হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

গাজায় একটি গমের দানাও ঢুকতে দেওয়া হবে না

গাজায় ইসরায়েলি আগ্রাসন। ছবি: এএফপি

ফিলিস্তিনের গাজায় একটি গমের দানাও ঢুকতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ। আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপের মুখে গাজায় ত্রাণ সরবরাহের অনুমতির গুঞ্জনের মধ্যে গতকাল সোমবার এ বিষয়ে তেল আবিবের এমন অবস্থান স্পষ্ট করেন তিনি।

যুদ্ধবিধ্বস্ত উপত্যকায় ত্রাণ সরবরাহ আটকে দেওয়ায় ক্ষুধার সঙ্গে লড়াই করতে হচ্ছে লাখ লাখ বাস্তুচ্যুত মানুষকে। শিশুদের জীবনযাত্রার উন্নয়ন নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থা সেভ দ্য চিলড্রেন জানিয়েছে, ৫০টির বেশি ত্রাণবাহী ট্রাক আটকে থাকায় উপত্যকায় মানবিক সংকট তীব্র আকার ধারণ করেছে। খাবারের জন্য লোকজন মরিয়া হয়ে উঠেছে, অথচ ত্রাণবাহী ট্রাক কোনো কাজে লাগছে না।

সংস্থাটির একজন কর্মকর্তা আল জাজিরাকে জানান, চলমান ইসরায়েলি আগ্রাসনে গাজায় ১৫ হাজার শিশু হত্যা করা হয়েছে। বাস্তুচ্যুত হয়েছে উপত্যকার ১৯ লাখ মানুষ। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে নারী, শিশু এমনকি স্বাস্থ্যকর্মীদের জন্য গাজায় আর কোনো নিরাপদ স্থান অবশিষ্ট নেই।

গাজার মিডিয়া অফিস গতকাল জানিয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় অঞ্চলটিতে অন্তত ৫৭ জনকে হত্যা করেছে দখলদার বাহিনী। আহত হয়েছে কমপক্ষে ১৩৭ জন। এ নিয়ে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় অন্তত ৫০ হাজার ৭৫২ জনকে হত্যা করেছে দখলদার বাহিনী। একই সময়ে আহত হয়েছে আরও ১ লাখ ১৫ হাজার ৪৭৫ জন। গত ১৮ মার্চ যুদ্ধবিরতি ভেঙে নতুন করে ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে নিহত হয়েছে ১ হাজার ৩৯১ জন এবং আহত হয়েছে ৩ হাজার ৪৩৪ জন।

১৮ মার্চ থেকে যুদ্ধবিরতি লঙ্ঘন করে আরও আগ্রাসী হয়ে উঠেছে ইসরায়েল। ইতিমধ্যে গাজার প্রায় অর্ধেক এলাকার দখল নিয়েছে ইসরায়েলি বাহিনী (আইডিএফ)। রাফাহ শহরকে বিচ্ছিন্ন করার পরিকল্পনার অংশ হিসেবে সেখানকার বাসিন্দাদের বলপূর্বক উচ্ছেদ করেছে তারা। সেখানে ইসরায়েলের একটি সামরিক করিডর স্থাপনের কাজ চলছে। সেনারা ওই এলাকার কাছাকাছি যাওয়া যে কারও ওপর নির্বিচার গুলি করছে।

গাজার পাশাপাশি অধিকৃত পশ্চিম তীরেও তাণ্ডব চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। গতকাল নাবলুস শহরের সব প্রবেশপথ বন্ধ করে দেয় তারা। শহরটিতে আসা-যাওয়া বন্ধে নতুন করে গেট ও সামরিক চেকপয়েন্ট স্থাপন করা হয়।

এদিকে গাজায় পুনরায় যুদ্ধবিরতি কার্যকর ও অবিলম্বে সেখানে খাদ্য সহায়তা পৌঁছানোর ব্যবস্থা করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে মিসর। গতকাল কায়রোয় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান মিসরের প্রেসিডেন্ট জেনারেল আবদেল ফাত্তাহ আল-সিসি। একই সঙ্গে ইসরায়েলি জিম্মিদের মুক্তির দাবি জানান তিনি।

জেনারেল সিসি বলেন, ‘আমরা এ বিষয়ে একমত হয়েছি যে ফিলিস্তিনিদের নিজ জন্মভূমি থেকে বলপূর্বক বিতাড়িত করার কোনো আহ্বান গ্রহণযোগ্য হতে পারে না।’

‘মান বাঁচাতে’ ইউক্রেনকে ১০৫ বিলিয়ন ডলার ঋণ দিচ্ছে ইইউ

রাশিয়াকে এস-৪০০ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ফেরত নিতে বলছে তুরস্ক, কিন্তু কেন

সমুদ্র উপকূলে পাওয়া গ্যাস বিক্রি করে গাজা পুনর্গঠনের পরিকল্পনা যুক্তরাষ্ট্র–আরব আমিরাত ও ইসরায়েলের

ভিক্ষাবৃত্তির অভিযোগে বিভিন্ন দেশ থেকে ৩২ হাজারের বেশি পাকিস্তানি বহিষ্কার

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

চেলসি ক্লাব বিক্রির অর্থ ইউক্রেনকে দিতে হবে—রুশ ধনকুবেরকে ব্রিটিশ আলটিমেটাম

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের