হোম > বিশ্ব

প্রিন্স হ্যারির মার্কিন ভিসাও চ্যালেঞ্জের মুখে

অবৈধ মাদক গ্রহণের বিষয়ে স্বীকারোক্তির পরও ব্রিটিশ যুবরাজ প্রিন্স হ্যারির ভিসা বাতিল না করায় একটি আদালতে মার্কিন কর্তৃপক্ষকে চ্যালেঞ্জ করা হয়েছে। মঙ্গলবার এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে দ্য ইন্ডিপেনডেন্ট।

চলতি বছরের ১০ জানুয়ারি প্রিন্স হ্যারির স্মৃতিচারণ বিষয়ক বই ‘স্পেয়ার’ প্রকাশিত হয়। এই বইয়ে নিজের ব্যক্তিজীবন সম্পর্কে লিখতে গিয়ে কোকেন, গাঁজা, সাইকোডেলিক মাশরুমসহ বিভিন্ন মাদক গ্রহণের বিষয় উল্লেখ করেছেন ব্রিটিশ রাজপুত্র। আর এ বিষয়টিই আমলে নিয়েছে ওয়াশিংটন ডিসি ভিত্তিক থিংক ট্যাংক দ্য হেরিটেজ ফাউন্ডেশন।

 ২০২০ সালে প্রিন্স হ্যারিকে যুক্তরাষ্ট্রে বসবাসের অনুমতি দিয়েছিল কর্তৃপক্ষ। এ জন্য যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট ফর হোমল্যান্ড সিকিউরিটির বিরুদ্ধে একটি মামলা করেছে দ্য হেরিটেজ ফাউন্ডেশন।

সংস্থাটি মামলার পক্ষে যুক্তি দিয়েছে-প্রিন্স হ্যারিকে ভিসা দেওয়ার প্রক্রিয়ায় মার্কিন কর্তৃপক্ষ সঠিকভাবে তার অতীত পর্যালোচনা করেনি। যদিও বিভিন্ন গণমাধ্যমে হ্যারির বিতর্কিত বিষয়গুলো নিয়ে বিস্তৃত এবং ক্রমাগত খবর প্রকাশিত হয়েছে।

বিষয়টি নিয়ে বাদী-বিবাদী দুই পক্ষ মঙ্গলবারই ওয়াশিংটন ডিসির ফেডারেল কোর্টে যুক্তি-তর্ক উপস্থাপন করবে বলে জানা গেছে। তবে এ সংক্রান্ত নথি প্রকাশের বিষয়ে আদালত কখন সিদ্ধান্ত নেবে তা স্পষ্ট নয়।

স্মৃতিকথায় প্রিন্স হ্যারি লিখেছেন, ‘কোকেন আমার জন্য কিছুই করেনি।’

আর গাঁজাকে ব্যতিক্রম আখ্যা দিয়ে হ্যারি লিখেন, ‘এটা আমাকে দারুণভাবে সহযোগিতা করেছিল।’

ভেনেজুয়েলায় অরক্ষিত হয়ে পড়েছে চীনা প্রযুক্তিগত অবকাঠামো

বাফার জোন পেরিয়ে সিরিয়ায় ঢুকে পড়েছে ইসরায়েলি বাহিনী

ভেনেজুয়েলার পর কি এবার ইরানকে ‘মহান’ করে তুলতে চান ট্রাম্প

শুল্ক থেকে ৬০০ বিলিয়ন ডলারের বেশি পেতে যাচ্ছি, এখন আমরা অনেক বেশি সম্মানিত: ট্রাম্প

মাদুরোর পতন: জুয়ার মার্কেটে রহস্যময় বাজি, এক রাতে কোটিপতি জুয়াড়ি কি ট্রাম্পঘনিষ্ঠ কেউ

‘ঠিকঠাক’ করার নামে অন্তত ১৮ মাস ভেনেজুয়েলা নিয়ন্ত্রণ করতে চান ট্রাম্প

ইরানে বিক্ষোভে প্রাণহানি বেড়ে ৩৫, গ্রেপ্তার ১২ শতাধিক

প্রয়োজনে শপথ ভেঙে আবারও অস্ত্র হাতে তুলে নেব—ট্রাম্পকে কলম্বিয়ার প্রেসিডেন্ট

সিআইএর পরামর্শেই ভেনেজুয়েলা পরিচালনায় মাদুরোঘনিষ্ঠদের ওপর আস্থা ট্রাম্পের

ক্রিকেটের শামি ও অভিনেতা-এমপি দেবকে পরিচয় নিশ্চিত করতে ভারতের নির্বাচন কমিশনের নোটিশ