হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

হামলার দাবি ইসরায়েলের, তবে নাতানজে তেজস্ক্রিয়তার মাত্রা স্বাভাবিক বলছে আইএইএ

আজকের পত্রিকা ডেস্ক­

নাতানজ পারমাণবিক কেন্দ্র। ছবি: এএফপি

ইরানের প্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নাতানজের তেজস্ক্রিয়তার মাত্রা বর্তমানে স্বাভাবিকই রয়েছে। জাতিসংঘের পারমাণবিক কার্যক্রম পর্যবেক্ষক সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি (আইএইএ) এ তথ্য জানিয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, আজ শুক্রবার ইরানের স্থানীয় সময় ভোরে দেশটির বিভিন্ন পারমাণবিক কেন্দ্র ও সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল। ইসরায়েলের অন্যতম লক্ষ্য ছিল নাতানজ পারমাণবিক কেন্দ্র। এক বিবৃতিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, তেহরান থেকে প্রায় ২২৫ কিলোমিটার দক্ষিণে নাতানজ শহরে অবস্থিত দেশটির প্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েল।

আল-জাজিরাও জানিয়েছিল ইসরায়েলি যুদ্ধবিমান থেকে বোমাবর্ষণ করা হয়েছে সেখানে। তবে এত বড় হামলার পরও তেজস্ক্রিয়তার মাত্রা স্বাভাবিক থাকায় অবাকই হচ্ছেন অনেকে।

এ ছাড়া বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা চালানো হয়নি বলেও জানিয়েছে আইএইএ।

বন্ডাই বিচের ঘটনায় বদলে যেতে পারে অস্ট্রেলিয়ার অস্ত্র-আইন

যাবজ্জীবন কারাদণ্ডের মুখে ধনকুবের থেকে গণতন্ত্রপন্থী আন্দোলনের মুখ জিমি লাই

পেহেলগাম হামলায় এনআইএর চার্জশিট, ৫ ব্যক্তির সঙ্গে এলটিই-টিআরএফও অভিযুক্ত

হিমালয়ে হারিয়ে যাওয়া পারমাণবিক যন্ত্র ৬০ বছর পরও গঙ্গার জন্য ঝুঁকি

ফুল, প্রশংসা আর ডলারে ভাসছেন বন্ডাই বিচের ‘নায়ক’ আল-আহমেদ

খালি হাতে বন্দুকধারীকে ঠেকিয়ে নায়ক বনে যাওয়া কে এই আল-আহমেদ

প্রায় মার্কিন নাগরিক হয়েছিলেন তাঁরা, বাগড়া দিলেন ট্রাম্প

তাইওয়ানে যুদ্ধে জড়ালে চীনের কাছে হারতে পারে যুক্তরাষ্ট্র— পেন্টাগনের গোপন নথি ফাঁস

আরও ৩০০ কোটি রুপির ইসরায়েলি ‘হেরন মার্ক টু’ ড্রোন কিনছে ভারত

অং সান সু চি হয়তো মারা গেছে, আশঙ্কা ছেলের