হোম > বিশ্ব

কিট সংকট: ব্যাংককের হাসপাতালগুলোতে বন্ধ করোনা পরীক্ষা

কিট সংকটের কারণে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের ১২টি হাসপাতালে করোনা পরীক্ষা বন্ধ হয়ে গেছে। সংক্রমণ অস্বাভাবিক বৃদ্ধির পরিপ্রেক্ষিতে মানুষের মধ্যে পরীক্ষা করানোর প্রবণতা বেড়ে যাওয়াতেই এই সংকট তৈরি হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ব্যাংককের হাসপাতালগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে নোটিশ দিয়ে করোনা টেস্ট বন্ধ করে দেওয়ার কথা জানিয়ে দিয়েছে।

কেউ কেউ বলছেন, এই সংকট কয়েকদিন চলবে। তবে কবে ঠিক পরিস্থিতি স্বাভাবিক হবে তা নির্দিষ্ট করে কেউ বলতে পারছেন না।    

থাইল্যান্ডে সবচেয়ে বেশি সংক্রমণ দেখা গেছে ব্যাংককে। কয়েকমাস আগে সংক্রমণ সম্পূর্ণ  নিয়ন্ত্রণে চলে এসেছিল। তবে সম্প্রতি আবার বাড়তে শুরু করেছে।

এদিকে ব্যাংককের যেসব স্থানে করোনার গুচ্ছ সংক্রমণ ছড়িয়েছে সেসব স্থানে গণহারে পরীক্ষা চালাচ্ছে থাই সরকার। বিনোদন কেন্দ্র এবং পানশালাগুলোও দুই সপ্তাহের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।

গতকাল বৃহস্পতিবারও থাইল্যান্ডে ৪০৫ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। দেশটির মন্ত্রিসভার এক তৃতীয়াংশ সদস্যই করোনার লক্ষণ নিয়ে আইসলোশনে রয়েছেন।

করোনার সংক্রমণ বাড়ায় থাইল্যান্ডে বার্ষিক জলকেলি (সংক্রান) উৎসবও বাতিল করা হয়েছে। থাইল্যান্ডে ১৩ থেকে ১৫ এপ্রিল সংক্রান উৎসব পালিত হয়।

গত বুধবার থাইল্যান্ড সরকারের পক্ষ থেকে বলা হয় ব্রিটেনের ধরনটির কারণেই থাইল্যান্ডে সংক্রমণ বেড়েছে।

গাজা স্থিতিশীলতা বাহিনীতে যোগ দিতে প্রস্তুত পাকিস্তান, তবে আপত্তি হামাসকে নিরস্ত্র করার শর্তে

ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের আগে ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা

গুয়াতেমালায় বাস খাদে পড়ে নিহত অন্তত ১৫, আহত ১৯

সোমালিল্যান্ডকে ইসরায়েলের স্বীকৃতি—‘রাষ্ট্রীয় আগ্রাসন’ আখ্যা দিয়ে প্রতাহারের দাবি সোমালিয়ার

বেঙ্গালুরুতে ‘বুলডোজার রাজ’: ৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, তোপের মুখে কর্ণাটকের কংগ্রেস সরকার

নাইজেরিয়ায় হামলা: ‘বড়দিনের উপহার’ বলে উদ্‌যাপন ট্রাম্প প্রশাসনের, স্থানীয়রা বলছেন—‘কখনো আইএস দেখিনি’

রক্তক্ষয়ী সংঘর্ষের পর দ্বিতীয়বার যুদ্ধবিরতিতে থাইল্যান্ড-কম্বোডিয়া

চীনা প্রযুক্তির প্রথম যাত্রীবাহী উড়োজাহাজের ককপিটে প্রথম নারী ক্যাপ্টেন

২ সেকেন্ডে ঘণ্টায় ৭০০ কিমি গতি, চোখের পলকে ছুটে বিশ্ব রেকর্ড গড়ল চীনের ট্রেন

সন্ত্রাসী হামলার হুমকি, যুক্তরাষ্ট্রে ভারতীয় শিক্ষার্থী মনোজ সাই গ্রেপ্তার