হোম > বিশ্ব

পাহাড়ি পথে ঘোড়াকে গাঁজা সেবন করানো ২ যুবককে খুঁজছে পুলিশ

দুর্গম পাহাড়ি পথ পাড়ি দিয়ে যেতে হয় কেদারনাথ মন্দিরে। সেখানেই হয়তো যাচ্ছিলেন দুই যুবক। সঙ্গে ছিল ঘোড়া। মাঝপথে ভূত চাপে তাঁদের মাথায়। ঘোড়াটিকে জোর করে গাঁজা সেবন করান তারা! 

ভারতের উত্তরখান্দের এই ঘটনাটি এখন নেট দুনিয়ায় ভাইরাল। নজরে এসেছে স্থানীয় পুলিশেরও। 

ভিডিওতে দেখা যায়, অভিযুক্ত দুই যুবক ঘোড়াটির মুখ চেপে ধরেছেন। পরে তাদের একজন হাতে থাকা গাঁজাভর্তি রোল করা জ্বলন্ত সিগারেট এর মুখে চেপে ধরেন। শুধু তাই নয়, একপর্যায়ে মুখ চেপে ধরে ঘোড়াটির নাক দিয়েও গাঁজার ধোঁয়া প্রবেশ করান তারা। ঘোড়াটিকে এ সময় খুব অপ্রস্তুত অবস্থায় দেখা যায়। নাক এবং মুখ দিয়ে ধোঁয়া প্রবেশ করানোর ফলে শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল তার। 

এ অবস্থায় প্রাণীদের প্রতি নির্মম আচরণের অভিযোগ উঠেছে ওই দুই যুবকের বিরুদ্ধে। নেটিজেনরা বলছেন, যে প্রাণীগুলো দুর্গম পথ দিয়ে তীর্থ যাত্রীদের কেদারনাথ মন্দিরে নিয়ে যায়—তাদের সঙ্গে এমন নির্মম আচরণ করা উচিত হয়নি। এর ফলে দুর্ঘটনারও আশঙ্কা ছিল। তা ছাড়া এ ধরনের ঘটনা ওই এলাকাটিতে ভ্রমণেচ্ছুক পর্যটকদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া ফেলতে পারে। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টির প্রতিবাদ জানিয়েছেন অসংখ্য মানুষ। প্রাণী অধিকারকর্মীরা অভিযুক্ত যুবকদের যত শিগগির সম্ভব আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। একজন টুইট করেছেন, ‘ঘটনাটি খুবই আতঙ্কজনক! পশুর নিষ্ঠুরতা কখনোই কাম্য নয়। ঘোড়াকে গাঁজা সেবনে বাধ্য করা জঘন্যতম কাজ। দায়ী ব্যক্তিদের অবশ্যই এই কাজের জন্য জবাবদিহি করতে হবে। এ ধরনের নিষ্ঠুর কাজের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে।’ 

ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, ভাইরাল হলে ভিডিওটি উত্তরখান্দ পুলিশেরও নজরে আসে। তাঁরা ইতিমধ্যে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছেন। এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে বলা হয়, ‘ভিডিওতে দেখানো ওই দুই যুবককে আমরা শনাক্ত করার চেষ্টা করছি। তারা জোর করে ঘোড়াটিকে ধূমপান করিয়েছে।’ 

পাশাপাশি প্রাণীদের প্রতি এ ধরনের নির্মম আচরণ কারও নজরে এলেই তা অবহিত করার জন্য স্থানীয়দের আহ্বান জানিয়েছে পুলিশ।

গাজা স্থিতিশীলতা বাহিনীতে যোগ দিতে প্রস্তুত পাকিস্তান, তবে আপত্তি হামাসকে নিরস্ত্র করার শর্তে

ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের আগে ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা

গুয়াতেমালায় বাস খাদে পড়ে নিহত অন্তত ১৫, আহত ১৯

সোমালিল্যান্ডকে ইসরায়েলের স্বীকৃতি—‘রাষ্ট্রীয় আগ্রাসন’ আখ্যা দিয়ে প্রতাহারের দাবি সোমালিয়ার

বেঙ্গালুরুতে ‘বুলডোজার রাজ’: ৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, তোপের মুখে কর্ণাটকের কংগ্রেস সরকার

নাইজেরিয়ায় হামলা: ‘বড়দিনের উপহার’ বলে উদ্‌যাপন ট্রাম্প প্রশাসনের, স্থানীয়রা বলছেন—‘কখনো আইএস দেখিনি’

রক্তক্ষয়ী সংঘর্ষের পর দ্বিতীয়বার যুদ্ধবিরতিতে থাইল্যান্ড-কম্বোডিয়া

চীনা প্রযুক্তির প্রথম যাত্রীবাহী উড়োজাহাজের ককপিটে প্রথম নারী ক্যাপ্টেন

২ সেকেন্ডে ঘণ্টায় ৭০০ কিমি গতি, চোখের পলকে ছুটে বিশ্ব রেকর্ড গড়ল চীনের ট্রেন

সন্ত্রাসী হামলার হুমকি, যুক্তরাষ্ট্রে ভারতীয় শিক্ষার্থী মনোজ সাই গ্রেপ্তার