শীর্ষ সাংবাদিক, প্রতিরক্ষা কর্মকর্তা, ব্যবসায়ীসহ ১২১ জন অস্ট্রেলিয়ানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন অস্ট্রেলিয়ার এবিসি নিউজ, সিডনি মর্নিং হেরাল্ড, স্কাই নিউজ এবং নাইন নেটওয়ার্কের বেশ কয়েকজন সাংবাদিক।
নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন-সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল অ্যাঙ্গাস ক্যাম্পবেল, বিশিষ্ট টিভি ব্যক্তিত্ব লিজ হেইস, স্ট্যান গ্রান্ট এবং অ্যান্ড্রু বোল্ট।
এর আগে গতকাল বুধবার যুক্তরাজ্যের শীর্ষ বেশ কয়েকজন সাংবাদিকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে রাশিয়া। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নিষেধাজ্ঞার তালিকায় ২৯ সাংবাদিকসহ মোট ৪৯ জন রয়েছেন। তাঁরা রাশিয়ায় প্রবেশ করতে পারবে না। নিষেধাজ্ঞার তালিকায় থাকা সাংবাদিকেরা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে এবং দনবাসের ঘটনা সম্পর্কে ইচ্ছাকৃতভাবে মিথ্যা ও একতরফা তথ্য প্রচারের সঙ্গে জড়িত।
উল্লেখ্য, রাশিয়ান সৈন্যরা গত ২৪ ফেব্রুয়ারি ভোরে ইউক্রেনে হামলা শুরু করে। এখনো যুদ্ধ চলছে। রাশিয়ার দুজন কর্মকর্তা জানিয়েছেন, যুদ্ধ শিগগিরই শেষ হচ্ছে না। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দনবাস শহরে রুশ বাহিনীর সঙ্গে ইউক্রেনীয় বাহিনীর তীব্র লড়াই চলছে।