হোম > বিশ্ব

পাহাড়ি পথে ঘোড়াকে গাঁজা সেবন করানো ২ যুবককে খুঁজছে পুলিশ

দুর্গম পাহাড়ি পথ পাড়ি দিয়ে যেতে হয় কেদারনাথ মন্দিরে। সেখানেই হয়তো যাচ্ছিলেন দুই যুবক। সঙ্গে ছিল ঘোড়া। মাঝপথে ভূত চাপে তাঁদের মাথায়। ঘোড়াটিকে জোর করে গাঁজা সেবন করান তারা! 

ভারতের উত্তরখান্দের এই ঘটনাটি এখন নেট দুনিয়ায় ভাইরাল। নজরে এসেছে স্থানীয় পুলিশেরও। 

ভিডিওতে দেখা যায়, অভিযুক্ত দুই যুবক ঘোড়াটির মুখ চেপে ধরেছেন। পরে তাদের একজন হাতে থাকা গাঁজাভর্তি রোল করা জ্বলন্ত সিগারেট এর মুখে চেপে ধরেন। শুধু তাই নয়, একপর্যায়ে মুখ চেপে ধরে ঘোড়াটির নাক দিয়েও গাঁজার ধোঁয়া প্রবেশ করান তারা। ঘোড়াটিকে এ সময় খুব অপ্রস্তুত অবস্থায় দেখা যায়। নাক এবং মুখ দিয়ে ধোঁয়া প্রবেশ করানোর ফলে শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল তার। 

এ অবস্থায় প্রাণীদের প্রতি নির্মম আচরণের অভিযোগ উঠেছে ওই দুই যুবকের বিরুদ্ধে। নেটিজেনরা বলছেন, যে প্রাণীগুলো দুর্গম পথ দিয়ে তীর্থ যাত্রীদের কেদারনাথ মন্দিরে নিয়ে যায়—তাদের সঙ্গে এমন নির্মম আচরণ করা উচিত হয়নি। এর ফলে দুর্ঘটনারও আশঙ্কা ছিল। তা ছাড়া এ ধরনের ঘটনা ওই এলাকাটিতে ভ্রমণেচ্ছুক পর্যটকদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া ফেলতে পারে। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টির প্রতিবাদ জানিয়েছেন অসংখ্য মানুষ। প্রাণী অধিকারকর্মীরা অভিযুক্ত যুবকদের যত শিগগির সম্ভব আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। একজন টুইট করেছেন, ‘ঘটনাটি খুবই আতঙ্কজনক! পশুর নিষ্ঠুরতা কখনোই কাম্য নয়। ঘোড়াকে গাঁজা সেবনে বাধ্য করা জঘন্যতম কাজ। দায়ী ব্যক্তিদের অবশ্যই এই কাজের জন্য জবাবদিহি করতে হবে। এ ধরনের নিষ্ঠুর কাজের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে।’ 

ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, ভাইরাল হলে ভিডিওটি উত্তরখান্দ পুলিশেরও নজরে আসে। তাঁরা ইতিমধ্যে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছেন। এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে বলা হয়, ‘ভিডিওতে দেখানো ওই দুই যুবককে আমরা শনাক্ত করার চেষ্টা করছি। তারা জোর করে ঘোড়াটিকে ধূমপান করিয়েছে।’ 

পাশাপাশি প্রাণীদের প্রতি এ ধরনের নির্মম আচরণ কারও নজরে এলেই তা অবহিত করার জন্য স্থানীয়দের আহ্বান জানিয়েছে পুলিশ।

সুইস স্কি রিসোর্টের পার্টি রূপ নিল ট্র্যাজেডিতে

২০২৫ সালে মোট কয়টি দেশে বোমা ফেলেছেন ট্রাম্প

অর্থনৈতিক মন্দায় বিক্ষুব্ধ ইরান, জোরালো হচ্ছে সরকার পরিবর্তনের দাবি

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেতে শুধু বিয়েই যথেষ্ট নয়

রোলেক্স থেকে আইফোন—‘জাপানে ব্যবহৃত’ পণ্যের বৈশ্বিক কদর বাড়ছে

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে রাজনাথ সিং

এবার মার্কিন নাগরিক প্রবেশে নিষেধাজ্ঞা দিল আফ্রিকার কিছু দেশ, কিন্তু কেন

ইরানে ভয়াবহ অর্থনৈতিক সংকট, বিক্ষোভ ও সহিংসতায় নিহত ১

জাপানকে টপকে ভারত এখন বিশ্বের চতুর্থ অর্থনীতির দেশ

জন্মহার বাড়াতে নতুন কৌশল—কনডমসহ জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর দাম বাড়াল চীন