হোম > বিশ্ব

চলতি দশকের বড় হুমকি ডেঙ্গু: ডব্লিউএইচও

চলতি দশকে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চল, দক্ষিণ ইউরোপ ও আফ্রিকার নতুন অংশে ডেঙ্গু একটি বড় হুমকি হয়ে দাঁড়াবে বলে মনে করছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। ডব্লিউএইচওর প্রধান বিজ্ঞানী এর কারণ হিসেবে বলেন, উষ্ণ তাপমাত্রায় এডিস মশার ডেঙ্গু সংক্রমণের সুযোগ বাড়ে। খবর রয়টার্সের।

এশিয়া ও লাতিন আমেরিকার বেশির ভাগ অঞ্চলে বেশ কয়েক বছর ধরে একধরনের আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে ডেঙ্গু। এই রোগে প্রতিবছর আনুমানিক ২০ হাজার মানুষ মারা যায়। ২০০০ সাল থেকে চলতি সময় পর্যন্ত বিশ্বব্যাপী ডেঙ্গু ইতিমধ্যে আট গুণ হয়েছে। মূলত জলবায়ু পরিবর্তনের পাশাপাশি নগরায়ণের ফলে ক্রমবর্ধমান হারে বাড়ছে এই রোগ।

 গত বছর বিশ্বে ৪২ লাখ লোকের ডেঙ্গু হয়েছিল। চলতি বছর ডেঙ্গু সংক্রমণের সংখ্যা রেকর্ড করতে পারে বলে সংশ্লিষ্টরা সতর্ক করেছেন। ডেঙ্গুতে বাংলাদেশ এযাবৎকালের সবচেয়ে খারাপ পরিস্থিতি দেখছে এ বছর। ইতিমধ্যে ডেঙ্গুতে ১ হাজার মানুষের মৃত্যু হয়েছে।

গত মে মাসে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় সংক্রামক রোগ বিশেষজ্ঞ হিসেবে যোগ দেন জেরেমি ফারার। তিনি সংবাদ সংস্থা রয়টার্সকে বলেছেন, ‘ডেঙ্গু সম্পর্কে আমাদের আরও সক্রিয়ভাবে কথা বা প্রচার চালাতে হবে।’ তিনি আরও বলেন, অনেক বড় বড় শহর অতিরিক্ত ডেঙ্গু রোগীর চাপ কীভাবে মোকাবিলা করবে সে জন্য সত্যিকার অর্থে দেশগুলোকে প্রস্তুত করতে হবে।

যুক্তরাষ্ট্রের কাছে ২০০ কোটি ডলারের তেল বেচবে ভেনেজুয়েলা, চুক্তি চূড়ান্ত

ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের ইচ্ছা ভয়ংকর

যুক্তরাষ্ট্রকে ৫ কোটি ব্যারেল তেল দিতে হবে ভেনেজুয়েলার, ঘোষণা ট্রাম্পের

মাদুরোর সহকারীর নেতৃত্ব মানেন না মাচাদো, দেশে ফেরার ঘোষণা

ট্রাম্পের চাপের পরও রাশিয়ার তেল কেনা থামায়নি ভারত

এসে আমাকে ধরুন—ট্রাম্পকে এবার কলম্বিয়ার প্রেসিডেন্ট পেত্রোর চ্যালেঞ্জ

মাদুরোর মতো মোদিকেও কি নিয়ে যাবেন ট্রাম্প—কংগ্রেস নেতার প্রশ্নে বিতর্ক

প্রেসিডেন্ট মাখোঁর স্ত্রীকে সাইবার বুলিংয়ের দায়ে ১০ জন দোষী সাব্যস্ত

গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের হামলা মানে ন্যাটোর মৃত্যু, হুঁশিয়ারি ডেনমার্কের

ভেনেজুয়েলায় ট্রাম্পের পদক্ষেপ মানবতার পথে বড় অগ্রগতি: মাচাদো