দক্ষিণ আফ্রিকায় ইসরায়েলি ফার্মাসিউটিক্যাল কোম্পানি ওরামেডের তৈরি মুখে খাওয়ার করোনা টিকার ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয়েছে। কোম্পানিটির পক্ষ থেকে গতকাল শুক্রবার এমনটি বলা হয়।
একটি বিবৃতিতে কোম্পানিটির পক্ষ থেকে বলা হয়, এর সংখ্যাগরিষ্ঠ মালিকানাধীন সহযোগী প্রতিষ্ঠান ওরাভ্যাস্ক মেডিকেল একটি মুখে খাওয়ার ভ্যাকসিনের পরীক্ষা চালানোর অনুমোদন পেয়েছে।
এরই মধ্যে দক্ষিণ আফ্রিকায় বেশ কয়েকটি করোনা টিকার ট্রায়াল চলেছে। তবে দেশটিতে এটি মুখে খাওয়ার করোনার টিকার প্রথম ট্রায়াল।
ওরামেডের পক্ষ থেকে বলা হয়, মুখে খাওয়ার ভ্যাকসিন উন্নয়নশীল বিশ্বের জন্য বিশেষভাবে আকর্ষণীয় কারণ এটি সংরক্ষণের লজিস্টিক্যাল বোঝা কমায়।
বিশেষজ্ঞদের মতে, যদি করোনা ভ্যাকসিনের বুস্টার ডোজ প্রয়োজন হয় তাহলে মুখে খাওয়ার টিকা বেশ জনপ্রিয়তা পাবে।