হোম > বিশ্ব

বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় শনাক্ত ও মৃত্যু কমেছে

করোনায় বিশ্বে গত ২৪ ঘণ্টায় শনাক্ত ও মৃত্যু কমেছে। গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনা শনাক্ত হয়েছেন ৩ লাখ ২০ হাজার ৯৮ জন, যা আগের দিনের তুলনায় ৫৫ হাজার ৩২৮ জন কম। গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ হাজার ৭৫৮ জন, যা আগের দিনের তুলনায় এক হাজার ২৩ জন কম। 

আজ সোমবার পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এ তথ্য জানা গেছে। 

গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে যুক্তরাজ্যে। যুক্তরাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৩৯ হাজার ৯৬২ জনের। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৭২ জনের। এ পর্যন্ত দেশটিতে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৮৭ লাখ ৭৩ হাজার ৯৭৪ জন এবং মারা গেছেন ১ লাখ ৩৯ হাজার ৫৩৩ জন। 

গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে রাশিয়ায়। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৩৫ হাজার ৬৬০ জনের। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে এক হাজার ৭২ জনের। এ পর্যন্ত দেশটিতে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৮২ লাখ ৪১ হাজার ৬৪৩ জন এবং মারা গেছেন ২ লাখ ৩০ হাজার ৬০০ জন। 

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২৪ কোটি ৪৪ লাখ ২৭ হাজার ৪১০ জন। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪৯ লাখ ৬৩ হাজার ৭৫২ জনের। করোনা থেকে সেরে উঠেছেন ২২ কোটি ১৪ লাখ ৪৬ হাজার ৮৭৩ জন। 

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।        

ইন্দোনেশিয়ায় নার্সিং হোমে আগুনে ১৬ জনের মৃত্যু

গাঁজা চাষে লাইসেন্স ফি কমাল পাকিস্তান

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সামনে উত্তেজনা: শিখ ও হিন্দু বিক্ষোভকারীদের মধ্যে হাতাহাতি

ইসরায়েল কেন প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিল

২০২৫ সালের সেরা সিইও কে

এবার ট্রাম্প ও জেলেনস্কির বৈঠক—কী আছে সর্বশেষ ২০ দফা শান্তি প্রস্তাবে

৪০ শতাংশ জার্মান মনে করেন মার্জের সরকার টিকবে না

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপের সঙ্গে ‘পূর্ণাঙ্গ যুদ্ধে’ আছে ইরান: পেজেশকিয়ান

যে কৌশলে রুশ ধনকুবেরদের কণ্ঠরোধ করেছেন পুতিন

হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ