হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

আজ রাতে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে ইরান, আতঙ্কে ইসরায়েল

আজকের পত্রিকা ডেস্ক­

গতকাল শুক্রবার রাতে তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ছবি: সংগৃহীত

ইরানের সামরিক বাহিনী শনিবার (১৪ জুন) রাতে আবারও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে। ইসরায়েলি আর্মি রেডিও’র প্রতিবেদনে বলা হয়েছে, তেহেরানের হামলার বিষয়ে সতর্ক করেছে ইসরায়েল সেনাবাহিনী। খবর আল জাজিরা।

শুক্রবার রাতে যেভাবে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, ঠিক একইভাবে আবারও হামলা চালাতে পারে তেহেরান।

গতকাল তেল আবিবে ইরান প্রায় দুই শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে চারজন নিহত এবং সাতজন সৈন্য আহত হওয়ার খবর পাওয়া গেছে।

এর আগে শুক্রবার ভোর রাতে ইরানের রাজধানী তেহেরানে বিমান হামলা চালায় ইসরায়েল। ইরানের পারমাণবিক স্থাপনা এবং ক্ষেপণাস্ত্র তৈরির কারখানা লক্ষ্য করে এই হামলা চালানো হয়। এছাড়া আবাসিক স্থানেও হামলা চালায় তেল আবিব। হামলায় ইরানের সামরিক বাহিনীর শীর্ষ একাধিক কমান্ডারসহ ৮০ জন নিহত হয়েছে। যাদের মধ্যে ২০ জন শিশু রয়েছে।

প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে রাষ্ট্রের স্বীকৃতি দিল ইসরায়েল

নাজিব রাজাকের ১৫ বছরের কারাদণ্ড, জটিল সমীকরণে মালয়েশিয়ার সরকার

বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে ফের উদ্বেগ জানাল ভারত

নামাজরত ফিলিস্তিনির ওপর গাড়ি চালিয়ে দিলেন ইসরায়েলি সেনা

৫৪ কোটি ডলার পাচার: ক্ষমতার অপব্যবহারে দোষী সাব্যস্ত মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী

আতঙ্ক ও উত্তেজনার মধ্যে ভারতে বড়দিন ‘উদ্‌যাপন’

এক বছরে ইউক্রেনের ৫ হাজার বর্গকিলোমিটার এলাকা দখলের দাবি রাশিয়ার

চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই রেকর্ড প্রতিরক্ষা বাজেট অনুমোদন করল জাপান

আট ঘণ্টায়ও মেলেনি চিকিৎসা, কানাডার হাসপাতালে ভারতীয়র মৃত্যু

প্রথমবারের মতো বিচ্ছিন্ন কান পায়ে প্রতিস্থাপন, ফের যথাস্থানে স্থাপন