হোম > বিশ্ব

নির্বাচনী প্রক্রিয়া সংস্কারের বিরুদ্ধে মেক্সিকোতে বিশাল সমাবেশ

মেক্সিকোতে নির্বাচনী প্রক্রিয়া সংস্কারের সরকারি প্রচেষ্টার বিরুদ্ধে লাখো মানুষ বিক্ষোভ করেছেন। গতকাল রোববার দেশটির বেশ কয়েকটি শহরে বিক্ষোভ হয়েছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি বলেছে, সবচেয়ে বড় বিক্ষোভ হয়েছে মেক্সিকো শহরে। 

বিক্ষোভকারীরা দাবি করেছেন, মেক্সিকো সিটির জোকালো স্কয়ারে অন্তত পাঁচ লাখ মানুষ জড়ো হয়েছিল। বিক্ষোভের ঢল পাশের রাস্তা পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। তবে সরকার বলছে, বিক্ষোভকারীদের সংখ্যা ৯০ হাজারের বেশি হবে না। 

গত সপ্তাহে মেক্সিকোর আইনপ্রণেতারা জাতীয় নির্বাচনী ইনস্টিটিউটের (আইএনই) বাজেট কমানো ও কর্মী কমানোর পক্ষে ভোট দিয়েছেন। গত বুধবার সংসদের নিম্নকক্ষে অনুরূপ ভোটের পর দেশটির সিনেট এই সংস্কার অনুমোদন করেছে। এখন প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডর স্বাক্ষর করলে সংস্কারগুলো কার্যকর হবে। 

তবে বিক্ষোভকারীরা বলছেন, আইনপ্রণেতারা গণতন্ত্রের ওপর আক্রমণ করেছেন। তাঁরা যে ভোটাভুটি করেছেন, তাকে ‘অসাংবিধানিক’ আখ্যা দিয়ে বাতিল করার জন্য সুপ্রিম কোর্টকে চাপ দিচ্ছেন বিক্ষোভকারীরা। 

ভেরোনিকা এচেভারিয়া নামের একজন বিক্ষোভকারী বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ‘আমরা গণতন্ত্র রক্ষার জন্য লড়াই করছি।’ তিনি মাথায় যে টুপি পরেছিলেন, সেখানে লেখা ছিল ‘আইএনইর ওপর আঘাত করবেন না।’ 

বিবিসির মেক্সিকো সংবাদদাতা উইল গ্রান্ট বলেছেন, এটি সম্ভবত বর্তমানে মেক্সিকোর সবচেয়ে বিতর্কিত রাজনৈতিক ইস্যু। 

 ২০১৮ সালের জুলাইয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন লোপেজ ওব্রাডর। তিনি দীর্ঘ দিন ধরেই আইএনইর সমালোচনা করছেন। তিনি বলেছেন, আইএনই ‘পক্ষপাতমূলক’ আচরণ করছে। গত মাসে এই স্বাধীন সংস্থার বিরুদ্ধে তিনি প্রতারণার অভিযোগ তুলেছেন। 

জাতীয় ইন্টারনেট, নিজস্ব সোশ্যাল মিডিয়া আনছে ইরান

গ্রিনল্যান্ড না দেওয়ায় ইউরোপের ৮ দেশের ওপর শুল্ক বসালেন ট্রাম্প

মাদুরোকে অপহরণে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাঁর স্বরাষ্ট্রমন্ত্রীর যোগসাজশের ইঙ্গিত দিল রয়টার্স

ইরানে বিক্ষোভে কয়েক হাজার মানুষের প্রাণহানি, জানালেন খামেনি নিজেই

ইরানে বিক্ষোভে কয়েক হাজার প্রাণহানির পেছনে ট্রাম্প দায়ী: খামেনি

ইন্দোনেশিয়ায় ১১ আরোহীসহ ফ্লাইট নিখোঁজ

পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় নিহত ২৪, আহত অর্ধশতাধিক

তৃণমূলকে উচ্ছেদের সময় হয়ে গেছে: মালদহে মোদি

গ্রিনল্যান্ড ডেনমার্কেরই থাকবে, যুক্তরাষ্ট্রের দ্বিদলীয় প্রতিনিধি দলের আশ্বাস

কুর্দিদের নাগরিকত্ব ও ভাষার স্বীকৃতি দিল সিরিয়া