হোম > বিশ্ব

সুয়েজ খালের ট্র্যাফিক জ্যামে দৈনিক আটকা পড়ছে ৯.৬ বিলিয়ন ডলারের পণ্য

সুয়েজ খালে মালবাহী জাহাজ ‘এভার গিভেন’ আটকে যাওয়ায়  প্রতিদিন ৯৬০ বিলিয়ন ডলারের পণ্য আটকে যাচ্ছে। পণ্য পরিবহন বিষয়ক জার্নাল লয়েড’স লিস্টে এ তথ্য জানানো হয়েছে।

লয়েডের তালিকার তথ্যানুসারে, খালটির পশ্চিমাঞ্চলে জ্যামের কারণে ৫ দশমিক ১ বিলয়ন ডলার ও  পূর্ব দিক দিয়ে প্রতিদিন ৪৫০ কোটি ডলারের পণ্য পরিবহন করা হয়।

জাহাজটি সরানোর চেষ্টা চললেও বিশেষজ্ঞরা বলছেন, সুয়েজ খালে পুরোপুরি জাহাজ চলাচল স্বাভাবিক হতে সপ্তাহ খানেক সময় লেগে যাবে।

তাইওয়ানের সংস্থা এভারগ্রিন মেরিন পরিচালিত এভার গিভেন জাহাজটির আয়তন প্রায় চারটি ফুটবল মাঠের সমান। জাহাজটি ২ লাখ টন ওজন পরিবহণ করতে পারে ও প্রায় ২০ হাজার কন্টেইনার বহন করতে সক্ষম।     

আফ্রিকাকে মধ্যপ্রাচ্য ও এশিয়া থেকে পৃথক কারী বৃহৎ এই খালটি বিশ্বের অন্যতম বাণিজ্যিক রুট। বিশ্বব্যাপী মোট বাণিজ্যের প্রায় ১২ শতাংশ এই রুটে চলছে।

লয়েডের ট্র্যাকিং তালিকা অনুসারে, জ্যামের কারণে খালের উভয় প্রান্তে ১৬০টির বেশি জাহাজ অপেক্ষা করছে। এর মধ্যে ৪১টি বাল্ক ক্যারিয়ার ও ২৪টি ক্রুড ট্যাংকার।

তেলের পাশাপাশি এই পথ দিয়ে পোশাক, আসবাবপত্র, উৎপাদিত উপাদান ও গাড়ির যন্ত্রাংশ আনা নেওয়া করা হয়।

আন্তর্জাতিক শিপিং সংগঠন বিমকো বলেছে, এটা সরাতে বিলম্ব শুধু পণ্য সরবরাহকে প্রভাবিত করছে।

ওএল ইউএসএ’র রসদ সরবরাহকারী সভাপতি অ্যালান বার বলেছেন, পরিস্থিতি স্বাভাবিক হতে আরও দুই দিন সময় লাগতে পারে। তবে এটি নিশ্চিত নয় বলেও জানিয়েছেন তিনি।  

প্রসঙ্গত, গত মঙ্গলবার জাহাজটি খালের মধ্যে আটকে যায়।তীব্র জ্যামের কারণে পণ্য পরিবহন বিঘ্নিত হওয়ায় এরই মধ্যে অস্থির হয়ে উঠেছে জ্বালানি তেল ও পণ্যবাজার।

সূত্র: বিবিসি

মমতা পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা করছেন: ভারতীয় মন্ত্রী

গাজা গণহত্যায় অস্ত্র-অর্থ দিয়ে ইসরায়েলকে সহায়তা করেছে আরব আমিরাত—গোপন নথি ফাঁস

‘শিশুকামীদের রক্ষক’ বলায় খেপলেন ট্রাম্প, দিলেন ‘এফ বর্গীয়’ গালি

ট্রাম্পের হুমকি-ধমকির পর হার্ভার্ডে চীনা শিক্ষার্থী ভর্তি উল্টো বেড়েছে

গাজায় তীব্র শীতে ৬ শিশুর মৃত্যু, দেয়াল ধসে নিহত আরও ৫

তেহরানের সঙ্গে বৈঠক বাতিল, ইরানি আন্দোলনকারীদের জন্য ‘সাহায্য’ পাঠাচ্ছেন ট্রাম্প

মুসলিম ব্রাদারহুডের তিনটি শাখাকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা যুক্তরাষ্ট্রের

ইরানের সঙ্গে ব্যবসা করে কারা, ট্রাম্পের নতুন শুল্কে কী প্রভাব পড়বে

প্রতিষ্ঠানগুলো দখলে নিন, খুনিদের নাম লিখে রাখুন—ইরানিদের উদ্দেশে ট্রাম্প

সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো ভাষণের নতুন রেকর্ড গড়েছে ভারত