হোম > বিশ্ব

নির্বাচন কাউন্সিলে বিরোধী দলের লোকও রাখল ভেনিজুয়েলা সরকার

কারাকাস: নতুন নির্বাচন কাউন্সিলে বিরোধী দলের সঙ্গে সংশ্লিষ্ট দুইজনকে রেখেছে ভেনিজুয়েলা সরকার। গতকাল মঙ্গলবার ভেনিজুয়েলার কংগ্রেস এই দুই জনের নাম প্রকাশ করে। দেশটির সমাজতান্ত্রিক দল নিয়ন্ত্রিত আইনসভা পাঁচ পরিচালক নিয়ে গঠিত নতুন বোর্ডটি অনুমোদন দিয়েছে। কাউন্সিলে বিরোধী দল ঘনিষ্ঠ সাবেক সংসদ সদস্য এনরিক মার্কেস এবং উপদেষ্টা রবার্তো পিকনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সকে পিকন বলেন, নতুন বোর্ডটি গত ১৭ বছরের মধ্যে সবচেয়ে ভারসাম্যপূর্ণ। তিনি বলেন, আমরা বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করবো। যাতে জনগণ আবারো পরিবর্তনের একটি হাতিয়ার হিসেবে ভোটের ওপর আস্থা রাখতে পারে।

এদিকে বিরোধী দলীয় নেতা হুয়ান গুয়াদো নতুন নির্বাচন কাউন্সিলকে প্রত্যাখ্যান করেছেন। সরকার এটি চাপিয়ে দিয়েছে বলে মন্তব্য করেন তিনি। হুয়ান গুইদোকে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলো ভেনিজুয়েলার বৈধ প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিয়েছে।

প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে পশ্চিমাদের অভিযোগ, বহু বছর ধরে তিনি জাতীয় ও রাজ্য নির্বাচনের তদারককারী কাউন্সিলকে ক্ষমতাসীন সোস্যালিস্ট পার্টির পক্ষে ব্যবহার করে আসছেন। মাদুরোর ২০১৮ সালের পুনঃনির্বাচনকে প্রহসনের নির্বাচ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করা হয়েছিল।

কূটনীতি বিশেষজ্ঞদের প্রত্যাশা, নতুন নির্বাচন কাউন্সিল বাইডেন প্রশাসনকে ভেনিজুয়েলার উপর নিষেধাজ্ঞাগুলোর ব্যাপারে নমনীয় করবে। যেখানে ট্রাম্প প্রশাসন মাদুরোকে প্রায় কোণঠাসা করে ফেলেছিলেন।

‘২০২৫’ নিয়ে ১৯৯৮ সালে করা আমেরিকানদের ভবিষ্যদ্বাণী কতটুকু মিলেছে

পুতিনের বাসভবনে ড্রোন হামলার অভিযোগ—‘মিথ্যা’ বলছে ইউক্রেন

তাইওয়ানকে ঘিরে ধরেছে চীনের যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান ও ড্রোন

১৭ বছরের সাজার রায় চ্যালেঞ্জ করে ইমরান খান ও বুশরা বিবির আপিল

রাশিয়ার বিরুদ্ধে একের পর এক যুদ্ধবন্দীকে হত্যার অভিযোগ ইউক্রেনীয় কমান্ডারের

জেলেনস্কি চাইলেন ৫০, যুক্তরাষ্ট্র দিতে চায় ১৫ বছরের নিরাপত্তা গ্যারান্টি

ইসরায়েলের সঙ্গে পূর্ব ভূমধ্যসাগরে প্রতিরক্ষা জোট শক্তিশালী করছে গ্রিস ও সাইপ্রাস

তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত দিলেন ৪০ যুদ্ধ কভার করা বিবিসি সাংবাদিক

ট্রাম্প-জেলেনস্কির বৈঠকে যুদ্ধ বন্ধে অগ্রগতি হলেও দনবাস ইস্যু এখনো অমীমাংসিত

মেক্সিকোতে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে ১৩ জনের মৃত্যু, আহত শতাধিক