হোম > বিশ্ব

৩০০০ বছর পুরনো স্বর্ণের মুখোশ আবিষ্কার

চীনের দক্ষিণ-পশ্চিমে সিচুয়ান প্রদেশের একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকে তিন হাজার বছর পুরনো একটি শিল্পকর্ম উদ্ধার করেছেন প্রত্নতাত্ত্বিকরা। নতুন আবিষ্কৃত ছয়টি ‘বলির বেদি’ খনন করে পাঁচশর বেশি বিভিন্ন বস্তু ‍উদ্ধার করা হয়েছে। এর মধ্যে অন্যতম একটি স্বর্ণের মুখোশ। ২৮০ গ্রাম ওজনের মুখোশটি প্রায় ৮৪ শতাংশ স্বর্ণের তৈরি। এটি বিভিন্ন অনুষ্ঠানে পরা হতো বলে ধারণা করা হচ্ছে।

চীনের ন্যাশনাল কালচারাল হেরিটেজ অ্যাডমিনিস্ট্রেশন এ তথ্য জানিয়েছে। সিচুয়ান প্রদেশের রাজধানী চেংদুর বাইরে সানসিংদুইয়ে ৪ দশমিক ৬ বর্গমাইল আয়তনের এলাকাজুড়ে নিদর্শনগুলো পাওয়া গেছে। কিছু বিশেষজ্ঞ বলছেন, আবিষ্কৃত জিনিসগুলো সু রাজ্যের নিদর্শন বহন করে। ৩১৬ খ্রিস্টাপূর্ব পর্যন্ত এই রাজ্য পশ্চিমা সিচুয়ান নদীর অববাহিকাজুড়ে বিস্তৃত ছিল।

ওই এলাকায় স্বর্ণের মুখোশ ছাড়াও প্রত্নতাত্ত্বিকরা ব্রোঞ্জ, স্বর্ণপত্র এবং হাতির দাঁত, রত্নপাথর ও হাড়ের তৈরি শিল্পকর্ম আবিষ্কার করেছেন। ছয়টি নির্দশন এলাকার মধ্যে বৃহত্তমটির আয়তন ১৯ বর্গমিটার। এখানে ডালাবন্ধ কাঠের বাক্স এবং পেঁচার নকশাকৃত একটি ব্রোঞ্জের পাত্রও পাওয়া গেছে।

১৯২০ সাল থেকে এ পর্যন্ত সানসিংদুইয়ে ৫০ হাজারেরও বেশি প্রাচীন নিদর্শন পাওয়া গেছে। ঘটনাক্রমে স্থানীয় এক কৃষক এ স্থানের একটি প্রাচীন নির্দশনের ধ্বংসাবশেষ আবিষ্কার করেন। এরপরই শুরু হয় খনন ও অনুসন্ধান। ১৯৮৬ সালে দুটি নিদর্শন এলাকা থেকে এক হাজার বস্তু পাওয়া যায়।

খনন কাজের দীর্ঘ বিরতির পর ২০১৯ সালে তৃতীয় নিদর্শন স্থান আবিষ্কার করা হয়। এর পর গত পাঁচ বছরের বিভিন্ন নিদর্শন আবিষ্কার করা হয়েছে।

সূত্র: সিএনএন

 

গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডকে মাদুরো উৎখাতের পরিকল্পনার বাইরে রেখেছিলেন ট্রাম্প

মাচাদোর নোবেল নিতে চেয়ে ট্রাম্প বললেন—এটি বড় সম্মানের

বিক্ষোভ দমনে ইরানের সেনাবাহিনীর ‘রেডলাইন’ ঘোষণা

কিউবার অর্থনীতি ভঙ্গুর হলেও সরকার পতনের ঝুঁকি নেই, কারণ জানাল সিআইএ

সামাজিক বিপ্লবের দ্বারপ্রান্তে ইরান, সত্তর দশকের চীনের প্রতিচ্ছবি দেখছেন বিশ্লেষকেরা

মাদুরোর মতো পুতিনকেও কি তুলে নেবে যুক্তরাষ্ট্র? যা বললেন ট্রাম্প

বঙ্গোপসাগরে চীনের ওপর নজরদারি বাড়াতে পশ্চিমবঙ্গে ভারতের নতুন নৌঘাঁটি

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

‘চীন-রাশিয়াকে ঠেকাতে গ্রিনল্যান্ডের মালিকানা লাগবেই’, ট্রাম্প কেন এত মরিয়া