ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, দেশটির বিমানবাহিনী ইরানের পশ্চিম ও মধ্যাঞ্চলে নতুন করে হামলা চালাচ্ছে।
আইডিএফ-এর মুখপাত্র বলেন, ‘আমরা ইরানের সামরিক লক্ষ্যবস্তুগুলোতে নির্ভুলভাবে আঘাত করছি।’ তবে ঠিক কোন কোন লক্ষ্যবস্তুতে হামলা চালানো হচ্ছে বা এতে ক্ষয়ক্ষতির পরিমাণ কত, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
গত ১৩ জুন থেকে ইসরায়েল ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। ইসরায়েল ইতিমধ্যে ইরানের পারমাণবিক স্থাপনাসহ বিভিন্ন সামরিক অবকাঠামোয় বড় ধরনের হামলা চালিয়েছে।
নতুন এই হামলার খবরে মধ্যপ্রাচ্যে যুদ্ধের পরিধি আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা জোরদার হয়েছে।