হোম > বিশ্ব

কয়েক মাসের মধ্যে করোনা নিয়ন্ত্রণে আনা সম্ভব: ডব্লিউএইচও

ঢাকা: বিশ্বের বিভিন্ন দেশে বাড়ছে করোনার সংক্রমণ ও মৃত্যু। এমন পরিস্থিতিতে এবার আশার কথা শোনালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।  জাতিসংঘের এই সংস্থাটি বলছে, ঠিকমতো ব্যবস্থা নিতে পারলে কয়েক মাসের মধ্যেই করোনাকে নিয়ন্ত্রণে আনা যাবে। গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে এমনটি জানানো হয়।

সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ড. তেদরোস আধানোম গেব্রোয়াসুস বলেন, এই মহামারিকে কয়েক মাসের  মধ্যে নিয়ন্ত্রণে আনার উপায় রয়েছে আমাদের কাছে। এটিকে নিয়ন্ত্রণে আনতে হলে প্রয়োজনীয় ব্যবস্থাকে ধারাবাহিক ভাবে ও সমান ভাবে প্রয়োগ করতে হবে।

তিনি জানান, যেখানে মহামারি শুরু হওয়ার পরে প্রথম ৯ মাসে ১০ লাখ মানুষ মারা গিয়েছিলেন, সেখানে পরবর্তী ৪ মাসেই তা পৌঁছে যায় ১০ লাখে। এদিকে পরবর্তী ৩ মাসেই তা পেরিয়ে গিয়েছে ৩০ লাখের গণ্ডি। করোনার মৃত্যুর এই সংখ্যা দ্রুত বাড়তে থাকায় সংবাদ সম্মেলনে উদ্বেগ প্রকাশ করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান।

এদিকে এই সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন পরিবেশবিদ গ্রেটা থুনবার্গও। টিকা নিয়ে রাজনীতির অভিযোগ তুলে সরব হতে দেখা যায় তাঁকে। তিনি বলেন, ধনী দেশগুলি তাদের তরুণ প্রজন্মের টিকাকরণের ব্যবস্থা করতে পেরেছে। কিন্তু উন্নয়নশীল দেশগুলিতে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা মানুষরা টিকা পাচ্ছেন না।

ইরানে বিক্ষোভ: উত্তেজনা কমেছে, মর্গে মানুষের ভিড়

যুক্তরাষ্ট্রের যেসব ক্যাটাগরির ভিসা স্থগিত হচ্ছে, ভুক্তভোগী হচ্ছেন যাঁরা

ইরানে মার্কিন হামলা স্থগিত করায় তেলের দামে বড় পতন

ট্রাম্পের হুমকি-ধমকির মধ্যে গ্রিনল্যান্ডে সৈন্য সমাবেশ ঘটাচ্ছে ইইউ

ইরানকে আরেকটি সুযোগ দিতে ট্রাম্পকে শেষ মুহূর্তে রাজি করায় সৌদি, কাতার ও ওমান

এবার আর টার্গেট মিস হবে না! ট্রাম্পের রক্তাক্ত মুখ দেখিয়ে এ কী বার্তা দিল ইরানের টিভি

ট্রাম্প-মাচাদো বৈঠকের আগে ভেনেজুয়েলার আরও এক ট্যাংকার জব্দ

যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিতের আওতায় কারা পড়বে না, জানাল স্টেট ডিপার্টমেন্ট

তালেবানের শীর্ষ নেতৃত্বে ক্ষমতার সংঘাত—বেরিয়ে এল বিবিসির অনুসন্ধানে

বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়ার পর নতিস্বীকার, এরফান সোলতানির মৃত্যুদণ্ড স্থগিত করল ইরান