‘দিনরাত শহর জুড়ে বিস্ফোরণের শব্দ শুনতে পাচ্ছি। রাত যতই ঘনিয়ে আসছে, বিস্ফোরণের শব্দ ততই তীব্র হচ্ছে। এই মুহূর্তে নিজের অ্যাপার্টমেন্ট থেকে বের হতে খুব ভয় পাচ্ছি।’
তেহরান উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী টিকের এসব কথা বলেন বিবিসিকে।
টিকে জানান, ইরানের অনেক মানুষের মতো, সেও তার পরিবার এবং বন্ধুদের সাথে বারবার যোগাযোগ করছে। জানার চেষ্টা করছে, তারা নিরাপদ আছে কিনা।
‘সবাই একই কথা বলছে যে তারা ঘুমাতে পারছে না,’ বলেন টিকে।
ইসরায়েলি অব্যাহত আক্রমণের মধ্যেই, কলেজের পরীক্ষায় মনোযোগ দেয়ার চেষ্টা করছে টিকে। বছরের পর বছর ধরে সে এর জন্য প্রস্তুতি নিয়েছে, কিন্তু এখন এটি অনেক দূরের চিন্তা বলেই মনে হচ্ছে।
তিনি বলেন, ‘আমি সত্যিই যত তাড়াতাড়ি সম্ভব ইরান ছেড়ে যেতে চাই।কিন্তু আমার কাছে যথেষ্ট অর্থ নেই।’