হোম > বিশ্ব > এশিয়া

ক্রিকেটার পরিচয়ে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা, বিমানবন্দরে আটক ১৫ বাংলাদেশি

আজকের পত্রিকা ডেস্ক­

মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর। ছবি: সংগৃহীত

ক্রিকেটার পরিচয়ে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা করেছিল ১৫ জন বাংলাদেশি। পরে গতকাল সোমবার তাদের কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে তল্লাশির সময় আটক করা হয়। স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর অনুমান, এই বাংলাদেশিরা দেশটিতে চোরাচালানের উদ্দেশ্য নিয়ে প্রবেশ করার চেষ্টা করেছিল।

মালয়েশিয়ার রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থা বারনামার প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল সোমবার পনেরো জন বাংলাদেশির একটি দল ক্রিকেটার পরিচয়ে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা করেন। পরে তাদের কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে তল্লাশির সময় আটক করা হয়েছে।

মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা একেপিএস জানিয়েছে, এই দলটি ক্রিকেটারদের পোশাক পরে করে এবং একটি টুর্নামেন্ট সংগঠনের চিঠি উপস্থাপন করে কর্মকর্তাদের বিভ্রান্ত করার চেষ্টা করেছিল। তবে তদন্তে জানা গেছে, কথিত পেনাং ক্রিকেট অ্যাসোসিয়েশনের নামে ইস্যু করা সেই চিঠিটি ভুয়া।

একেপিএস-এর এক বিবৃতিতে বলা হয়েছে, ‘২১ মার্চ থেকে ২৩ মার্চের মধ্যে কোনো ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ার কথা নেই।’ সংস্থাটি আরও জানিয়েছে, দলটি তাদের স্পনসরকে জামিনদার হিসেবে উপস্থাপন করতে চাইলে সন্দেহ আরও তীব্র হয়।

বিবৃতিতে আরও বলা হয়, ‘তবে উপস্থিত জামিনদার স্বীকার করেছেন, তিনি ওই ক্রিকেট টুর্নামেন্ট সম্পর্কে কোনো তথ্য জানেন না এবং কেবল একটি কোম্পানির প্রতিনিধি হিসেবে এসেছেন।’ সংস্থাটি জানিয়েছে, আরও তদন্তের পর নিশ্চিত হওয়া যায় যে, তাদের ক্রিকেটার হওয়ার কোনো প্রমাণ নেই এবং এটি সম্ভবত এমন একটি চক্রের অংশ যারা ক্রিকেটার সেজে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা করছিল অন্য কোনো উদ্দেশ্যে।

এরপর, দলটিকে মালয়েশিয়ায় অবতরণ করতে না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় এবং নির্দেশনা জারি করা হয়। এ ছাড়া, তাদের বিরুদ্ধে মালয়েশিয়ার বিদ্যমান অভিবাসন আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে একেপিএস।

মালয়েশিয়ার আইন প্রয়োগকারী সংস্থাটি সতর্ক করে বলেছে যে, ক্রীড়া ভিসার অপব্যবহার করে অবৈধ কর্মসংস্থান বা মানবপাচারের মতো উদ্দেশ্যে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা করলে সংশ্লিষ্ট ব্যক্তি বা চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ভিত্তিহীন অভিযোগে হার্ভার্ডের অধ্যাপককে গ্রেপ্তার করল মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ

পুতিনের দিল্লি সফর: ভারসাম্য রক্ষার কৌশলে ভারত, অস্ত্র–তেল বিক্রি বাড়াতে চায় রাশিয়া

দক্ষিণ কোরিয়ার পারমাণবিক সাবমেরিন প্রকল্প: এশিয়ায় উসকে দেবে সমুদ্রতলে অস্ত্র প্রতিযোগিতা

২০ বছর অন্ধকারে বন্দী, মৃত্যুর হুমকিতে থেমে যাওয়া শৈশব-কৈশোর

ইন্ডিগোর ফ্লাইট বিপর্যয়: পানি-খাবারহীন অবস্থায় ঘণ্টার পর ঘণ্টা আটকা হাজারো যাত্রী

রাশিয়ার পক্ষে খেলবেন ইউক্রেনীয় বিশ্ব চ্যাম্পিয়ন সোফিয়া, বাতিল হচ্ছে সব পুরস্কার

তিন বাহিনীর প্রধান হয়েই পাকিস্তানকে ‘অনন্য উচ্চতায়’ পৌঁছানোর ঘোষণা আসিম মুনিরের

ইসরায়েলকে অংশগ্রহণ করতে দেওয়ায় ইউরোভিশন বয়কট ৪ দেশের

খুবই সাধারণ খাবার খান পুতিন, দেশে-বিদেশে খাদ্যতালিকায় যা থাকে

মার্কিন নাগরিকদের অবিলম্বে ভেনেজুয়েলা ছাড়তে বলল স্টেট ডিপার্টমেন্ট