হোম > বিশ্ব

কিট সংকট: ব্যাংককের হাসপাতালগুলোতে বন্ধ করোনা পরীক্ষা

কিট সংকটের কারণে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের ১২টি হাসপাতালে করোনা পরীক্ষা বন্ধ হয়ে গেছে। সংক্রমণ অস্বাভাবিক বৃদ্ধির পরিপ্রেক্ষিতে মানুষের মধ্যে পরীক্ষা করানোর প্রবণতা বেড়ে যাওয়াতেই এই সংকট তৈরি হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ব্যাংককের হাসপাতালগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে নোটিশ দিয়ে করোনা টেস্ট বন্ধ করে দেওয়ার কথা জানিয়ে দিয়েছে।

কেউ কেউ বলছেন, এই সংকট কয়েকদিন চলবে। তবে কবে ঠিক পরিস্থিতি স্বাভাবিক হবে তা নির্দিষ্ট করে কেউ বলতে পারছেন না।    

থাইল্যান্ডে সবচেয়ে বেশি সংক্রমণ দেখা গেছে ব্যাংককে। কয়েকমাস আগে সংক্রমণ সম্পূর্ণ  নিয়ন্ত্রণে চলে এসেছিল। তবে সম্প্রতি আবার বাড়তে শুরু করেছে।

এদিকে ব্যাংককের যেসব স্থানে করোনার গুচ্ছ সংক্রমণ ছড়িয়েছে সেসব স্থানে গণহারে পরীক্ষা চালাচ্ছে থাই সরকার। বিনোদন কেন্দ্র এবং পানশালাগুলোও দুই সপ্তাহের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।

গতকাল বৃহস্পতিবারও থাইল্যান্ডে ৪০৫ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। দেশটির মন্ত্রিসভার এক তৃতীয়াংশ সদস্যই করোনার লক্ষণ নিয়ে আইসলোশনে রয়েছেন।

করোনার সংক্রমণ বাড়ায় থাইল্যান্ডে বার্ষিক জলকেলি (সংক্রান) উৎসবও বাতিল করা হয়েছে। থাইল্যান্ডে ১৩ থেকে ১৫ এপ্রিল সংক্রান উৎসব পালিত হয়।

গত বুধবার থাইল্যান্ড সরকারের পক্ষ থেকে বলা হয় ব্রিটেনের ধরনটির কারণেই থাইল্যান্ডে সংক্রমণ বেড়েছে।

এবার জোহানেসবার্গের পানশালায় বন্দুকধারীদের গুলি, নিহত ৯

কুকুর লেলিয়ে পুরুষ ফিলিস্তিনিকে ধর্ষণ—বিবিসির প্রতিবেদনে ইসরায়েলি কারাগারে নির্যাতনের চিত্র

‘ন্যায়বিচারের দুয়ার বন্ধ’, রাজপথে নামার প্রস্তুতি নিতে বললেন ইমরান খান

ফিলিস্তিনিদের প্রলোভনে ফেলে গাজা খালি করার মিশনে ইসরায়েলঘনিষ্ঠ ভুয়া সংস্থা

মার্কিন সরকারি ওয়েবসাইট থেকে ট্রাম্পের ছবিসহ ১৬ এপস্টেইন নথি গায়েব

গাজায় নতুন শাসনকাঠানো কার্যকর শিগগির: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ভেনেজুয়েলার উপকূলে আবার তেলের ট্যাংকার জব্দ করল যুক্তরাষ্ট্র

ভারতে নিকাব বিতর্ক: কাজে যোগ দেননি সেই নারী চিকিৎসক

বন্ধু ট্রাম্পকে খুশি করতে মোদির ‘শান্তি’ বিল পাস, বিরোধীদের সমালোচনা

গ্রিস উপকূলে মাছধরা নৌকা থেকে বাংলাদেশিসহ ৫৪০ অভিবাসী উদ্ধার