেপথ্যে এক ইসরায়েলি

বিজয় দিবসে রাহুলের পোস্টেও বাংলাদেশ নেই, একাত্তরে সীমান্ত রক্ষায় ‘ভারতীয় বীর’দের শ্রদ্ধা

ইমরানকে বন্দী করে সাংবিধানিক ক্যুর মাধ্যমে আজীবন দায়মুক্তি নিয়েছেন সেনাপ্রধান: ভারতীয় রাষ্ট্রদূত

বন্ডাই বিচ ট্র্যাজেডি: ভারত ও অস্ট্রেলিয়ার পাসপোর্টে ফিলিপাইনে গিয়েছিল হামলাকারী বাবা-ছেলে