পরমাণু অস্ত্রের প্রসার না করতে এবং ভবিষ্যতে পরমাণু যুদ্ধ এড়িয়ে চলতে একমত হয়েছে বিশ্বের শক্তিধর পাঁচ রাষ্ট্র যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, চীন এবং ফ্রান্স। গতকাল সোমবার ক্রেমলিন থেকে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে এ শপথ করেছে পারমাণবিক শক্তিধর পাঁচ রাষ্ট্র। বিভিন্ন দেশের মধ্যে চলমান উত্তেজনাকর পরিস্থিতিও কমিয়ে আনার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
বিবৃতিতে বলা হয়, জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের স্থায়ী এ পাঁচ সদস্য রাষ্ট্র মনে করে, পারমাণবিক যুদ্ধ এড়িয়ে চলে নিরাপত্তা আরও জোরদার করা তাদের প্রাথমিক দায়িত্ব। চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী মা জাওঝু বলেন, এ বিবৃতির মধ্য দিয়ে পারস্পরিক দ্বন্দ্ব অনেকটাই কমানো সম্ভব হবে। একই মন্তব্য করে ফ্রান্সও।
ইউক্রেন ইস্যুতে মার্কিন-রুশ দ্বন্দ্ব এবং তাইওয়ান ইস্যুতে মার্কিন-চীন দ্বন্দ্বের মধ্যেই এ বিবৃতি প্রকাশ করা হলো।