হোম > বিশ্ব

সানিয়া মির্জা-শোয়েব মালিক জুটির ‘বিচ্ছেদের গুঞ্জন’

ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা ও পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিকের বিবাহবিচ্ছেদের গুঞ্জন বেশ কয়েক দিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি সেই গুঞ্জনের আগুনে ঘি ঢেলেছে ইনস্টাগ্রামে পোস্ট করা সানিয়ার একটি ছবি। ছেলে ইজহানের সঙ্গে পোস্ট করা ছবিটির ক্যাপশনে সানিয়া লিখেছেন, ‘সেই মুহূর্তগুলো যা আমাকে কঠিন দিনগুলোর কথা মনে করিয়ে দেয়।’

সানিয়ার মির্জার এই পোস্টের পর তাঁর ভক্তরা ধরে নিয়েছেন, সানিয়া-শোয়েব দম্পতির বিচ্ছেদ হয়ে গেছে। তবে আনুষ্ঠানিকভাবে শোয়েব কিংবা সানিয়া কেউই তাঁদের বিচ্ছেদের খবর এখনো জানাননি। ভারতীয় গণমাধ্যম ইয়ন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এদিকে পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজ জানিয়েছে, সানিয়া-শোয়েবের বিবাহবিচ্ছেদের ঘোষণা আসতে পারে আইনি সমস্যা মেটানোর পর। এটি গোপন সূত্রের বরাত দিয়ে জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, কিছু আইনি জটিলতা রয়েছে। সেই সব জটিলতা মেটানোর পর এই জনপ্রিয় দম্পতি তাঁদের বিবাহবিচ্ছেদের আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারেন। সূত্রটি বলেছে, বিভিন্ন শো-সংক্রান্ত চুক্তি থাকার ফলে এই দম্পতি এখনই বিবাহবিচ্ছেদের গুজব বিষয়ে মুখ খুলছেন না।

এর আগেও বেশ কয়েকবার সানিয়া-শোয়েব সম্পর্কের মধ্যে টানাপোড়েন দেখা দিয়েছিল বলেও জিও নিউজের সূত্রটি জানিয়েছে। পাকিস্তানের এই অন্যতম গণমাধ্যম বলেছে, বিচ্ছেদের পর তাঁরা দুজনেই সন্তান ইজহান মির্জা মালিকের দায়িত্ব নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।

এক যুগ আগে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন সানিয়া মির্জা ও শোয়েব মালিক। তাঁরা দক্ষিণ এশিয়ার অন্যতম জনপ্রিয় দম্পতি। ২০১৮ সালে ইজহান নামে তাঁদের ছেলে সন্তানের জন্ম হয়। সম্প্রতি সানিয়া ও শোয়েব আলাদাভাবে বসবাস করছেন।

পুতিনের হাতে ভগবদ্গীতা তুলে দিলেন মোদি

অস্ট্রেলিয়ায় ‘এশিয়ান এল চ্যাপোকে’ ১৬ বছরের কারাদণ্ড

ভিত্তিহীন অভিযোগে হার্ভার্ডের অধ্যাপককে গ্রেপ্তার করল মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ

পুতিনের দিল্লি সফর: ভারসাম্য রক্ষার কৌশলে ভারত, অস্ত্র–তেল বিক্রি বাড়াতে চায় রাশিয়া

দক্ষিণ কোরিয়ার পারমাণবিক সাবমেরিন প্রকল্প: এশিয়ায় উসকে দেবে সমুদ্রতলে অস্ত্র প্রতিযোগিতা

২০ বছর অন্ধকারে বন্দী, মৃত্যুর হুমকিতে থেমে যাওয়া শৈশব-কৈশোর

ইন্ডিগোর ফ্লাইট বিপর্যয়: পানি-খাবারহীন অবস্থায় ঘণ্টার পর ঘণ্টা আটকা হাজারো যাত্রী

রাশিয়ার পক্ষে খেলবেন ইউক্রেনীয় বিশ্ব চ্যাম্পিয়ন সোফিয়া, বাতিল হচ্ছে সব পুরস্কার

তিন বাহিনীর প্রধান হয়েই পাকিস্তানকে ‘অনন্য উচ্চতায়’ পৌঁছানোর ঘোষণা আসিম মুনিরের

ইসরায়েলকে অংশগ্রহণ করতে দেওয়ায় ইউরোভিশন বয়কট ৪ দেশের