জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো। করোনার টিকার বিরুদ্ধে মন্তব্য করা এই নেতা টিকা না নিয়েও অধিবেশনে যোগ দিয়েছেন। কারণ, টিকা নেওয়ার কোনো প্রমাণ দেখাতে হয়নি। তবে নিউইয়র্কের রেস্টুরেন্টে প্রবেশ করতে পারেননি বলসোনারো। কেননা, ঢুকতে হলে দেখাতে হয় টিকা নেওয়ার প্রমাণ।
স্থানীয় সময় গত রোববার তাঁকে দেখা গেছে রেস্টুরেন্টের বাইরে ফুটপাতে দাঁড়িয়ে পিৎজা খাচ্ছেন। টুইটারে প্রকাশিত ছবিতে দেখা যায়, অন্য অনেক শীর্ষস্থানীয় কর্মকর্তা এবং নেতাও তাঁর সঙ্গে রয়েছেন। রাস্তায় দাঁড়িয়ে খাওয়ার মাধ্যমে তিনি মহানুভবতার পরিচয় দিয়েছেন বলে মন্তব্য করছেন বলসোনারো ভক্তরা।