গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসনের পর চীনের কাছে সামরিক সরঞ্জাম চেয়েছে রাশিয়া। গতকাল রোববার মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে টাইমস ও ওয়াশিংটন পোস্ট এ তথ্য জানিয়েছে।
এর আগে হোয়াইট হাউস জানিয়েছিল, রুশ-ইউক্রেন ইস্যুতে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান আজ সোমবার চীনের শীর্ষ কূটনৈতিক ইয়াং জিচির সঙ্গে রোমে বৈঠক করবেন।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মানবাধিকার ও অন্যান্য ইস্যুতে রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা চাপিয়ে যাচ্ছে পশ্চিমা বিশ্ব। এরই মধ্যে চীন রাশিয়ায় তাদের সহযোগিতা জোরদার করেছে।
রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের কোনো নিন্দা জানায়নি চীন। বরং আলোচনার মাধ্যমে রুশ-ইউক্রেন সমস্যার হাল খুঁজে বের করার আহ্বান জানিয়েছে দেশটি।
তবে চীনের কাছে রাশিয়া কোন ধরনের অস্ত্রের জন্য অনুরোধ জানিয়েছিল, এ বিষয়ে ওই মার্কিন কর্মকর্তারা কিছুই নিশ্চিত করে জানাননি।