হোম > বিশ্ব

নির্বাচন কাউন্সিলে বিরোধী দলের লোকও রাখল ভেনিজুয়েলা সরকার

কারাকাস: নতুন নির্বাচন কাউন্সিলে বিরোধী দলের সঙ্গে সংশ্লিষ্ট দুইজনকে রেখেছে ভেনিজুয়েলা সরকার। গতকাল মঙ্গলবার ভেনিজুয়েলার কংগ্রেস এই দুই জনের নাম প্রকাশ করে। দেশটির সমাজতান্ত্রিক দল নিয়ন্ত্রিত আইনসভা পাঁচ পরিচালক নিয়ে গঠিত নতুন বোর্ডটি অনুমোদন দিয়েছে। কাউন্সিলে বিরোধী দল ঘনিষ্ঠ সাবেক সংসদ সদস্য এনরিক মার্কেস এবং উপদেষ্টা রবার্তো পিকনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সকে পিকন বলেন, নতুন বোর্ডটি গত ১৭ বছরের মধ্যে সবচেয়ে ভারসাম্যপূর্ণ। তিনি বলেন, আমরা বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করবো। যাতে জনগণ আবারো পরিবর্তনের একটি হাতিয়ার হিসেবে ভোটের ওপর আস্থা রাখতে পারে।

এদিকে বিরোধী দলীয় নেতা হুয়ান গুয়াদো নতুন নির্বাচন কাউন্সিলকে প্রত্যাখ্যান করেছেন। সরকার এটি চাপিয়ে দিয়েছে বলে মন্তব্য করেন তিনি। হুয়ান গুইদোকে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলো ভেনিজুয়েলার বৈধ প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিয়েছে।

প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে পশ্চিমাদের অভিযোগ, বহু বছর ধরে তিনি জাতীয় ও রাজ্য নির্বাচনের তদারককারী কাউন্সিলকে ক্ষমতাসীন সোস্যালিস্ট পার্টির পক্ষে ব্যবহার করে আসছেন। মাদুরোর ২০১৮ সালের পুনঃনির্বাচনকে প্রহসনের নির্বাচ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করা হয়েছিল।

কূটনীতি বিশেষজ্ঞদের প্রত্যাশা, নতুন নির্বাচন কাউন্সিল বাইডেন প্রশাসনকে ভেনিজুয়েলার উপর নিষেধাজ্ঞাগুলোর ব্যাপারে নমনীয় করবে। যেখানে ট্রাম্প প্রশাসন মাদুরোকে প্রায় কোণঠাসা করে ফেলেছিলেন।

ইরানে বিক্ষোভ: উত্তেজনা কমেছে, মর্গে মানুষের ভিড়

যুক্তরাষ্ট্রের যেসব ক্যাটাগরির ভিসা স্থগিত হচ্ছে, ভুক্তভোগী হচ্ছেন যাঁরা

ইরানে মার্কিন হামলা স্থগিত করায় তেলের দামে বড় পতন

ট্রাম্পের হুমকি-ধমকির মধ্যে গ্রিনল্যান্ডে সৈন্য সমাবেশ ঘটাচ্ছে ইইউ

ইরানকে আরেকটি সুযোগ দিতে ট্রাম্পকে শেষ মুহূর্তে রাজি করায় সৌদি, কাতার ও ওমান

এবার আর টার্গেট মিস হবে না! ট্রাম্পের রক্তাক্ত মুখ দেখিয়ে এ কী বার্তা দিল ইরানের টিভি

ট্রাম্প-মাচাদো বৈঠকের আগে ভেনেজুয়েলার আরও এক ট্যাংকার জব্দ

যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিতের আওতায় কারা পড়বে না, জানাল স্টেট ডিপার্টমেন্ট

তালেবানের শীর্ষ নেতৃত্বে ক্ষমতার সংঘাত—বেরিয়ে এল বিবিসির অনুসন্ধানে

বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়ার পর নতিস্বীকার, এরফান সোলতানির মৃত্যুদণ্ড স্থগিত করল ইরান