হোম > বিশ্ব

নির্বাচন কাউন্সিলে বিরোধী দলের লোকও রাখল ভেনিজুয়েলা সরকার

কারাকাস: নতুন নির্বাচন কাউন্সিলে বিরোধী দলের সঙ্গে সংশ্লিষ্ট দুইজনকে রেখেছে ভেনিজুয়েলা সরকার। গতকাল মঙ্গলবার ভেনিজুয়েলার কংগ্রেস এই দুই জনের নাম প্রকাশ করে। দেশটির সমাজতান্ত্রিক দল নিয়ন্ত্রিত আইনসভা পাঁচ পরিচালক নিয়ে গঠিত নতুন বোর্ডটি অনুমোদন দিয়েছে। কাউন্সিলে বিরোধী দল ঘনিষ্ঠ সাবেক সংসদ সদস্য এনরিক মার্কেস এবং উপদেষ্টা রবার্তো পিকনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সকে পিকন বলেন, নতুন বোর্ডটি গত ১৭ বছরের মধ্যে সবচেয়ে ভারসাম্যপূর্ণ। তিনি বলেন, আমরা বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করবো। যাতে জনগণ আবারো পরিবর্তনের একটি হাতিয়ার হিসেবে ভোটের ওপর আস্থা রাখতে পারে।

এদিকে বিরোধী দলীয় নেতা হুয়ান গুয়াদো নতুন নির্বাচন কাউন্সিলকে প্রত্যাখ্যান করেছেন। সরকার এটি চাপিয়ে দিয়েছে বলে মন্তব্য করেন তিনি। হুয়ান গুইদোকে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলো ভেনিজুয়েলার বৈধ প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিয়েছে।

প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে পশ্চিমাদের অভিযোগ, বহু বছর ধরে তিনি জাতীয় ও রাজ্য নির্বাচনের তদারককারী কাউন্সিলকে ক্ষমতাসীন সোস্যালিস্ট পার্টির পক্ষে ব্যবহার করে আসছেন। মাদুরোর ২০১৮ সালের পুনঃনির্বাচনকে প্রহসনের নির্বাচ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করা হয়েছিল।

কূটনীতি বিশেষজ্ঞদের প্রত্যাশা, নতুন নির্বাচন কাউন্সিল বাইডেন প্রশাসনকে ভেনিজুয়েলার উপর নিষেধাজ্ঞাগুলোর ব্যাপারে নমনীয় করবে। যেখানে ট্রাম্প প্রশাসন মাদুরোকে প্রায় কোণঠাসা করে ফেলেছিলেন।

মার্কিন নাগরিকদের অবিলম্বে ভেনেজুয়েলা ছাড়তে বলল স্টেট ডিপার্টমেন্ট

আরও ক্ষমতাধর আসিম মুনির, হলেন পাকিস্তানের তিন বাহিনীর প্রথম প্রধান

যুক্তরাষ্ট্র আমাদের জ্বালানি কিনতে পারলে, ভারত কেন পারবে না—প্রশ্ন পুতিনের

ইন্ডিগোতে ফ্লাইট বিপর্যয়: এক দিনে বাতিল ৫৫০-এর বেশি ফ্লাইট

গাজায় হামাসবিরোধী ইসরায়েলি প্রক্সি গোষ্ঠীর নেতা ইয়াসির আবু শাবাব নিহত, কে তিনি

মড়ার উপর খাঁড়ার ঘা—জনসংখ্যার তীব্র সংকটে ইউক্রেন

বাংলাদেশি ও পাকিস্তানি শিক্ষার্থী ভর্তি স্থগিত করেছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়

ভারতে পা রাখলেন পুতিন, নিয়ম ভেঙে ‘কোলাকুলি’ করলেন মোদি

রাশিয়ার ক্ষমতা দেখাতেই গুপ্তচর স্ক্রিপালকে বিষ প্রয়োগে হত্যার নির্দেশ দেন পুতিন

কড়া নিরাপত্তায় পুতিনের ভারত সফর, রাশিয়া থেকে উড়িয়ে আনা হলো বুলেটপ্রুফ লিমুজিন