হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ১০-২০ শতাংশ কার্যকর, নিহত বেড়ে ২৪: ইসরায়েল

আজকের পত্রিকা ডেস্ক­

ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত একটি এলাকা। ছবি: সংগৃহীত

ইসরায়েল গত শুক্রবার ইরানে হামলার পর তেহরান খুব একটা শক্তভাবে জবাব দেয়নি। কিন্তু গতকাল রোববার থেকে ইরান যেন তেড়েফুঁড়ে ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সহযোগে হামলা চালাচ্ছে। ইসরায়েলি ও আন্তর্জাতিক গণমাধ্যমে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার ধ্বংসযজ্ঞের ছবি প্রকাশিত হয়েছে। তবে ইসরায়েল দাবি করেছে, ইরানি ক্ষেপণাস্ত্রের ৮০-৯০ শতাংশই ঠেকিয়ে দেওয়া হয়েছে। মাত্র ১০-২০ শতাংশ আঘাত হানতে পেরেছে। এ ছাড়া, ইরানি হামলায় ইসরায়েলে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ জনে।

ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুসালেম পোস্টের খবরে বলা হয়েছে, আজ সোমবার দখলদার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে তাদের প্রতিরোধের পরিসংখ্যান প্রকাশ করেছে। আইডিএফ দাবি করেছে, তারা ৮০-৯০ শতাংশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়েছে। মাত্র ১০-২০ শতাংশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

এদিকে, রোববার দিবাগত মধ্যরাতে ইরানি হামলায় আরও আট ইসরায়েলি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এর ফলে নিহতের মোট সংখ্যা ২৪ জনে পৌঁছেছে। এ ছাড়া, নিখোঁজ আরও একজনকে আগামী কয়েক ঘণ্টার মধ্যে মৃত ঘোষণা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আজ সোমবার ভোর ৪টায় প্রায় ৪০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের একটি ঝাঁক ইসরায়েলে আঘাত হানে। এ নিয়ে ইসরায়েলের দিকে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মোট সংখ্যা প্রায় ৩৫০-এ দাঁড়িয়েছে। এসব হামলায় তেল আবিব, পেটাচ টিকভা এবং বেনি ব্রাকে ক্ষেপণাস্ত্র আঘাত হানে এবং হতাহতের ঘটনা ঘটে।

এখন পর্যন্ত ইরানের ক্ষেপণাস্ত্র হামলাগুলো গুশ ডান, তেল আবিব, মধ্য ইসরায়েল, হাইফা এবং বির শেবা এলাকায় কেন্দ্রীভূত ছিল। আইডিএফ জানিয়েছে, ইসরায়েলি বিমানবাহিনী ইরানের কয়েক ডজন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকারী এবং অনেক ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সফল হয়েছে, যার ফলে ইরান থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের গতি কমে এসেছে। আগে যেখানে একবারে শত শত ক্ষেপণাস্ত্র ছোড়া হতো, এখন সেখানে একবারে ডজন খানেক ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছে।

আইডিএফ আরও বলেছে, তারা প্রতিনিয়ত তাদের কৌশল সমন্বয় করছে এবং ইরান কীভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে তা পর্যবেক্ষণ করছে। একই সঙ্গে, ইরানও ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে পরাস্ত করার চেষ্টা করে তাদের কৌশলে পরিবর্তন আনছে।

জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টাকে প্রতিহতের ঘোষণা উত্তর কোরিয়ার

ভেনেজুয়েলার আরও একটি তেলের ট্যাংকার ধাওয়া করছে মার্কিন বাহিনী

ভেনেজুয়েলায় মার্কিন হস্তক্ষেপ নিয়ে সতর্ক করলেন লুলা

ট্রেনের ভাড়া বাড়ছে ভারতেও

পুরো ইউক্রেন দখলের পরিকল্পনা বাদ দেননি পুতিন: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন

ধনী খদ্দেরদের জন্য কিশোরীদের যেভাবে বাছাই করতেন এপস্টেইন—উঠে এল এফবিআইয়ের তদন্তে

কবিরাজিসহ প্রথাগত চিকিৎসার কার্যকারিতা খতিয়ে দেখছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

৪০০ বছরের ঐতিহ্যে ইতি, আর চিঠি বিলি করবে না ডেনমার্কের পোস্ট অফিস

বিল ক্লিনটনকে ‘বলির পাঁঠা’ বানানোর অভিযোগ ট্রাম্পের বিরুদ্ধে

এবার জোহানেসবার্গের পানশালায় বন্দুকধারীদের গুলি, নিহত ৯