হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

তেহরানের বিক্ষোভে ইরানের শীর্ষস্থানীয় কর্মকর্তাদেরও দেখা গেছে

আজকের পত্রিকা ডেস্ক­

ইরানের তেহরানে ইসরায়েল বিরোধী বিক্ষোভে বিপুল মানুষের সমাগম হয়েছে। ছবি: আল-জাজিরা

ইসরায়েলের সাম্প্রতিক হামলার প্রতিবাদে রাজধানী তেহরানসহ ইরানের বিভিন্ন শহরে আজ শুক্রবার নজিরবিহীন গণবিক্ষোভ দেখা গেছে। আল জাজিরা জানিয়েছে, এসব বিক্ষোভে দেশজুড়ে লাখো সাধারণ মানুষ রাস্তায় নেমে নিজেদের ক্ষোভ ও সংহতি প্রকাশ করছেন। চলমান উত্তেজনার মধ্যেও এই বিশাল জনসমাবেশ ইসরায়েলবিরোধী মনোভাবের প্রকাশ হিসেবে ধরা পড়েছে।

দৃপ্ত ও আবেগঘন মুহূর্ত দেখা গেছে তেহরান বিশ্ববিদ্যালয়ের শুক্রবারের নামাজে। সাধারণ মানুষ ইরান, ফিলিস্তিন ও হিজবুল্লাহর পতাকা হাতে স্লোগান দিয়েছেন। অনেকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছবিও সঙ্গে এনেছিলেন।

প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের অনেক মানুষ শহর ছেড়ে অন্যত্র চলে গেলেও রাজধানীতে এখনো বিপুল জনসমাগম দেখা যাচ্ছে। শুধু তেহরান নয়, ইরানের শিরাজ, তাবরিজ, ইশফাহানসহ ছোট শহরগুলোতেও একই রকম বিক্ষোভ চলছে।

এদিকে শুক্রবারের নামাজ ও বিক্ষোভে ইরানের উচ্চপর্যায়ের অনেক কর্মকর্তাকে অংশ নিতে দেখা গেছে। দেশটির প্রধান বিচারপতি গোলাম-হোসেইন মোহসেনি-এজেই, আইআরজিসির সাবেক প্রধান মেজর জেনারেল মোহাম্মদ আলী জাফারি, কয়েকজন মন্ত্রী এবং উপ-স্পিকার এই মার্চে উপস্থিত ছিলেন বলে জানিয়েছে ইরানের জামারান নিউজ।

এই বিক্ষোভে জনতার প্রতিক্রিয়া শুধু ইসরায়েলের প্রতি নয়, বরং ইরানের সামরিক প্রতিক্রিয়ার পক্ষে স্পষ্ট সমর্থনও উঠে এসেছে।

নিকাব বিতর্ক: বিহারের নীতীশের পক্ষে সাফাই গাইলেন উত্তর প্রদেশের মন্ত্রী

ফিলিস্তিনসহ আরও যে ৬ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

ট্রাম্পের ১০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ মামলা প্রতিহতের ঘোষণা দিল বিবিসি

টান দিয়ে নারীর মুখের নিকাব সরিয়ে তোপের মুখে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার

বন্ডাই বিচে হামলাকারীকে থামাতে গিয়ে প্রাণ হারান এক বৃদ্ধ দম্পতিও!

৩০ বছর ধরে যুক্তরাষ্ট্রে থাকেন ভারতীয় নারী, গ্রিন কার্ড সাক্ষাৎকারে গিয়ে আটক

পাকিস্তানি বলে গুঞ্জন—বন্ডাই বিচের হামলাকারীরা আসলে ভারতীয়

বিশ্বজুড়ে তৃতীয় বিশ্বযুদ্ধের বীজ বুনেছেন ট্রাম্প—ইয়েল বিশেষজ্ঞের সতর্কতা

ব্রাজিলে ধসে পড়ল ‘স্ট্যাচু অব লিবার্টির’ ১১০ ফুট উঁচু রেপ্লিকা

ক্যানসার আক্রান্ত শিশুদের সঙ্গে প্রতারণা, ৪০ লাখ ডলার আত্মসাতের নেপথ্যে এক ইসরায়েলি