হোম > বিশ্ব

কয়েক মাসের মধ্যে করোনা নিয়ন্ত্রণে আনা সম্ভব: ডব্লিউএইচও

ঢাকা: বিশ্বের বিভিন্ন দেশে বাড়ছে করোনার সংক্রমণ ও মৃত্যু। এমন পরিস্থিতিতে এবার আশার কথা শোনালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।  জাতিসংঘের এই সংস্থাটি বলছে, ঠিকমতো ব্যবস্থা নিতে পারলে কয়েক মাসের মধ্যেই করোনাকে নিয়ন্ত্রণে আনা যাবে। গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে এমনটি জানানো হয়।

সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ড. তেদরোস আধানোম গেব্রোয়াসুস বলেন, এই মহামারিকে কয়েক মাসের  মধ্যে নিয়ন্ত্রণে আনার উপায় রয়েছে আমাদের কাছে। এটিকে নিয়ন্ত্রণে আনতে হলে প্রয়োজনীয় ব্যবস্থাকে ধারাবাহিক ভাবে ও সমান ভাবে প্রয়োগ করতে হবে।

তিনি জানান, যেখানে মহামারি শুরু হওয়ার পরে প্রথম ৯ মাসে ১০ লাখ মানুষ মারা গিয়েছিলেন, সেখানে পরবর্তী ৪ মাসেই তা পৌঁছে যায় ১০ লাখে। এদিকে পরবর্তী ৩ মাসেই তা পেরিয়ে গিয়েছে ৩০ লাখের গণ্ডি। করোনার মৃত্যুর এই সংখ্যা দ্রুত বাড়তে থাকায় সংবাদ সম্মেলনে উদ্বেগ প্রকাশ করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান।

এদিকে এই সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন পরিবেশবিদ গ্রেটা থুনবার্গও। টিকা নিয়ে রাজনীতির অভিযোগ তুলে সরব হতে দেখা যায় তাঁকে। তিনি বলেন, ধনী দেশগুলি তাদের তরুণ প্রজন্মের টিকাকরণের ব্যবস্থা করতে পেরেছে। কিন্তু উন্নয়নশীল দেশগুলিতে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা মানুষরা টিকা পাচ্ছেন না।

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

চেলসি ক্লাব বিক্রির অর্থ ইউক্রেনকে দিতে হবে—রুশ ধনকুবেরকে ব্রিটিশ আলটিমেটাম

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি

মুসলিম স্ত্রীকে নিয়ে বিবাদ, ভারতে বাবা-মাকে মেরে খণ্ডিত দেহ নদীতে ফেলল ছেলে

যুক্তরাষ্ট্র ছাড়ার কথা ভাবছেন আতঙ্কিত শিক্ষকেরা

জনপ্রিয়তায় ধস: জাতির উদ্দেশে ভাষণে নিজের গুণগান আর সেনাদের খুশি রাখার কৌশলে ট্রাম্প