হোম > বিশ্ব

হংকংয়ে ফাইজারের ভ্যাকসিন স্থগিত

প্যাকেজিংয়ে মান নিয়ে প্রশ্ন ওঠায় ফাইজার-বায়োএনটেকের কোভিড-১৯ টিকা প্রয়োগ স্থগিত করেছে হংকং।

হংকং প্রশাসন আজ বুধবার টিকাটি সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দেয়। অবশ্য টিকার কার্যকারিতা বা ঝুঁকি নিয়ে কোনো প্রশ্ন তোলেনি কর্তৃপক্ষ।

নগর কর্তৃপক্ষ গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে জানায়, হংকং ও ম্যাকাওয়ে ফাইজার-বায়োএনটেক ভ্যাকসিনের পরিবেশক ফোসুন ইন্ডাস্ট্রিয়াল (হংকং) বলেছে যে, তারা ভ্যাকসিনের একটি ব্যাচে বোতলের ছিপিতে প্যাকেজিং সংক্রান্ত ত্রুটি পেয়েছে।

তবে সরকার বলছে, এই প্যাকেজিং ত্রুটির কারণে ভ্যাকসিনের সুরক্ষা ঝুঁকি তৈরি হয়েছে এমনটি মনে করার কোনো কারণ পায়নি ফাইজার এবং ফোসুন ফার্মা। এরপরও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই ভ্যাকসিন প্রয়োগ স্থগিত থাকবে।

আজ ম্যাকাউ জানিয়েছে, সেখানেও ফাইজারের টিকা প্রয়োগ স্থগিত করা হয়েছে।

হংকং গত ফেব্রুয়ারি থেকে স্থানীয়দের ভ্যাকসিন প্রয়োগ শুরু করে। মার্চে ফাইজার-বায়োএনটেকের টিকাদান কর্মসূচি শুরু হয়।

সরকারি পরিসংখ্যান অনুসারে, ফাইজার-বায়োএনটেক ভ্যাকসিনটি চালু হওয়ার পর মানুষের মধ্যে টিকা নেওয়ার আগ্রহ বেড়েছে। গত সপ্তাহে চীনা সিনোভ্যাক টিকার তুলনায় দ্বিগুণেরও বেশি মানুষ ফাইজারের টিকার জন্য বুকিং দিয়েছেন।

সূত্র: রয়টার্স  

ভেনেজুয়েলায় মার্কিন হস্তক্ষেপ নিয়ে সতর্ক করলেন লুলা

ট্রেনের ভাড়া বাড়ছে ভারতেও

পুরো ইউক্রেন দখলের পরিকল্পনা বাদ দেননি পুতিন: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন

ধনী খদ্দেরদের জন্য কিশোরীদের যেভাবে বাছাই করতেন এপস্টেইন—উঠে এল এফবিআইয়ের তদন্তে

কবিরাজিসহ প্রথাগত চিকিৎসার কার্যকারিতা খতিয়ে দেখছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

৪০০ বছরের ঐতিহ্যে ইতি, আর চিঠি বিলি করবে না ডেনমার্কের পোস্ট অফিস

বিল ক্লিনটনকে ‘বলির পাঁঠা’ বানানোর অভিযোগ ট্রাম্পের বিরুদ্ধে

এবার জোহানেসবার্গের পানশালায় বন্দুকধারীদের গুলি, নিহত ৯

কুকুর লেলিয়ে পুরুষ ফিলিস্তিনিকে ধর্ষণ—বিবিসির প্রতিবেদনে ইসরায়েলি কারাগারে নির্যাতনের চিত্র

‘ন্যায়বিচারের দুয়ার বন্ধ’, রাজপথে নামার প্রস্তুতি নিতে বললেন ইমরান খান