হোম > বিশ্ব

হংকংয়ে ফাইজারের ভ্যাকসিন স্থগিত

প্যাকেজিংয়ে মান নিয়ে প্রশ্ন ওঠায় ফাইজার-বায়োএনটেকের কোভিড-১৯ টিকা প্রয়োগ স্থগিত করেছে হংকং।

হংকং প্রশাসন আজ বুধবার টিকাটি সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দেয়। অবশ্য টিকার কার্যকারিতা বা ঝুঁকি নিয়ে কোনো প্রশ্ন তোলেনি কর্তৃপক্ষ।

নগর কর্তৃপক্ষ গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে জানায়, হংকং ও ম্যাকাওয়ে ফাইজার-বায়োএনটেক ভ্যাকসিনের পরিবেশক ফোসুন ইন্ডাস্ট্রিয়াল (হংকং) বলেছে যে, তারা ভ্যাকসিনের একটি ব্যাচে বোতলের ছিপিতে প্যাকেজিং সংক্রান্ত ত্রুটি পেয়েছে।

তবে সরকার বলছে, এই প্যাকেজিং ত্রুটির কারণে ভ্যাকসিনের সুরক্ষা ঝুঁকি তৈরি হয়েছে এমনটি মনে করার কোনো কারণ পায়নি ফাইজার এবং ফোসুন ফার্মা। এরপরও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই ভ্যাকসিন প্রয়োগ স্থগিত থাকবে।

আজ ম্যাকাউ জানিয়েছে, সেখানেও ফাইজারের টিকা প্রয়োগ স্থগিত করা হয়েছে।

হংকং গত ফেব্রুয়ারি থেকে স্থানীয়দের ভ্যাকসিন প্রয়োগ শুরু করে। মার্চে ফাইজার-বায়োএনটেকের টিকাদান কর্মসূচি শুরু হয়।

সরকারি পরিসংখ্যান অনুসারে, ফাইজার-বায়োএনটেক ভ্যাকসিনটি চালু হওয়ার পর মানুষের মধ্যে টিকা নেওয়ার আগ্রহ বেড়েছে। গত সপ্তাহে চীনা সিনোভ্যাক টিকার তুলনায় দ্বিগুণেরও বেশি মানুষ ফাইজারের টিকার জন্য বুকিং দিয়েছেন।

সূত্র: রয়টার্স  

ইরানে বিক্ষোভ: উত্তেজনা কমেছে, মর্গে মানুষের ভিড়

যুক্তরাষ্ট্রের যেসব ক্যাটাগরির ভিসা স্থগিত হচ্ছে, ভুক্তভোগী হচ্ছেন যাঁরা

ইরানে মার্কিন হামলা স্থগিত করায় তেলের দামে বড় পতন

ট্রাম্পের হুমকি-ধমকির মধ্যে গ্রিনল্যান্ডে সৈন্য সমাবেশ ঘটাচ্ছে ইইউ

ইরানকে আরেকটি সুযোগ দিতে ট্রাম্পকে শেষ মুহূর্তে রাজি করায় সৌদি, কাতার ও ওমান

এবার আর টার্গেট মিস হবে না! ট্রাম্পের রক্তাক্ত মুখ দেখিয়ে এ কী বার্তা দিল ইরানের টিভি

ট্রাম্প-মাচাদো বৈঠকের আগে ভেনেজুয়েলার আরও এক ট্যাংকার জব্দ

যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিতের আওতায় কারা পড়বে না, জানাল স্টেট ডিপার্টমেন্ট

তালেবানের শীর্ষ নেতৃত্বে ক্ষমতার সংঘাত—বেরিয়ে এল বিবিসির অনুসন্ধানে

বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়ার পর নতিস্বীকার, এরফান সোলতানির মৃত্যুদণ্ড স্থগিত করল ইরান