হোম > বিশ্ব

কিট সংকট: ব্যাংককের হাসপাতালগুলোতে বন্ধ করোনা পরীক্ষা

কিট সংকটের কারণে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের ১২টি হাসপাতালে করোনা পরীক্ষা বন্ধ হয়ে গেছে। সংক্রমণ অস্বাভাবিক বৃদ্ধির পরিপ্রেক্ষিতে মানুষের মধ্যে পরীক্ষা করানোর প্রবণতা বেড়ে যাওয়াতেই এই সংকট তৈরি হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ব্যাংককের হাসপাতালগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে নোটিশ দিয়ে করোনা টেস্ট বন্ধ করে দেওয়ার কথা জানিয়ে দিয়েছে।

কেউ কেউ বলছেন, এই সংকট কয়েকদিন চলবে। তবে কবে ঠিক পরিস্থিতি স্বাভাবিক হবে তা নির্দিষ্ট করে কেউ বলতে পারছেন না।    

থাইল্যান্ডে সবচেয়ে বেশি সংক্রমণ দেখা গেছে ব্যাংককে। কয়েকমাস আগে সংক্রমণ সম্পূর্ণ  নিয়ন্ত্রণে চলে এসেছিল। তবে সম্প্রতি আবার বাড়তে শুরু করেছে।

এদিকে ব্যাংককের যেসব স্থানে করোনার গুচ্ছ সংক্রমণ ছড়িয়েছে সেসব স্থানে গণহারে পরীক্ষা চালাচ্ছে থাই সরকার। বিনোদন কেন্দ্র এবং পানশালাগুলোও দুই সপ্তাহের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।

গতকাল বৃহস্পতিবারও থাইল্যান্ডে ৪০৫ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। দেশটির মন্ত্রিসভার এক তৃতীয়াংশ সদস্যই করোনার লক্ষণ নিয়ে আইসলোশনে রয়েছেন।

করোনার সংক্রমণ বাড়ায় থাইল্যান্ডে বার্ষিক জলকেলি (সংক্রান) উৎসবও বাতিল করা হয়েছে। থাইল্যান্ডে ১৩ থেকে ১৫ এপ্রিল সংক্রান উৎসব পালিত হয়।

গত বুধবার থাইল্যান্ড সরকারের পক্ষ থেকে বলা হয় ব্রিটেনের ধরনটির কারণেই থাইল্যান্ডে সংক্রমণ বেড়েছে।

বিহারে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু, মরদেহ উদ্ধার না করে মাছ লুটের হিড়িক

চীনে কানাডার প্রধানমন্ত্রী, শুল্কের গেরো খুলে বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক জোরদার

ট্রাম্পকে নোবেল পদক দিয়ে নামাঙ্কিত ব্যাগ পেলেন মাচাদো, কোনো আশ্বাস কি মিলল

সামরিক আইন জারি করায় ৫ বছরের কারাদণ্ড পেলেন দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট

ইরানে নিহত ২৪৩৫: মরদেহ জিম্মি করে মোটা অঙ্কের মুক্তিপণ দাবির অভিযোগ

ইরানের ওপর নতুন করে আরও নিষেধাজ্ঞা আরোপ যুক্তরাষ্ট্রের

নিজের নোবেল পদক ট্রাম্পকে দিলেন মাচাদো

গাজা শাসনে শান্তি পরিষদ গঠন করা হয়েছে—ঘোষণা ট্রাম্পের

ইরান হামলার ক্ষেত্রে সময় অনুকূলে—‘ইঙ্গিত’ দিচ্ছেন ট্রাম্প

গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরুর ঘোষণার পরও ১০ জনকে হত্যা করল ইসরায়েল